শায়েস্তাগঞ্জ সমিতির উদ্যোগে ৬ শতাধিক চক্ষু রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ছয় শতাধিক চক্ষু রোগীকে সম্পুর্ণ বিনামূল্যে অপারেশন, ঔষধ, চশমাসহ চিকিৎসা প্রদান করেছে লন্ডনস্থ শায়েস্তাগঞ্জ সমিতি। গত শুক্রবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপী চক্ষু চিকিৎসার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সমিতির সভাপতি এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর আ.স.ম আফজল আলী ও সাংবাদিক কামরুল হাসানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, চুনারুঘাট সমিতি (ইউকে) সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ গাজীউর রহমান গাজী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল মুকিত, মোছাঃ আলেয়া বেগম, সমিতির উপদেষ্টা সৈয়দ মাহমুদুর রহমান ভুলু, প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুরাদ চৌধুরী, সাংগঠনিক সদস্য আব্দুস সালাম সবুজ, নিজামুল ইসলাম বেলাল ও আফজল খান, পৌরসভার কাউন্সিলর মোঃ মাখন মিয়া, আব্দুল জলিল, মহিলা কাউন্সিল আছমা আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, জালাল উদ্দিন রুমি, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু, মামুন চৌধুরী, জমির আলী, মাসুক রানা প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *