Daily Archives: October 7, 2015

মাধবপুরের কাচারি এলাকা থেকে সিএনজিসহ ৩ চোর আটক

মোঃ অলিদ মিয়া, মাধবপুর ॥ মাধবপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে চুরি হওয়া সিএনজিসহ ৩ চোরকে আটক করেছে। থানার এসআই শামস্-ই-তাব্রীজ জানান, উপজেলার ছাতিয়াইন গ্রামের সিদ্দিক মিয়ার মালিকানাধিন সিএনজি (হবিগঞ্জ থ-১১- ৫০০২) গত সোমবার দিবাগত রাতের কোন এক সময়ে ছাতিয়াইন বাজারের টিপু মিয়ার গ্যারেজ থেকে চুরি হয়। ঘটনাটি পুলিশকে অবগত করলে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাচারি এলাকা থেকে চুরি হওয়া সিএনজিসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সফিক মিয়া(২২), ব্রাহ্মনবাড়িয়া সদরের বেপার হাট এলাকার মৃত চেরাগ আলীর ছেলে শিরু মিয়া (৩০) ও একই এলাকার লাল মিয়ার ছেলে মোঃ হানিফ (২৮) কে আটক করা হয়।

যে ব্রিজ সিলেট-ঢাকার দূরত্ব কমিয়ে আনবে ৪৫ কিলোমিটার!

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি: একটি ব্রিজ ঢাকা-সিলেটের দূরত্ব কমিয়ে আনবে ৪৫ কিলোমিটার। সময় সাশ্রয় হবে প্রায় ১ ঘন্টা। তার সঙ্গে কমবে যাত্রী ভোগান্তি ও যানজট। ব্রিজটি এখন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সিলেট-হবিগঞ্জ-লাখাই ও সরাইল-নাছিরনগর-ঢাকা আঞ্চলিক বিকল্প মহাসড়কের পথের দূরত্ব কমিয়ে আনার এই ব্রিজটি নির্মাণ হচ্ছে বলভদ্র নদীর ওপর। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে ব্রিজটি উদ্বোধন করা হবে। চলছে সংযোগ সড়কের কাজ। এতে ঢাকার সঙ্গে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কেবল যে দূরত্ব কমবে তাই নয়, পাশাপাশি কিশোরগঞ্জ, সরাইল, নাছিরনগর এলাকার লোকজনও এ সড়কটি ব্যবহার করতে পারবে। উল্লেখ্য গত জাতীয় নির্বাচনের পূর্বে হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার মহাজোট প্রার্থী অ্যাডঃ মো. আবু জাহিরের নির্বাচনী প্রতিশ্র“তি ছিল হবিগঞ্জ-লাখাই সরাইল-নাছিরনগর সড়ক ব্রিজসহ নির্মাণ ...

‘বেতন না দিলেও সমস্যা নাই, মর্যাদায় আঘাত নয়’

প্রথম সেবা ডেস্ক ॥ বেতন বৃদ্ধি নয়, শিক্ষকদের মর্যাদার জন্য আন্দোলন করছেন বলে দাবি করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বেতন কাঠামো নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “সবার কাছে আমরা বারবার একটা বার্তাই দেওয়ার চেষ্টা করেছি, শিক্ষকদের বেতন-ভাতার জন্য আমরা আন্দোলন করছি না। আমাদের শিক্ষকদের মর্যাদা যাতে কোনোভাবেই অবনমিত না হয়।” অষ্টম বেতন কাঠামোতে ‘সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক’ পদটি বিলুপ্ত করে সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সচিবদের সমান গ্রেড-১ দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যেষ্ঠ সচিবদের জন্য নতুন একটি বিশেষ গ্রেড তৈরি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, আমলারা নিজেদের জন্য বিশেষ গ্রেড তৈরি করলেও শিক্ষকদের সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক পদটি বিলুপ্ত করা হয়েছে। ফলে ...

পূজায় টালিগঞ্জের পাঁচ সিনেমা

গ্লিটজ ডেস্ক : একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহ। মূখ্যমন্ত্রীর দুয়ারেও ধর্না দিয়ে এসেছেন টালিগঞ্জের মহাতারকারা। তবে পূজা বলে কথা! আর তাই এবারের পূজায় টালিগঞ্জে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা। পূজার প্রায় সব কটি সিনেমাই বহুতারকাসমৃদ্ধ। এদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ‘রাজকাহিনি’। বহুল আলোচিত এই সিনেমাটির পাশাপাশি উচ্চারিত হচ্ছে অঞ্জন দত্তের ‘বোমকেশ বক্সী’র নতুন কিস্তি যেখানে বদলে গেছেন ব্যোমকেশ। রাজ চক্রবর্তীর ‘কাটমুন্ডু'র পাশাপাশি প্রথমবারের মতো দেব আর সোহামকে নিয়ে আসছে 'শুধু তোমারই জন্য'। পাঁচটির মধ্যে তিনটি সিনেমাতেই আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। যিশু সেনগুপ্ত ও রুদ্রনীল ঘোষ আছেন তার পরেই, তাদের থাকছে দুটো করে সিনেমা।

নগ্নতাই যখন আভরণ

গ্লিটজ ডেস্ক : ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আগামী সংখ্যার জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ছবি তুলেছেন গায়িকা ডেমি লোভাটো। মেইক-আপ, আনুষঙ্গিক সাজ-সজ্জা কিংবা ফটোশপের সাহায্য না নিয়ে ছবি তোলার তার এই উদ্যোগের প্রশংসা করেছেন ভক্তরা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের আগামী সংখ্যায় প্রচ্ছদকন্যা হিসেবে দেখা যাবে ২৩ বছর বয়সী লোভাটোকে। অনেক তারকা নগ্ন হয়ে ছবি তুললেও দৈহিক গড়ন আকর্ষণীয় দেখাতে ফটোশপের সাহায্য নিয়ে থাকেন। লোভাটো তেমন কিছুই করেননি বরং নগ্নতাকেই করে তুলেছেন আভরণ। ছবিতে স্নানরতা লোভাটো যেন নিজের সবটুকুই প্রকাশ করতে চেয়েছেন ভক্তদের কাছে। ছবিগুলো ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে অনলাইনে। ‘উই আর প্রাউড অফ ইউ ডেমি’ হ্যাশট্যাগ দিয়ে তাকে সমর্থন জানাচ্ছেন সবাই। ভক্তদের ধন্যবাদ জানাতেও ভোলেননি লোভাটো। তিনি টুইট করেন, তোমাদের সমর্থন আমার জন্য ...

মেসির অভাবে অজুহাত খুঁজছে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার অবস্থা কেমন হবে? দলের সেরা খেলোয়াড়কে ছাড়াই কিন্তু ভালো ফলের প্রত্যয়ের কথা জানিয়েছেন দেশটির অভিজ্ঞ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো। মেসির না থাকাটা কোনো অজুহাত হতে পারে না বলেও উল্লেখ করেছেন তার বার্সেলোনা সতীর্থ। স্পেনের লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে ম্যাচে বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় বার্সেলোনার ফরোয়ার্ড মেসির। ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে আর্জেন্টিনা অধিনায়ককে। বিশ্বকাপ বাছাই পর্বে দেশের হয়ে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। মাসচেরানো বার্সেলোনায় ভালোভাবেই টের পাচ্ছেন দলের সেরা খেলোয়াড়কে ছাড়া ম্যাচ জেতাটা কতটা কঠিন। তবে মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে এগিয়ে যেতে হবে বলে মনে করেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার। “প্রত্যেকের ...

উজবেকদের সঙ্গে পারল না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়েছে বাংলাদেশের যুবারা। কিন্তু সেরা পাঁচ রানার্সআপ দলের একটি হতে না পারায় এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ হলো না তাদের। টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে উজবেকিস্তান। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা পাঁচ রানার্সআপ ২০১৬ সালে বাহরাইনের মূল পর্বে খেলার টিকেট পাবে। আয়োজক বাহরাইন সরাসরি খেলবে। চার পয়েন্ট নিয়ে সেরা পাঁচ রানার্সআপের একটি হওয়ার লড়াইয়ে নিচের দিকে থেকে বাছাই পর্ব শেষ করল স্বাগতিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শুরুতে তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় উজবেকিস্তান। দ্বিতীয় মিনিটে বক্সের জটলার মধ্য থেকে বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমানকে ...

বাগুনিপাড়ায় জনতার হাতে প্রেমিক জুটি পাকড়াও ॥ প্রেমিক শ্রীঘরে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামে প্রেমিক জুটিকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের মাইক্রো চালক কাওসার আহদের সাথে প্রায় বছর খানেক পূর্বে রং নাম্বারে পরিচয় হয় সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের কন্যা শায়েস্তাগঞ্জ গার্লস হাইস্কুলের এসএসপি পরীক্ষার্থী পারভিন আক্তারের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন যাবত প্রেমের সুবাদে তারা একে অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। গত সোমবার রাতে কাওছার পারভিনের বাড়িতে দেখা করতে আসলে স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে কাওছারকে আটক করে। কিন্তু সেখানেও বিষয়টি সমাধান না হওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কাওছার জানায়, ...

সারা দেশে ছাত্র ধর্মঘট চলছে

প্রথম সেবা ডেস্ক ॥ মেডিক্যাল ও ডেন্টালে পুনরায ভর্তি পরীক্ষার দাবিতে সারা দেশে সর্বাত্মক ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সারা দেশে শান্তিপূর্ণভাবে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে বলে জানিয়েছেন প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ইমরান হাবিব রুমন। তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবেই র্ধমঘট পালিত হচ্ছে। তবে ফাইনাল পরীক্ষা এর আওতামুক্ত থাকবে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বরিশাল মেডিক্যাল কলেজে কিছুটা সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। কারণ সেখানে আজকে ক্লাস করা বাধ্যগত বলে প্রশাসন একটি প্রজ্ঞাপন জারি ...