মাধবপুরে আসামীদের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় বাদী ও স্বাক্ষীরা

মাধবপুর প্রতিনিধিমাধবপুরে আব্দুল হাই হত্যা মামলার আসামীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী ও স্বাক্ষীরা। মামলার কিছু আসামী জামিনে এসে ও কিছু আসামী চার্জশীট থেকে নাম কাটিয়ে নির্ভয়ে মামলার বাদী ও স্বাক্ষীদের মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রত্যক্ষ স্বাক্ষী নিহত আব্দুল হাইয়ের চাচাতো ভাই হোসেন আলী বাদী হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি দরখাস্ত মামলা দায়ের করেছেন। দরখাস্ত সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আব্দুল হাই প্রতিপক্ষ প্রতিবেশী দ্বারা ৩১ জানুয়ারী ২০১৪ ইং নির্মমভাবে খুন হন। খুনের ঘটনায় আব্দুল হাইয়ের ছেলে জসীম উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষের জসীম উদ্দিন, আব্দুলা মিয়া, তপসীল মিয়া, আউয়াল মিয়া, জুবায়ের মিয়া, মমিন, জাহেদ, সাইফুর, সায়েদুল, শফিকুর, বিল্লাল, এখলাশ, সুমন সহ ৩২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন মাধবপুর থানার ওসি তদন্ত ইয়াছিনুল হক মামলাটির তদন্ত করে ১২ জনকে বাদ দিয়ে ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্র দাখিলের পর থেকেই অভিযোগ থেকে ছাড়া পাওয়া ও জামিনে থাকা আসামীদের কর্তৃক প্রতিনিয়ত স্বাক্ষী হোসেন আলী, বাদী জসীম উদ্দিন সহ মামলার অন্যান্য স্বাক্ষী ও তাদের আত্মীয় স্বজনকে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। মামলা প্রত্যাহার না করলে তাদেরকেও আব্দুল হাইয়ের পরিনতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছে। তারা এমনও হুমকি দিচ্ছে টাকার জোরে খুন করেও হাজত না খেটে বাঁচা যায়। টাকা হলে আইনকেও নিজের করে নেওয়া যায়। বাদী আরো জানান, কাইয়ুম মিয়া,ফুরকান মিয়া,নজরুল,জুনায়েদ,রশিদ,কায়েদ,রহিম ও হত্যা মামলার কিছু আসামী জামিনে এসে এবং কিছু অভিযোগপত্র থেকে পয়সার বিনিময়ে নিজেদের নাম কাটিয়ে প্রচার করে বেড়াচ্ছে যে, মামলা প্রত্যাহার না করলে তাদেরকেও আব্দুল হাইয়ের মত খুন করা হবে। এরই অংশ হিসেবে গত ৪ জুলাই আসামীরা স্বাক্ষী হোসেন আলীকে গ্যাস ফিল্ড বিশ্বরোড এলাকায় খুনের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দা, লাঠি, ফিকল নিয়ে আক্রমণ চালায়। মামলার বাদী জসীম উদ্দিন জানান, আমরা পিতাকে হারিয়ে প্রতিনিয়ত আসামী পক্ষ থেকে নিজের সহ স্বাক্ষীদের প্রাণ নাশের হুমকির মুখে রয়েছি। আমি পিতা হত্যার সুষ্ঠু বিচার চাই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *