প্রধান অতিথির কাছে উদ্বোধনী সংখ্যা তুলে দিচ্ছেন প্রথম সেবার সম্পাদক-প্রকাশক কামরুল ইসলাম

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ গোয়েন্দা গাজী মোৰ মোসলেম উদ্দিন, চুনারুঘাট থানা।

 

রাজার বাজার স্কুলের স্বাধীনতা দিবস ও ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ চুনারঘাট উপজেলার আহাম্মদবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ও বিদ্যালয়ের সভাপতি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, স্কাউটদের মনোমুগ্ধকর বিভিন্ন ইভেন্ট পরিবেশন করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ও বিশেষ অতিথি আহাম্মদবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মোঃ আবু ...

সিলেটে ২ জঙ্গি ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নিহত সেনাবাহিনী

প্রথম সেবা ডেস্ক ॥ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোদের অভিযানে দুই জঙ্গি ও আইন শৃংখলা বাহীনির কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান। তিনি বলেন, দুই জঙ্গি নিহত হয়েছে। এর আগে গত শনিবার রাতে ভবনের কাছে দুটি বোমা বিস্ফোরণে দুজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মনিরুল ইসলাম। তিনি জালালাবাদ থানার ওসি (তদন্ত)। রাত সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতরা হলেন- পুলিশের পরিদর্শক চৌধুরী মো. কয়সার, মাসুক মিয়া, কলেজছাত্র অহিদুল ইসলাম অপু, নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা শহীদুল ইসলাম ও ...

স্বামীর বন্দিশালা থেকে গৃহবধূকে উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া থেকে অন্তস্বত্ত্বা গৃহবধুকে স্বামীর বন্দিশালা থেকে উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টায় তাকে উদ্ধার করা হয়।আহত সূত্র জানায়, প্রায় ৩ বছর পূর্বে উপজেলার নোয়াপাড়া গ্রামের মতি মিয়ার ছেলে আমীন আলীর সাথে দাশপাড়া গ্রামের মতিউর রহমানের কন্যা পারভীন আক্তারকে বিয়ে দেয়া হয়। তার পর থেকে আমীন বিভিন্ন সময়ে যৌতুকের জন্য পারভীন আক্তারকে মারপিট করে। এ বিষয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে আবারও যৌতুকের জন্য পারভীন আক্তারকে চাপ প্রয়োগ করে আমীন আলী। এ সময় ওই বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমীন তাকে বেধড়ক মারপিট করে বাড়িতে বন্দি করে রাখে। বিষয়টি জানতে পেরে পারভীন আক্তারের মা খুশবানু বেগম ...

বানিয়াচংয়ে কৃষক হত্যা মামলার আসামী গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে কৃষক ফজলু মিয়াকে গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী তাহের উদ্দিনকে ২ বছর পর গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ খাগাউড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তাহের উদ্দিন (৩৫) ওই গ্রামের মিছিল উদ্দিনের পুত্র। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৪ মে হালুয়ার হাওরের ধানের খলা থেকে কৃষক ফজলু মিয়ার (৫০) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডের শিকার বজলু মিয়া একই উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই বছরের ৩ মে রাতে গ্রামের পাশের হালুয়ার হাওরে খলায় রাখা ধান পাহারা দিতে গিয়েছিলেন। পরদিন সোমবার ...

মাধবপুরে মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর গাঁজাসহ বাচ্চু মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গত শনিবার ভোররাতে উপজেলার সীমান্তবর্তী বিজয়নগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর খালেদ মাহমুদ জানান, গোপন সুত্রে খবর পেয়ে ওইদিন রাতে বড়জ্বালা সীমান্ত ফাঁড়ির সদস্যরা উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ উপজেলার দেবপুর গ্রামের মরতুজ আলীর ছেলে বাচ্চু মিয়াকে আট করে। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

চুনারঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে র‌্যালী এবং আলোচনা সভা

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারঘাটে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তপক অর্পণ শেষে র‌্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মাঠে খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালাদার, থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা চেয়ারম্যান সিও ওয়াহিদুল ইসলাম সুমন। এ দিকে দুপুর ১২টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের অয়োজেন আলোচনা সভা অনুষ্ঠিত ...

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। গত শনিবার সকাল ৭টার দিকে ঢাকা সিলেট রেল সেকশনে উপজেলার তেলিয়াপাড়া রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, কোন ট্রেনে কাটা পড়েছে তা এখনো জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর নাম, পরিচয় পাওয়া যায়নি।

চুনারুঘাটের ইকরা জুনিয়র স্কুলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের মুড়াবন্দ ইকরা জুনিয়র স্কুলে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইকরা জুনিয়র স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক খালিদ হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহাম্মদ। বিশেষ অতিথি ‘ধামালি, চুনারুঘাট’ এর সেক্রেটারী মামুন তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক প্রনয় কুমার রায়, সহকারী শিক্ষিকা শারমিন আক্তার, সহকারী শিক্ষক বেলাল আহমেদ প্রমুখ।

ইয়াবা ও ফেনসিডিলসহ মাদকাসক্ত চিকিৎসক ডাঃ সোহাগ গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের গ্রীণ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ভেতর থেকে মাদকদ্রব্যসহ ডা: সামসুদ্দোহা সোহাগকে আটক করেছে পুলিশ। গত বুধবার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মীর্জা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দুই লিটার পানির বোতলে রাখা ৮শ’ মিলি ফেনসিডিল, ৮টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃত সামসুদ্দোহা সোহাগ (৩৫) নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি সমিরমুন্সির হাট গ্রামের মৃত আবুল খায়ের মো. নোমানের পুত্র। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সূত্র জানায়, ডাক্তার সামসুদ্দোহা সোহাগ দীর্ঘদিন ধরে ...

হবিগঞ্জে পাজারো চাপায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকায় পাজারো চাপায় রিফাত মিয়া (৭) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুঘর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু বৈদ্যার বাজার এলাকার বনগাও গ্রামের আব্দুর রেজাক মিয়ার ছেলে। জানা যায়, হবিগঞ্জ থেকে বাহুবল যাওয়ার পথে সুঘর নামক স্থানে কাষ্টম এক্সাইজ ও ভ্যাট ডিভিশন হবিগঞ্জের একটি পাজারো গাড়ী (সিলেট-ঘ-১১-০১৩৫) শিশুটিকে চাপাদেয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়ী চালক শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি ঘটলে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা তিনটায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট গাড়ী রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ ...

মাধবপুরে ১ ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুরে এক লাইব্রেরী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। গতকাল রোববার দুপুুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী পজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা মনতলা বাজারের আলহেরা লাইব্রেরীর মালিক আতিকুর রহমান চৌধুরী (৫০)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লাইব্রেরী ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরী বিভিন্ন ব্যাক্তি ও এনজিও থেকে ব্যবসা পরিচালনার জন্য ঋন নেয়। কিন্তু ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। এ নিয়ে অনেকের দ্বারা তিনি অপমানিত হন। তাই ক্ষোভে দুঃখে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান লাশ উদ্ধার করে ময়না তদন্তের ...

আজ হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহন করছেন মেয়র জিকে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি : অবেশেষে দীর্ঘ প্রতিক্ষার পর হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহন করছেন টানা ৩বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় তিনি দায়িত্ব গ্রহন করবেন। পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী বলেন- মেয়র জি কে গউছের সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে দায়েরকৃত রীট পিটিশনের আদেশ প্রতিপালনে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আব্দুর রউফ মিয়া হবিগঞ্জ পৌরসভাকে চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে মেয়র জি কে গউছকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এদিকে মেয়র জি কে গউছ পৌরসভার দায়িত্ব গ্রহন করছেন এমন সংবাদে উজ্জীবিত হয়ে উঠেছে পৌরবাসী। ...

হবিগঞ্জ মাদকসহ ফার্মেসীর কর্মচারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার পিন্টু মোদক ফার্মেসীর কর্মচারি মাদক ব্যবসায়ী তপন চন্দ্র দাশকে (৩০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় সদর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজার এলাকার নারিকেল হাটায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত পরিমাণ মদ উদ্ধার করা হয়। তপন নেত্রকোনা জেলার কালিজুরি থানার শিবপুর গ্রামের রসরাজ দাশের পুত্র। সে দীর্ঘদিন ধরে ওই ফার্মেসীতে কর্মচারি হিসেবে কর্মরত আছে। এ ব্যাপারে এসআই রুহুল আমিন বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

মাধবপুরে গৃহবধূ হত্যার অভিযোগে শ্বশুর গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বোরহানপুর গ্রামে গৃহবধূ সাফিয়া আক্তার শিল্পীকে (২৬) হত্যার অভিযোগে শ্বশুর রহিছ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) ভোর রাতে মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই কামরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার রাতে নিহত শিল্পীর বাবা সুন্দর আলী বাদী হয়ে শিল্পীর স্বামী হোসেন মিয়া (৩৬), শ্বশুর রহিছ মিয়া (৫৫) ও সৎ শাশুড়ি হাজেরা খাতুন (৪৮) কে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে সুন্দর আলীর মেয়ে সাফিয়া আক্তার শিল্পীর সাথে একই ইউনিয়নের বোরহানপুর গ্রামের রইছ মিয়ার ছেলে হোসেন মিয়ার বিয়ে ...

বানিয়াচংয়ে পাইপগানসহ ডাকাত গ্রেফতার

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ দুর্ধর্ষ ডাকাত টেনু (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) বিকেলে তাকে গেফতার করা হয়। সে কাগাপাশা ইউনিয়নের ওমরপুর উত্তরপাড় গ্রামের গজম্বর আলী পুত্র। পুলিশ জানায়, বানিয়াচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেনু আগ্নেয়াস্ত্রসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, এসআই মোস্তাক আহমেদ, এএসআই আবুল খায়ের, এএসআই জালাল, এএসআই মোজাম্মেল, এএসআই খলিলসহ একদল পুলিশ বিকেল ৫টায় তার বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত টেনু পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশ বেষ্টনি থাকার কারণে সে পালাতে ব্যর্থ হয়। পরে পুলিশ তার ঘরে প্রবেশ করে তাকে গ্রেফতার করে এবং তার ঘর তল্লশি করে ...

চুনারুঘাটে বিশেষ অভিযানে আটক ২৭

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার চুনারুঘাটে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ও ওয়ারেন্টভূক্ত অাসামীসহ ২৭ জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার (২২মার্চ) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়। অাটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) অাজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রম আপীল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান চুনারুঘাটের সাবেক বিচারপতি মোঃ আব্দুল হাই

এস আর সুজন ॥ চুনারুঘাটের কৃতি সন্তান সাবেক আইন সচিব ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি মোঃ আব্দুল হাই শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন জারী করে। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিচারপতি মোঃ আব্দুল হাই ইপিসিএস ১৯৭০ ব্যাচে মুন্সেফ হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। বিভিন্ন পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি ১৯৮৬ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করে ঝালকাঠী, গাইবান্ধা ও নরসিংদী জেলার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের সদস্য (বিচার) পদে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ...

শায়েস্তাগঞ্জে হানিফ আসছেন আজ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি শায়েস্তাগঞ্জে আসছেন আজ রবিবার। বিকাল ৩ টায় নতুন ব্রীজ এলাকায় প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।স্বরণসভার আয়োজন করেছে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ ও এনামুল হক মোস্তফা শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, কেন্দ্রীয় নেতা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপাধ্যক্ষ মোঃ আব্দুস সহিদ এমপি, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, আবদুল মজিদ খান এমপি, এডভোকেট মাহবুব আলী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ...