শিল্প প্রসারে কানাডা প্রবাসীর ব্যতিক্রমী উদ্যোগ হবিগঞ্জে ভাষা সৈনিক ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধিত করলো ‘ফকিরাবাদ সাহেব বাড়ী মেধা বৃত্তি প্রদান পর্ষদ

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ সংবাদাতা ॥ অসহায় হত-দরিদ্র মানুষের কল্যানে সেবার মনোভাব নিয়ে কানাডা প্রবাসী ও দানশীল ব্যক্তিত্ব ডাঃ সৈয়দ সাহাব উদ্দিন আহমেদ প্রচেষ্টায় গঠিত জনপ্রিয় সামাজিক সংগঠন হবিগঞ্জের ‘ফকিরাবাদ সাহেব বাড়ী মেধা বৃত্তি প্রদান এর পক্ষ থেকে কৃতি শিার্থী ও গুণীজ্বন সর্ম্বধনা-২০১৭ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলাধীন ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সাহেব বাড়ী মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠান। মুক্তিযোদ্ধা সৈয়দ কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ মুশফিক আহমদ। এতে যথাক্রমে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, সদর ইউএনও এটিএম আজহারুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, ঢাকা পঙ্গু হাসপাতাল প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সৈয়দ সালাহ উদ্দিন আহমদ, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন ও জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় সম্বর্ধিত ব্যক্তিত্ব সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, একই আন্দোলনে অবদান রাখায় প্রবীন আইনজীবি আফরোজ বখ্ত এবং গ্রাম্য বিরোধ নিস্পত্তিতে অসামান্য অবদান রাখায় সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হককে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বাল্য বিয়ে রোধে কার্যকরী ভূমিকা নেয়ায় জেলা প্রশাসক সাবিনা আলম, সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম, সমাজ সেবায় প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, দুর্নীতি রোধ সহ সমাজসেবা ও সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় হবিগঞ্জ অনলাইন প্রেসকাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, দক্ষ কর্মকর্তা হিসেবে হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান ও জেলার শ্রেষ্ট প্রাথমিক শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ শাহজাহান কে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করে সংশ্লিস্ট সংগঠন। শুধু তাই নয়, এই উপজেলার নিজামপুর ইউনিয়নের ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি সাবিনা আলম ফকিরাবাদ সাহেব বাড়ীর সন্তান কানাডা প্রবাসী সৈয়দ সাহাব উদ্দিন আহমেদ এর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ওই রকম মহৎ কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন, আগামীতে আরও সুচিন্তিত পরিকল্পনা ও সিদ্ধান্তের আলোকে শুধু নয়, পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় ওই কার্যক্রম বেগবান করার মাধ্যমে শিা প্রসারে সাধারন মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিগণ এক ভুড়ি ভোজে অংশ নেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *