ঐতিহাসিক মুড়ারবন্দ দরগাহ্ শরিফের বার্ষিক ওরশ মোবারক সম্পর্ন ॥ মোতাওয়াল্লীর কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার ১৫ জানুয়ারী আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ঐতিহাসিক মুড়ারবন্দ দরগাহ্ শরীফের ৩ দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারক সমাপ্ত হয়েছে। চুনারুঘাট উপজেলার মুড়ার দরগাহ্ শরিফে শাহিত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহ্সালার(রঃ) পূর্ব পশ্চিম রওজা, হযরত সৈয়দ শাহ বন্দেগী (রঃ) হযরত সৈয়দ শাহ কুতুবুল আউলিয়াগং ১২০ গনের দরগাহ্  শরিফে প্রতি বছরের ন্যায় এবার মোতাওয়াল্লী সৈয়দ কবির আহমদ চিশ্তী ও অন্যান খাদেম সকাল ১০টায় মাজার শরিফের গিলাপ চড়ানোর মধ্য দিয়ে ৬৯৪তম পবিত্র বার্ষিক ওরশ শুরু করেন এবং ১৫ জানুয়ারী দিবাগত রাত ১২.০১মিনিটে আখেরী মোনাজাতের মধ্যে সমাপ্ত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী সৈয়দ কবির আহমদ চিশ্তী, সৈয়দ শফিক আহমদ চিশ্তী, সৈয়দ ইউনুস আহমদ চিশ্তী,     সৈয়দ আলমগীর হোসেন চিশতী, সৈয়দ দুদু মিয়া, সৈয়দ  নজরুল আহমদ চিশ্তী, সৈয়দ তোফায়েল আহমদ চিশ্তী, সৈয়দ রাজিব আহমদ, সোহেল আহমদ চিশ্তী ও অলি আহমদ চিশ্তী প্রমুখ। পবিত্র ওরশ মোবারকে আগত সকল আশেকান, জাকেরান ও বক্তবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোতাওয়াল্লাী সৈয়দ কবির আহমদ চিশ্তী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *