চুনারুঘাটে পান ক্রয় করার জের কাতার প্রবাসী মহিলাসহ আহত ২

গাজীপুর সংবাদদাতা : চুনারুঘাটে পান ক্রয় করাকে কেন্দ্র করে সংঘর্ষে কাতার প্রবাসীসহ ২ জন মহিলা আহত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিসাবস্তি গ্রামের ছুরত আলীর ছেলে সেলিম মিয়া ও একই এলাকার হাবিবুল্লার মুদির দোকানে পান ক্রয় করতে যায়। সেলিম পান ক্রয় করতে চাইলে হাবিব উল্লা পান বিক্রি করতে অনিহা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে হাবিব উল্লা তার লোকজন নিয়ে সেলিম মিয়ার বসত ঘরে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা লুটপাট চালায়। এ সময় সেলিম মিয়ার বোন  প্রবাসী পারুল আক্তার (৩৫) ও সেলিমের মা আছিয়া খাতুন (৫০) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত পারুল জানায়, সে গত ১৫ জানুয়ারী কাতার যাত্রী ছিল। হাবিব উল্লাগংদের হামালায় আহত হওয়ায় তিনি আর বিদেশ যেতে পারেননি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুর নুর, ৪নং ওয়ার্ড য্বুলীগের সভাপতি মোঃ মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আছকির মিয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মজলিশ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় আজ ১৯ জানুয়ারী শালিস বিচারের দিন ধার্য করেন। কিন্তু বাদী পক্ষ তা উপেক্ষা করে চুনারুঘাট থানায় মিথ্যা অভিযোগ দিয়ে বিবাদী পক্ষকে হয়রানী করছে। এ ব্যাপারে আছিয়া আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *