উত্তপ্ত ম্যাচে বার্সেলোনার জয়

তিন ম্যাচে তৃতীয়বার দ্রুত গোল দেখালেন ফার্নান্দো তোরেস। আর ব্যতিক্রম ঘরানার প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টানা তৃতীয় জয় দেখলো এফসি বার্সেলোনা। উত্তপ্ত ম্যাচে নয়জনে পরিণত হওয়া অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রে’র সেমিফাইনালে উঠলো কাতালান জায়ান্টরা। বুধবার দ্বিতীয় লেগে নেইমারের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় কাতালানরা। প্রথম লেগে ১-০ গোলে জয় পায় বার্সা। ফলে দুই লেগে ৪-২ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালে পৌঁছে কোচ লুইস এনরিকের দল। দু’দলের খেলোয়াড়দের গরম মাথার এ ম্যাচে নয়টি হলুদ ও দুটি লাল কার্ড দেখাতে হয় রেফারিকে। গত মওসুমে ব্যর্থ হলেও এবার অ্যাটলেটিকোর বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জয় পেলো বার্সেলোনা। ১১ই জানুয়ারি লা লিগায়ও জয় তুলে নেয় কোচ লুইস এনরিকের দল। বুধবার ম্যাচের প্রথমার্ধেই হয় সবকটি গোল। ম্যাচের ৩৯ সেকেন্ডেই এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ডান পায়ে গোলটি করেন ফার্নান্দো তোরেস। কোপা দেল রে’র আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫০ সেকেন্ট ফুরানোর আগেই গোল পান সদ্য অ্যাটলেটিকো মাদ্রিদ দলে ফেরা চেলসি ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার তেরেস। তবে ৯ মিনিটেই সমতায় ফেরে বার্সেলোনা। লুইস সুয়ারেজের পাস থেকে গোলটি করেন ব্রাজিল তারকা নেইমার। ৩০ মিনিটে ২-১ এগিয়ে যায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোলটি করেন স্পেনের মিডফিল্ডার রাউল গার্সিয়া। তবে ৩৮ মিনিটে আবারও সমতায় ফেরে বার্সা। অ্যাটলেটিকোর ডিফেন্ডার মিরান্দার আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালানরা। ৪১ মিনিটে বার্সেলোনার শেষ গোলটি করেন নেইমার। জরদি আলবার পাস থেকে গোলটি করেন তিনি। প্রথমার্ধের বাঁশির পর নেইমারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন স্বাগতিক দলের খেলোয়াড়রা। একসময় নেইমারকে এসে ধাক্কা মারতে দেখা যায় ফার্নান্দো তোরেসকে। এ সময় অফিসিয়াল কর্মকর্তারা এসে খেলোয়াড়দের সরিয়ে নেন। প্রথমার্ধ শেষে ড্রেসিং রুমে যাওয়ার সময় রেফারির সঙ্গে  তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো অধিনায়ক গাবি। ফলে ১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *