অমৃতার সিদ্ধান্ত

চলতি প্রজন্মের সম্ভাবনাময়ী গ্ল্যামারাস চলচ্চিত্র অভিনেত্রী অমৃতা খান অভিনীত প্রথম ছবি ‘গেইম’ মুক্তি পেয়েছে ২রা জানুয়ারি। রয়েল অনিক পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন নীরবের বিপরীতে। প্রথম ছবি হিসেবে এতে অমৃতার অভিনয়-পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। ছবির ব্যবসা সফলতা যাই হোক, ‘গেইম’ ছবিতে অমৃতা অভিষেকের মধ্য দিয়ে বেশ এগিয়ে গেছেন। এখন অনেকেই তাকে নিয়ে ছবি বানানোর প্রস্তাব দিচ্ছেন। অভিনয়, উচ্চতা, শারীরিক সৌন্দর্য, নাচ, পারফরম্যান্সের দিক দিয়ে পরিচালকরা অমৃতাকে প্যাকেজ অভিনেত্রী হিসেবেই দেখছেন। সঠিক পথে এগিয়ে গেলে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে ঢালিউডে নিজের জায়গাটা শক্ত করতে পারবেন বলেও মনে করছেন তারা। এদিকে অমৃতা বর্তমানে কাজ করছেন ‘অন্তরে অন্তরে’, ‘টার্গেট’, ‘পাগলা দিওয়ানা’ ছবিগুলোতে। তবে এখন থেকে একটু বুঝে শুনেই পথ চলতে চান তিনি। সব ধরনের ছবিতে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন অমৃতা। সম্প্রতি ‘মিশন আফ্রিকা’ ছবিতে অভিনয় করতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। রুবেল, ইমন, সিদ্দিক ও অমৃতা ছবির অভিনয়শিল্পী হিসেবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে গেলেও সেখানে গিয়ে জানতে পারেন চলচ্চিত্রের নামে আদম পাচার হচ্ছে। এমন ঘটনা চলচ্চিত্রে নতুন না হলেও বিষয়টি অমৃতার কাছে বিব্রতকর একটি অভিজ্ঞতা ছিল। পরবর্তীতে এয়ারপোর্ট থেকে ফিরে আসেন অমৃতাসহ অভিনয়শিল্পীরা। এ ঘটনাসহ বিভিন্ন কারণেই খুব বেছে বেছে ছবির করার সিদ্ধান্ত তার। মূলত এখন অমৃতার ছবি চুক্তির বিষয়টির ক্ষেত্রে বিচার-বিবেচনা করছেন তার মা। তবে এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কারণ, অমৃতার শুরুটা ভাল হয়েছে। এবার পর্যায়ক্রমেই এগিয়ে যাওয়ার পালা। বয়সে ছোট হলেও অমৃতা নিজেও বিষয়টি অনুধাবন করেন। এ বিষয়ে তিনি বলেন, আমি চলচ্চিত্রে নতুন। খুব অল্প সময় হলো কাজ করছি। তবে সময়ের তুলনায় অভিজ্ঞতাটা ভালই অর্জন করেছি। আসলে সামনে এগিয়ে চলার পথটা খুব একটা মসৃণ নয়। কিন্তু আমি কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে বদ্ধপরিকর। ছোটবেলা থেকেই শিখেছি ইচ্ছা থাকলে সেটা অর্জন সম্ভব। এটা এখনও বিশ্বাস করি। নিজের চেষ্টা যোগ্যতাটা প্রমাণ করতে চাই ভাল কাজের মাধ্যমে। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। তবে এখন থেকে খুব বেছে বেছে কাজ করবো। এদিকে অমৃতা অভিনীত দ্বিতীয় ছবি ‘গুণ্ডা- দ্য টেরোরিস্ট’-এর কাজ শেষ। এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১০ই এপ্রিল। এখানে বাপ্পি ও তানভীর তনুর বিপরীতে দেখা যাবে তাকে। অ্যাকশন-রোমান্টিক গল্পনির্ভর এ ছবিতে অমৃতা অভিনয় করেছেন শিখা চরিত্রে। এ ছবি প্রসঙ্গে অমৃতা বলেন, এখানে আমার চরিত্রটি অনেক চমৎকার। ছবিটির শুটিং আমরা অনেক মজা করে করেছি। ‘গেইম’-এর পর এ ছবিতে অন্য এক অমৃতাকেই আবিষ্কার করতে পারবেন দর্শক। আশা করছি ভাল লাগবে সবার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *