Category Archives: প্রতিদিনের অনলাইন

চুনারুঘাটে ছয়শ্রী গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্টীর দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্টীর মনিপুরি উপজাতীদের মধ্যে প্রধানমন্ত্রির ত্রান তহবিল থেকে ৫৫ জন দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সন্ধায় উপজেলার ছয়শ্রী ইকরতলী মন্দির কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। নব কুমার সিংহের সভাপতিত্বে ও উত্তম ব্যানার্জির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ও জেলা প্রশাসক পতœী, আওয়ামীলীগ হাছান আলী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, তরফ বার্তার বার্তা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, কৃষ্ণ সিংহ, বিরস্বের সিংহ প্রমুখ।

স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে স্বাধীন দেশে আসতে না দিয়ে ফাঁসি দিতে ছেয়েছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। একটি যুদ্ধ বিদ্ধস্থ দেশকে যখনই বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়ে নিতে শুরু করেছিলেন তখনই ঐ ষড়যন্ত্রকারীদের দোসর বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করে। একটি গোষ্ঠী বঙ্গবন্ধু য় ও স্বাধীনতার বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র সবাইকে মিলে মোকাবেলা করতে হবে।গত শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এমপি আবু জাহির বলেন, স্বাধীনতা বিরোধী চক্র জানে যে শেখ হাসিনা ক্ষমতায় না এলে এদেশে যুদ্ধাপরাধীদের বিচার ...

শায়েস্তাগঞ্জ মহাসড়কে ১৫টি গাড়ী ভাংচুর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের লস্করপুর থেকে নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ১৫টি দূরপাল্লার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গত শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কে ভাঙচুরের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন একটি বাস, একটি এনা পরিবহন, একটি শ্যামলী পরিবহনের বাসসহ দূরপাল্লার ১৪-১৫টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। হবিগঞ্জ মোটরমালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, দুর্বৃত্তরা কয়েকটি বাস ভাঙচুর করেছে।

মাধবপুরে সিএনজি-ম্যাক্সি সংঘর্ষে নিহত ২

মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে সিএনজির সঙ্গে হবিগঞ্জগামী ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত  হয়েছেন। এঘটনায় পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- মাধবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের দুখু মিয়ার ছেলে সফি  মিয়া (৪০) ও একই গ্রামের  তালেবর মিয়ার ছেলে মাসুক মিয়া (৪২)।আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাটে এবি ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ১২’শ শীতার্থ চা শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে এবি ব্যাংক। শনিবার বিকাল ৩টায় উপজেলার লালচাঁন্দ চা বাগান ফ্যাক্টরী অফিস প্রাঙ্গনে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এবি ব্যাংকের সৌজন্যে এ শীত বস্ত্র বিতরণ সভায় উপস্থিত ছিলেন লালচাঁন্দ চা বাগান ব্যবস্থাপক মি. ইস্কান্দর হাসান চৌধুরী। সহকারী ব্যবস্থাপক ফরিদুজ্জামান, হিমালয় সাহা, সেলিম রেজা, হুমায়ূন রশীদ চৌধুরী, সাংবাদিক ফারুক মাহমুদ, বাগান সুকেশ হেড ক্লার্ক সুকেস দেব রায়, স্টোর ক্লার্ক বাসব ভট্টাচার্য্য, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি পীযুষ ভৌমিক, সাধারণ সম্পাদক লাল সাঁওতাল, বাগান ও যুবলীগ নেতা সাজন বাউরী, বাগান শ্রমিক নেতা অনুপ কুমার, উপেন্দ্র, মানিক লালসহ বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক সর্দার বৃন্দ। এতে নারী ও পুরুষ শীতার্থ ১২’শ চা শ্রমিকের ...

নবীগঞ্জে পৃথক সংঘর্ষে অর্ধ শতাধিক আহত

এটিএম সালাম, নবীগঞ্জ(হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শনিবার ভিন্ন ভিন্ন সময়ে ছোট বাচ্চাদের ঝগড়া, জমিজমা ও পুর্ব বিরোধের জেরধরে পৃথক পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামে শুক্রবার বিকালে তরিক উল্লা ও মাসুক মিয়ার ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরজের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন হাকডাক দিয়ে বাড়ির সামনের মাঠে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত বশির উদ্দিন(৩০), শাহানুর মিয়া(২০), ঝাবুলা বিবি(৬৫), সাদ্দিক ...

সুনামগঞ্জে ৪ মামলা : ৭ শতাধিক আসামি

সুনামগঞ্জ প্রতিনিধি :  ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে অবরোধ চলাকালে পুলিশ এ পর্যন্ত চারটি এসল্ট মামলা দায়ের করেছে। ফলে গ্রেফতার এড়াতে জোটের নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে বাড়ি ছাড়া অবস্থায় রয়েছেন বলে সূত্র জানায়। এদিকে বিএনপির দাবি অনুযায়ী সরকার পতনের আন্দোলনে জামায়াত-শিবিরসহ অন্যান্য শরীক জোটের নেতাকর্মীদের উপস্থিতি নেই বললেই চলে। জানা গেছে, সুনামগঞ্জ সদর মডেল থানায় দুইটি ও দক্ষিণ সুনামগঞ্জ থানায় দুইটি মামলায় বিএনপির ১৭৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫১০ জনকে আসামি করে উক্ত মামলাগুলো দায়ের করা হয়। এসব মামলায় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম রাজুসহ ৯৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। ৫ জানুয়ারি ছাত্রলীগ-পুলিশ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় উপপরিদর্শক (এসআই) আনোয়ার ...

ছুটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ সাপ্তাহিক প্রথম সেবা সকল বিভাগ বন্ধ থাকবে। তাই পত্রিকা প্রকাশিত হবে না। কর্তৃপক্ষে

নয়াপল্টনে ‘৯০ এর নূর হোসেন’

গণঅভ্যুত্থানের প্রতীক নূর হোসেনের বেশভূষায় কোমরে সাদা শার্ট বাঁধা খালি গায়ের ওই যুবকের বুকে লেখা ছিলো ‘ স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ছিলো ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান। ঘটনাস্থলে উপস্থিত শীর্ষ নিউজের রাজনৈতিক প্রতিবেদক জাহাঙ্গীর আলম আনসারী জানান, সকাল সোয়া নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের একটি গলি থেকে ২৮ বছর বয়সী যুবক দেলোয়ার প্রধান সড়কে বেরিয়ে আসেন। এ সময় তার বুকে ও পিঠে সাদা কালি দিয়ে ‘স্বৈরাচার নিপাত যাক’ আর পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা ছিলো। তার হাতে একটি পোস্টার ছিলো। কোমড়ে বাঁধা ছিলো সাদা শার্ট। তবে পোস্টারে কি লেখা পুলিশ যুবককে আটক করায় তা জানা যায়নি। নয়াপল্টন থানা পুলিশ জানিয়েছে, ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার গ্রামের বাড়ি ...

ফেঞ্চুগঞ্জে জামায়াত-পুলিশকর্মী সংঘর্ষ

সিলেট প্রতিনিধি: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় রোকনুজ্জামান নামে এক শিবির নেতাকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মাইজগাঁও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাইজগাঁও স্টেশন এলাকায় জামায়াত-শিবির কর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাহুবলে ছাত্রদল-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া

দিদার এলাহি সাজু, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে পুলিশ-ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টায় মিরপুর বাজারের বেসিক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এসময় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আব্দুল আহাদ কাজলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা কর্মী কালো পতাকার মিছিল নিয়ে উল্লেখিত স্থানে আসলে অর্ধ-শতাধিক পুলিশ দুই দিক থেকে মিছিলটিকে ঘিরে ফেলে। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে মিছিলকারীরা পিছু হটে।

বই উৎসব: সিলেটে সোয়া কোটি পাঠ্যপুস্তক বিতরণ

সিলেট বিভাগে একযোগে ১ কোট ২৪ লাখ ৩৩ হাজার ১২৪টি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগে প্রতিটি স্কুলে বই বিতরণ করা হয়। শিশুরা হাতে বই পেয়ে আনন্দে মেতে উঠে। সকাল ১০টায় নগরীর অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্ত। বিশেষ অতিথি ছিলেন- সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের ভারপ্রাপ্ত উপ পরিচালক জাহাঙ্গীর কবির আহমদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেন, বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিগত ৫ বছর থেকে বছরের প্রথমদিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সক্ষম হয়েছে সরকার। এই ...

আসুন সবাই বসি, কীভাবে নির্বাচন করা যায় : এরশাদ

ঢাকা :  সব দলের প্রতি আহবান জানিয়ে জাতীয় পার্টির পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আসুন সবাই একসাথে বসি, সুন্দর পরিবেশ সৃষ্টি করি, হানাহনি বন্ধ করি, কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়, সে ব্যাপারে আলোচনা করি।  জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে এরশাদ এ কথা বলেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন। এ সময় তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন। এরশাদ বলেন, জাতীয় পার্টির ইতিহাস সফল ইতিহাস, আমাদের ইতিহাস গৌরবের ইতিহাস। জাতিকে মুক্ত করার জন্য জাতীয় পার্টি ছিল, থাকবে। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময় দেশের অনেক উন্নয়ন করেছে। আমরা ক্ষমতায় থাকার সময় দেশের উন্নয়নের জন্য উপজেলা পরিষদ নির্বাচন দিয়েছি। আমরা মুক্ত ...

বিয়ের আগে রক্তপরীক্ষা জরুরি কেন?

বিয়ের আগে রক্তপরীক্ষা করিয়েছেন, এরকম লোকের সংখ্যা হাতে-গোনা কয়েকজন। পারিবারিক ও সামাজিক অবস্থান মেলানোর পাশাপাশি রক্তপরীক্ষাও হয়ে উঠেছে বিয়ের অনিবার্য অংশ। কেননা- ১) এই রক্ত পরীক্ষার প্রধান উদ্দেশ্যই হলো ভবিষ্যতে সন্তান সুস্থ হবে কি না- তা দেখা। তাই হবু মা ও বাবার নির্দিষ্ট কিছু রক্তপরীক্ষা করানো প্রয়োজন। ২) তাছাড়া দুজনের ব্লাডগ্রুপ এক রকম না হওয়াই বাঞ্ছনীয়। তাই  আগে থেকেই রক্তপরীক্ষা করিয়ে দেখে উচিত কার রক্তের গ্রুপ কী। ৩) এছাড়া ভবিষ্যতে যদি কোনো অসুখে বা দুর্ঘটনায় হঠাৎ করে রক্ত দেয়ার প্রয়োজন হয়, তাহলে ব্লাড গ্রুপ জানা থাকলে বাড়ির লোকজনকে খুব একটা সমস্যায় পড়তে হবে না। ৪) টিসি. ডিসি, ইএসআর , কোলেস্টেরল, আরএইচ ফ্যাক্টর, এইচআইভি, আয়রন লেভেল ইত্যাদি কিছু রুটিন পরীক্ষা ছেলে এবং মেয়ে উভয়েরই করানো ...

অনুর্ধ-১৬ ক্রিকেট হবিগঞ্জ জেলা দলের মৌলভীবাজার যাত্রা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ইয়াং টাইগার অনুর্ধ-১৬ ক্রিকেটের সিলেট অঞ্চলের খেলায় অংশ নিতে হবিগঞ্জ জেলা দল মৌলভীবাজার গিয়েছে। আজ বুধবার মৌলভীবাজর স্টেডিয়ামে হবিগঞ্জ দল সুনামগঞ্জ জেলার বিপক্ষে খেলবে। গতকাল বিকেলে এ উপলক্ষে আধুিনক স্টেডিয়ামে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি আব্দুর রহমান, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আবুল কালাম, দলের ম্যানেজার হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, কোচ ঝন্টু ও আম্পয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক মকসুদুর রহমান উজ্জল। অভিভাবক হিসাবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্যে নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ...

স্বর্ণালী পর্ষদের কবি দিলওয়ারের ৭৯তম জন্মবার্ষিকী পালিত

একুশে পদক প্রাপ্ত, সিলেট সুরমা পারের গণমানুষের হৃদয়ের স্পন্দন কবি দিলওয়ারের ৭৯তম জন্ম দিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কবির বাসভবন খান মঞ্জিলে উপস্থিত হয়ে কবির মাজারে ফাতেহা পাঠ করেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ ও কবি দিলওয়ার স্মৃতি সংসদ সিলেটের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট এম এ ওয়াদুদ, সভাপতি কবি নূরুদ্দীন রাসেল, কবির ভাগ্নে বিশিষ্ট লেখক মামুন রশীদ, ভাতিজা প্রভাষক বদরুল আলম খান, সমাজসেবী আনোয়ার হোসেন চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি যথাক্রমে শাহিনূর রহমান শাহিন, মোঃ ইছরাব আলী ও তাওহীদ হোসেন রাসেল, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সাদিক, দিলওয়ার স্মৃতি সংসদের পক্ষে মোঃ শামসু মিয়া, আজির উদ্দিন, হেলাল আহমদ, আলী আহবাব মাসুম, মোঃ আব্দুস শহীদ, আব্দুর রব খিজির, চন্দন চন্দ্র ...

মাধবপুরে বই বিতরণ উৎসব

এস এইচ উজ্জল, মাধবপুর(হবিগঞ্জ)হবিগঞ্জের মাধবপুর উপজেলা মানিকপুরে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক  ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বিনু মিয়া । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজামেল হক হায়দার। এসময়উপস্হিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ জামান, হাজী নূর মিয়া, বজলু মিয়া, সাংবাদিক এস এইচ উজ্জল, অভিবাক সদস্য সুলতান আহম্মেদ চৌঃ, মোঃ তোফাজ্জল হোসেন, কেলু, ও শিক্ষক শিক্ষকা, অনপূনা গুপ্ত, মোছাঃ মোনোয়ারা খাতুন, বাবুল হোসেন, নার্জনীন বেগম, তাছমিন ইসমিন, অবনি মহন বিশ্বাস , রফিকুল ইসলাম , খালেদ মাসুদ, সালমা আক্তার, ফরূক মিয়া, ইমরান প্রমুখ। সভা পরিচালনা  করেন মাওঃ ফয়েজ উদ্দিন আহম্মেদ।

মৌলভীবাজারে ছিনতাইকারী যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার:মৌলভীবাজারে উওরা ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সুমন মিয়া (৩৫) নামে এক  ছিনতাইকারীকে আটক করেছে ব্যাংকের কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এম সাইফুর রহমান রোডের উওরা ব্যাংকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারী সুমন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার আরজু মিয়ার ছেলে। উওরা ব্যাংকের ম্যানেজার মো. আহসান উল্লা এ প্রতিনিধিকে জানান, সকালে চাঁদনীঘাট এলাকার ব্যবসায়ী মো. দানা মিয়া ৭০ হাজার টাকা জমা দিতে উওরা ব্যাংকে আসেন। এসময় হঠাৎ ব্যাংকের বিদ্যুৎ চলে গেলে ছিনতাইকারী সুমন মিয়া ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে দৌড় দেন।  এসময় ব্যাংকের কর্মচারীরা তাকে হাতনাতে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে থাকে থানায় নিয়ে যায়।