
বিনোদন প্রতিবেদক :বহুল আলোচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় বিজয়ী হন জেসিয়া ইসলাম। সম্প্রতি চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা হাতে নেতৃত্ব দেন। এবার অভিনয়ে নাম লেখালেন তিনি।
‘ব্যাচেলর ডটকম’ নামে একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার। নাটকটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।
এ প্রসঙ্গে জেসিয়া ইসলাম বলেন, ‘‘ব্যাচেলর ডটকম’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি। চলতি মাসের শেষের দিকে এ ধারাবাহিকের কাজ শুরু করব। আশা করছি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব। এ ছাড়া চলচ্চিত্রে কাজ করারও ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলেই কাজ করব।’’
জেসিয়া ছাড়াও এ ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, বাঁধন, আইরিন ...