Daily Archives: October 17, 2015

চীনের “এশিয়ান পলিটিক্যাল পার্টিজ স্পেশাল কনফারেন্স স্পীকার শিরীন শারমিন ও কেয়া চৌধুরীর অংশ গ্রহণ

এম এ আই সজিব : স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রনে বেইজিং-এ অনুষ্ঠিত “এশিয়ান পলিটিক্যাল পার্টিজ স্পেশাল কনফারেন্স অন দ্যা সিল্ক রোড টেনটেটিভ প্রোগ্রাম”-এ অংশ গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসেবে ওই প্রোগ্রামে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীও অংশ গ্রহণ করেন। আগামী ১৯ অক্টোবর তারা দেশে ফিরবেন।

নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত নির্ভূল ভোটার তালিকা

আবুল হোসেন সবুজ : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত নিভূল ভোটার তালিকা। নির্বাচন কমিশন সে লক্ষেই কাজ করছে। কমিশন আপনাদের সেবা দেয়ার জন্যই জনসাধারনের দ্বারপ্রান্তে সার্ভার ষ্টেশন স্থাপন করেছে। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে কাজ শুরু হয়েছে। পূনার্ঙ্গ, স্বচ্ছ, নিখূত ও র্নিভেজাল ভোটার তালিকা প্রনয়নে জনপ্রতিনিধি, সমাজের সচেতন নাগরিকসহ সংশিষ্ট সকলকে ভূমিকা রাখতে হবে। যারা ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেনি তাদের ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করা হবে এবং যারা মারা গেছেন তাদের নাম কর্তন করা হবে। কোন লোক যাতে একাধিক স্থানে ভোটার হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ২ জানুয়ারীতে হালনাগাদ ভোটার তালিকার খসরা প্রকাশ করা হবে সেখানে যদি ভূল থাকে তা সংশোধন ...

‘ডন থ্রি’তে ক্যাটরিনা?

গ্লিটজ ডেস্ক : ‘ডন’ ও ‘ডন টু’তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বাজিমাত করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু মুম্বাই সিনেপাড়ায় জোর গুজব, ‘ডন’ সিরিজের নতুন সিনেমায় থাকছেন না তিনি। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, ‘ডন’ সিরিজের পরবর্তী সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন নির্মাতারা। ইতোমধ্যেই ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন তারা। অবশ্য এই খবরকে স্রেফ গুঞ্জন বলেই দাবী করছেন ‘ডন’ সিরিজের প্রযোজক রিতেশ সিধওয়ানি। টুইট করে তিনি লেখেন, "এই মুহূর্তে ‘ডন থ্রি’ নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সবাইকে জানিয়ে রাখি, এর কলাকুশলী বদলাচ্ছে না। আপাতত চিত্রনাট্য লেখার কাজে ব্যস্ত আছি আমরা।" অপরদিকে ‘ডন’ সিরিজ সংশ্লিষ্ট এক সূত্র বলছে, কলাকুশলীরা না বদলালেও যোগ হতে পারে নতুন কেউ। ক্যাটরিনার সঙ্গে ...

নভেম্বরের প্রথম সপ্তাহে আসছে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক : নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই বাংলাদেশে হবে আন্তর্জাতিক ক্রিকেট। আগামী মাসের শুরুতে সীমিত ওভারের কয়েকটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। দুবাইয়ে হয়ে যাওয়া আইসিসি সভা থেকে ফিরে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি জানান, আইসিসি সভাতেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। “অস্ট্রেলিয়া না আসায় বিপিএলের আগে যে স্লটটা খালি আছে ওখানে জিম্বাবুয়ে আসছে। আমাদের খেলাটা (জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ) শেষ হবে (নভেম্বরের) ১৮ বা ১৯ তারিখের ভেতর।” ২০ নভেম্বর হবে বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন। যার খেলা শুরু হবে ২২ নভেম্বর। “ওদের আসতে হবে নভেম্বরের প্রথম সপ্তাহেই নয়তো খেলাটা তো শেষ হবে না। জিম্বাবুয়ে নিশ্চিত ...