Category Archives: প্রতিদিনের অনলাইন

অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা ডিমের ঝুড়িতে ইয়াবা পাচার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে দীর্ঘ দিন ধরে অভিনব কায়দায় চলছে মাদক ব্যবসা। ডিমের ঝুড়িতে করে জেলার বিভিন্ন স্থানে পাচার হচ্ছে জীবন ঘাতী মাদক। জানাযায়, শায়েস্তাগঞ্জ থানার দক্ষিণাঞ্চল পাহারতলী এলাকার লাদিয়া গ্রামের সুতাং নদীর ব্রীজের পাশে ও নদীর বাধে হাঁসের ফার্মের নামে দীর্ঘ দিন ধরে স্থানীয় কিছু মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের হাত ধরে বহিরাগত কিছু কুখ্যাত মাদক সম্রাট অভিনব কায়দায় নির্ধীদায় নির্ভয়ে মাদক ব্যবসা ও মাদক পাচার করে আসছে। এতে প্রায় ওই এলাকার যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত মাদকের আস্তানায় দিনদুপুরে মজমায় বসে। শহর থেকে গ্রাম এলাকা মাদক পাচারের নিরাপদ রোড হওয়ায় তাদের এখন আর কোন ধরণের বেগ পেতে হয়না বলে এক মাদক সেবনকারী জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক ...

চুনারুঘাটে ইউএনও-ওসি’র অপসারণের দাবীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

এস আলম রুয়েল ঃ পৌর নির্বাচনে ঘুষ নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীর ধানের শীষের পক্ষে ভোট কারচুপির অভিযোগে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশহুদুল কবীর ও থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর বিরুদ্ধে ফের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে ইউএনও’র এবং ওসি অমূল্য কুমার চৌধুরীর অপসারণ দাবি করেছেন। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা গেইটে থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মধ্যবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিব, সাংগঠনিক সম্পাদক সজল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী, ...

শাকির মোহাম্মদে ছিনতাইকারীর হাতে ফ্লেক্সিলোড ম্যানাজার আহত ॥ ৩ লাখ টাকা ছিনতাই

মোঃ ফারুক মিয়া ঃ চুনারুঘাটে ছিনতাইকারীর উপর্যপরি দায়ের কুপে ফ্লেক্সিলোড ব্যবসায়ী সারোয়ার (৩৮) গুরুত্বর আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় লোকজন মোতাব্বির নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশ সোর্পদ করেছে। এ সময় ফ্লেক্সিলোডের প্রায় ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় হবিগঞ্জের মেসার্স শরীফ স্টোর এর গ্রামীন ফোনের ফ্লেক্সিলোড মার্কেটিং ম্যানেজার সারোয়ার হোসেন চুনারুঘাট উপজেলার লালচান্দ, দেউন্দী ,শানখলা, শাকির মোহাম্মদ এলাকা থেকে ফ্লেক্সিলোডের টাকা উত্তোলন করে শেষে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিমধ্যে শাকির মোহাম্মদ ব্রীজ সংলগ্ন স্থানে উৎপেতে থাকা ২/৩ জন ছিনতাইকারী তার পথ গতিরোধ করে ...

মুড়ারবন্দ দরবার শরীফে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী পবিত্র ওরস

প্রেস বিজ্ঞপ্তি ঃ চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি তরফরাজ্য বিজয় হযরত সিপাহসালার সৈয়দ শাহ নাছির উদ্দিন (রঃ) এর রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি সকাল ১০ টায় বুধবার রওজায় গিলাফ ছড়ানো ও গোসল ১৫ জানুয়ারি সকাল ১০ টায় এবং দিবাগত রাত ১২.০১ মিনিটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে। এ পবিত্র ওরস মোবারক সফল করার লক্ষে মুড়ারবন্দ দরবার শরীফে দেশের বিভিন্ন এলাকা থেকে আশেকান ভক্তবৃন্দসহ এলাকাবাসীকে যোগদান করার জন্য মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ ছিশতী সফি দাওয়াত জানিয়েছেন।

অপহৃত কলেজ ছাত্রী ভোলা থেকে উদ্ধার ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ঃ মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অপহৃত ১ম বর্ষের ছাত্রী মনছুরাকে ৬ দিন পর ভোলার লালমোহন উপজেলার হরিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ অপহরণকারী হরিগঞ্জের তোফায়েল হোসেনের ছেলে কবির হোসেনকে (২৫) গ্রেফতার করেছে। শনিবার ভোররাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহরম আলী লালমোহন থানা পুলিশের সহযোগিতায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেন। পুলিশ ও অপহৃতার পারিবারিক সূত্রে জানা যায়, ৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের রাজা মিয়ার মেয়ে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী মনছুরা (১৭) কলেজে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকাল প্রায় ৯টার দিকে কলেজ গেইট থেকে একই গ্রামের মনু মিয়ার ছেলে শাহজাহানের সহযোগিতায় হরিগঞ্জ ...

চুনারুঘাটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি’র মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি ঃ চুনারুঘাটের জনপ্রিয় সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি চুনারুঘাট’ এর মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ‘ধামালি’ চুনারুঘাটের কার্যালয়ে এ উপলক্ষে আলোচন সভার আয়োজন করা হয়। ‘ধামালি চুনারুঘাট’ এর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামালির যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল বাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকরামুল ইসলাম আকরাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, ইতালী প্রবাসী জসিম, ধামালির শিল্পী আক্কাস, সদস্য আমেনা খাতুন জুনু, দোলু মিয়া, পলি, দেবী, হেপী, দিতি, হেপী, স্মৃতি, দীপিকা, হৃদয়, প্রমুখ। উল্লেখ্য, সিলেটের ঐতিহ্যকে লালন করে ‘ধামালি চুনারুঘাট’ এর উদ্যোগে আগামী ২৯/৩০ জানুয়ারী দুই দিন ব্যাপী ...

চুনারুঘাটে ইকনোমিক জোন স্থাপনের দাবীতে গ্রামবাসীর মানববন্ধন

খন্দকার আলাউদ্দিন ঃ চুনারুঘাট উপজেলার চান্দপুরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার দাবীতে কয়েক হাজার স্থানীয় গ্রামবাসীরা মানববন্ধন ও মহা-সমাবেশ করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টায় পর্যন্ত দেওরগাছ আদর্শ বাজারে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। পরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মহরম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সত্যেন্দ্র চন্দ্র দেব, আশ্রাব আলী হাবিলদার, সুজিত কুমার দেব, আব্দুল হক, আঃ আউয়াল, শ্রমিক নেতা জিতু মিয়া, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, আরজু মিয়া মাষ্টার, যুবলীগ সভাপতি ইয়াকৃত মিয়া, সেক্রেটারি সবুজ মিয়া, শাহাবুদ্দিন, আঃ মতিন, আঃ রউফ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ জাহান চৌধুরী, সেক্রেটারি মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক কবির মিয়া খন্দকার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা ...

সাতছড়ি জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ২০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলেছে। সাতছড়ি জাতীয় উদ্যানে ১৪৯ প্রজাতির পাখি, ২৪ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৮ প্রজাতির সরিসৃপ প্রাণী রয়েছে। এর মধ্যে ২০ প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্ত হতে চলছে। বিলুপ্ত প্রায় এসব প্রজাতির মধ্যে রয়েছে চিতা বাঘ, মেছো বাঘ, লজ্জাবতি বানর, মায়া হরিণ, উলুক, ময়না পাখি, ঘুঘু পাখি, টিয়া পাখি, ঈগল পাখিসহ উল্লেখযোগ্য বন্যপ্রাণী কালের আর্বতে হারিয়ে যাচ্ছে। সাতছড়ি জাতীয় উদ্যানের পাশের টিপরা পলীর বাসিন্দাদের সাথে আলাপ করলে তারা বলেন, এক সময় ওই উদ্যানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীর অভয়াশ্রম ছিল। এখন আর সে দৃশ্য দেখা যায় না। আমাদের ছেলে মেয়েরা এসব বন্যপ্রাণীর নাম ভুলতে বসেছে। তারা আরও জানান, বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী গুলো ...

চুনারুঘাটের পারকুলে দু’দিন ব্যাপী উরস মোবারক সম্পন্ন

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাট উপজেলার বস্তি পারকুলে যৌবনগাজী ও মামা ফকিরের মাজার শরীফ প্রাঙ্গণে দু’দিন ব্যাপী উরস মোবারক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার ভোর সকাল পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দরা মাজার শরীফ প্রাঙ্গণে কাফেলা বসায়। এ উরস মোবারকে সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা উরস মোবারকে অংশগ্রহণ করেন। উরস উপলক্ষে গতকাল শনিবার বিকালে বস্তি পারকুল এলাকায় এক ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় চুনারুঘাট, হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে ২৯টি ঘোড়া ও ঘোড়ার মালিক, ঘোড়ার ছওয়ার এ খেলায় অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আজগর আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামী ...

হবিগঞ্জের আঞ্চলিক পাসফোর্ট অফিস দুর্নীতির আতুর ঘর ॥ দালাল ছাড়া পাসপোর্ট হয় না

স্টাফ রিপোর্টার ঃ অনিয়ম আর দূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে হবিগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ মত নির্ভেজালভাবে পাসপোর্ট করার কথা থাকলেও দালাল আর ঘুষ ছাড়া কোন কাজ হচ্ছে না। সম্প্রতি পাসপোর্ট অফিসের সামন থেকে বাবুল আকতার (৩৫) নামের এক দালালকে আটক করেছে পুলিশ। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ওয়াহাব আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে শহরের ২নং পুল এলাকায় বাসা ভাড়া নিয়ে পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের ছত্রছায়ায় দালালীর সাথে জড়িয়ে পড়ে। বিষয়টি ডিবি পুলিশের নজরে আসলে এসআই সুদ্বিপ রায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দালালরা গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষের কাছ থেকে পাসপোর্ট করিয়ে দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের খপ্পরে অনেকে নিঃস্ব ...

সিলেটের ১৬টি পৌরসভার নৌকা প্রতীক গ্রহন করলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আরিফুল হাই রাজীব

খন্দকার আলাউদ্দিন : আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেট বিভাগের অধীন অনুষ্ঠিতব্য ১৬টি পৌরসভার আওয়ামীলীগ মনোনিত মেয়রদের জন্য বরাদ্দকৃত দলীয় ‘নৌকা’ প্রতীক দলের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডঃ আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে গ্রহন করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, চুনারুঘাটের কৃতি সন্তান মোঃ আরিফুল হাই রাজীব । গতকাল সোমবার রাত ১০টায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় সভা নেত্রীর কার্যলয় ধানমন্ডি থেকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শাহ্ আলম, ব্যারিস্টার মিহন প্রমুখ।

সমঝোতার বিয়েতে চেয়ারম্যানের অনিহা বয়স নির্ধারণে কোর্টে এফিডেভিট

আবুল হাসান ফায়েজ : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ গ্রামের শানখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীকে বিয়ে দেয়ার আয়োজন চলছে। মেয়ে ও ছেলের পক্ষের অভিভাবকদের সম্মতির ভিত্তিতে প্রাপ্ত বয়স নির্ধারণে হবিগঞ্জ কোর্টে এফিডেভিট করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তার বাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে ইব্রাহিমের সাথে একই এলাকার আব্দুল লতিফের মেয়ে শানখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী জলিকা আক্তার গত শুক্রবার গভীর রাতে ঘর ছেড়ে পালিয়ে যায়। ছেলে ও মেয়ের আত্মীয়-স্বজন ইব্রাহিম ও জলিকাকে খোঁজে বের করে গতকাল রোববার শানখলা ইউনিয়ন চেয়ারম্যান অফিসে নিয়ে আসে। দুজনকে চেয়ারম্যানের মাধ্যমে বিয়ে পড়িয়ে দিতে চাইলে এ বিষয়ে তিনি অপারগতা প্রকাশ করেন। পরে দু’পক্ষের আত্মীয়-স্বজন ...

হবিগঞ্জে ৫ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন আজ : কে হচ্ছেন নৌকার মাঝি

খন্দকার আলাউদ্দিন : আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভার সম্ভাব্য ১৮ জন মেয়র প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। রবিবার দুপুর পর্যন্ত ওই প্রার্থীদের নিয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সমঝোতার চেষ্টা করলেও কোন সমাধান আসেনি। ফলে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক,সংশ্লিষ্ট এমপি, উপজেলা ও পৌর কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক মিলে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন। আওয়ামীলীগ থেকে যারা দলীয় ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। চুনারুঘাট পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ ...

নবীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় এক সিএনজি চালককে উদ্ধার করেছে এলাকাবাসী

বুলবুল আহমদ, নবীগঞ্জ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বস্তাবন্দী সিএনজি চালককে উদ্ধার করেছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল রবিবার রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মশাহিদ মিয়া (৩৮) কে ঢাকা-সিলেট মহাসড়কের সুন্দর নগরস্থ জেআইসি স্যুাট লিঃ এর পার্শ্বে নির্জন স্থানে বস্তাবন্দী করে আদা মরা অবস্থায় ফেলে যায়। আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন। তবে, মশাহিদের ডান পা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সা চালকের অবস্থা আশংকাজনক ॥ এক ঘন্টা সড়ক অবরোধ

জাকারিয়া চৌধুরী/আব্দুল হক রেনু ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় একতা এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিক্সা চালক আব্দুস সালাম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের আব্দুর রউফের পুত্র। আহত সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস বাসটি নতুন ব্রীজ গোলচত্তর এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোরিক্সাটিকে চাপা দেয়। এসময় চালাক গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে এ খবর গোলচত্তর এলাকায় ছড়িয়ে পড়লে আশ- পাশের উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা ...

চুনারুঘাট ও মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ বোতল মদসহ ভারতীয় ডিশ এন্টেনা আটক

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও বিভিন্ন ধরণের যন্ত্রাংশসহ ভারতীয় ডিস এন্টেনা আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বিজিবির ৫৫ ব্যাটালিয়নের হরষপুর বিওপি’র হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় বিভিন্ন ধরণের যন্ত্রাংশসহ ১টি ভারতীয় ডিশ এন্টেনা আটক করে। এদিকে, রাত সাড়ে ৯টায় একই ব্যাটালিয়নের বাল্লা বিওপি’র সুবেদার সিরাজ উদ দৌলার নেতৃত্বে চুনারুঘাটের বাল্লায় অপর অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

হবিগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৭শত ১৮ জন শিক্ষার্থী

জাকারিয়া চৌধুরী ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিনে হবিগঞ্জের ২৬ কেন্দ্রে ৭শ ১৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় জেলায় মোট ২৬ টি কেন্দ্রে ২৫ হাজার ৮শ’ ৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১১ হাজার ২শত ২৯ জন ছাত্র ও ১৪ হাজার ৬শত ৫২ জন ছাত্রী। এ বছর বোর্ডের অধীনে সিলেট জেলায় সব ছেয়ে বেশী পরীক্ষার্থী ও ...

বাহুবল ও শায়েস্তাগঞ্জে দুই মাদকসেবী আটক ॥ নিষিদ্ধ ইয়াবা বহনের অভিযোগে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড

নিরঞ্জন গোস্বমী শুভ ॥ বাহুবল ও শায়েস্তাগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে তৌহিদ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিছ ইয়াবা ও স্বপন মিয়া (২৫) নামে এক মাদকসেবীকে ৫ পিছ ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত তৌহিদ মিয়া বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের মৃত ইয়াকত আলীর পুত্র ও স্বপন মিয়া শায়েস্তাগঞ্জ থানার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার পুত্র। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই সুদ্বীপ রায়ের নেতৃত্তে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার ফদ্রখলা থেকে তৌহিদকে ৫০ পিছ ইয়াবাসহ আটক করে। একই দিনে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে স্বপনকে ৫ পিছ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে সদর উপজেলার নির্বাহী কমকর্তা আশফাকুল হক চৌধুরী’র নেতৃত্বে ...