সাতছড়ি জাতীয় উদ্যানে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ বন ও বন্যপ্রাণী সংরক্ষনে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের জীবনে বন ও বনপ্রাণীর গুরুত্ব বিবেচনা করে ‘আলোকচিত্রে সাতছড়ি জাতীয় উদ্যান’ শীর্ষক ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সমাপ্ত হয়েছে। Wildlife Conservation Team of Bangladesh (WCTBD)
‘প্রহর ক্লাব’ এর যৌথ উদ্যোগে গত শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। সাতছড়িতে আগত পর্যটকদের দৃষ্টি আকর্ষনের জন্য ‘বন ও বন্যপ্রানী বেঁচে থাকুক আমাদের আয়োজনে’, ‘আপনাদের প্রয়োজনেই আমরা, আমাদের আবাসস্থল ধ্বংস করবেন না’, ‘আমরা আমাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’ এমন সব স্লোগান ও বন্য প্রানীর ছবি সম্বলিত ফেস্টুনে সাজানো হয়েছিল প্রর্দশনীর বহিরাঙ্গন। গত শুক্রবার বেলা ৩টায় এই আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানিক উদ্বোধন হয়। সাতছড়ি রেঞ্জের রেঞ্জার মাহমুদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন এলায়েন্স এর ক্রিয়েটিভ কনসালটেন্ট অনিমেষ ঘোষ, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন অঞ্চল বন বিভাগের অবসরপ্রাপ্ত বন সংরক্ষক অসিত রঞ্জন পাল, মৌলভীবাজারের বন্য প্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে ও প্রহর ক্লাবের সভাপতি প্রসেনজিৎ দেব বর্মা। অনুষ্ঠান পরিচালনা করেন ‘আলোকচিত্রে সাতছড়ি জাতীয় উদ্যান’ এর প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বাবু।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *