চুনারুঘাটে গ্রামবাসীর হাতে হরিণ আটক ॥ অতপর অবমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ বন মজুরদের তাড়া খেয়ে সংরক্ষিত বন থেকে পালিয়ে আসা একটি হরিন এখন আহত অবস্থায় বাধা রয়েছে গ্রামবাসীর হাতে। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী আলীনগর গ্রামের গাজীর বাড়িতে রয়েছে গণপিঠুনীর শিকার ওই হরিণটি। হরিণটিকে উদ্ধরের জন্য রেমা বন বিটের বিট অফিসার ঘটনাস্থলে যান কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামান। এলকাবাসিরা জানান, গত শনিবার সকালে রেমা সংরক্ষিত বন থেকে আলীনগর গ্রামে চলে আসে একটি মায়া হরিণী। লোকালয়ে হরিণ দেখে একদল গ্রামবাসি মিলিত হয়ে হরিণটিকে ধাওয়া করে এবং পিঠিয়ে মারাত্মক আহত করে। পরে আলীনগরের জনৈক গাজীর বাড়িতে হরিণটি বেধে রাখা হয়।
এদিকে এলাকার কিছু উৎসাহি লোকজন হরিণটিকে জবেহ করতে চাইলে রেমা কালেঙ্গা অভয়ারণ্য উপ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক পিপি এডভোকেট আকবর হোসাইন জিতু বাঁধা দেন। এনিয়ে অকুস্থল কিছুটা উত্তপ্ত ছিলো। এ দিকে হরিণ আটকের বিষয়টি কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নজরে আসলে তারা উভয়েই বিট অফিসার চন্দন ভৌমিক ও চুনারুঘাট থানার দারোগা আলমাসকে ঘটনাস্থলে পাঠান।
পরে হরিণটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *