Daily Archives: April 13, 2017

বৈশাখ বাঙালী জাতির ঐতিহ্য শনিবার চুনারুঘাটের ঐতিহ্যবাহী বান্নী

খন্দকার আলাউদ্দিন ॥ মুছে যাক সব গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে দেহে প্রাণে শুচি হোক ধরা। রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো, আনো, আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজঝটি-জাল যাক দূরে যাক।’ বৈশাখকে এভাবেই ধরাতলে আমন্ত্রণ জানিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চৈত্রের মেঘে ও রুদ্র দিনের পরিসমাপ্তি শেষে শুক্রবার বাংলার ঘরে ঘরে এসেছে পহেলা বৈশাখ। বাঙালির জীবনের সবচেয়ে আনন্দের এবং মহিমান্বিত ক্ষণ। হাজারও বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ বাঙালি হারিয়ে যাবে বাঁধভাঙা উল্লাসে। উৎসব আর উচ্ছ্বাসে ভরে যাবে বাংলার মাঠ-ঘাট-প্রান্তর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরনো সব জরা মুছে (এরপর পৃষ্ঠা-২) ফেলে কণ্ঠে কণ্ঠে বেজে উঠেছে নতুন দিনের গান। ১৪২৩-এর আনন্দ-বেদনা, হাসি-কান্নার হিসাব চুকিয়ে শুরু হয়েছে নতুন পথচলা। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সার্বজনীন ...

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ৫০ ভিতরে ৩১ শয্যা

স্টাফ রিপোর্টার ॥ ফটকে ৫০ ভিতরে ৩১ শয্যা কার ক্ষতি কার লাভ। এ কোন ধরনরে ফাঁকি। অবকাঠামো পরিবর্তন হলো প্রায় দশ বছর। জনবল নিয়োগ চিঠি চালাচালি চলছে। কাজের কাজ কিছুই হচ্ছে না। সাবেক সমাজ কল্যাণমন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদের প্রচেষ্টা ছিল সর্বাগ্র। কিন্তু কেন যেন ৩১ থেকে ৫০শে উন্নিত হলো না। পরবর্তীতে আবিভাবকহীন হয়ে পড়লো চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বাহুবল , মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স বহু আগেই ৫০ শয্যায় রূপান্তরিত হয়ে আছে এবং পুরোদমে চলছে চিকিৎসা। মানুষজন উন্নত চিকিৎসা সুবিধা পাচ্ছেন। কিন্তু চুনারুঘাট উপজেলার মানুষ সেখানে বঞ্চিত। কিন্তু কেন। সুধী মহল শুভাকরের ফাঁকি থেকে বাঁচতে চায় সাধারণ মানুষ। চায় উন্নত চিকিৎসা।

শায়েস্তাগঞ্জের নারী জঙ্গি র‌্যাবের হাতে গ্রেফতার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নারী জঙ্গি ইফতাকে গ্রেফতার করেছে র‌্যাব। ফেসবুকের মাধ্যমে পরিচয় অতপর জঙ্গিবাদের প্রতি আকৃষ্ঠ হয় তহুরা ইসলাম চৌধুরী ইফতা। পরে কক্সবাজারে প্রশিক্ষণ শেষে সারোয়ার-তামিম গ্রুপের সদস্য জুনায়েদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় সে। এমনই তথ্য সাংবাদিকদের জানায়, র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনয়াক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম। গত মঙ্গলবার বিকাল ৫টায় র‌্যাবের ভৈরব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব আরও জানায়, গত সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকা থেকে জিহাদি বইসহ জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় নারী সদস্য তহুরা ইসলাম চৌধুরী প্রকাশ ইফতাকে (১৮) আটক করা হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘটনার বর্ণনা দিয়ে র‌্যাব জানায়, আটক হওয়া তহুরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের মাওলানা মঈনুল ইসলাম চৌধুরীর মেয়ে। ফেসবুকের মাধ্যমে সায়মা ...

চুনারুঘাটে শিবির নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট এবং বিভিন্ন উস্কানীমুলক পোষ্ট দেওয়ার অভিযোগে ইসলামী ছাত্র শিবির সাটিয়াজুরী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল তামিমকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের আটালিয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র। এ ব্যাপারে উপজেলা ছাত্রীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ বিল্লাল বাদী হয়ে চুনারুঘাট থানায় আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। গত মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। শিবির নেতা জামাল তামিম তার ফেসবুক আইডিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে এবং বিভিন্ন উস্কানীমুলক পোষ্ট তার দেওয়ালে আপলোড করে। বিষয়টি দেখতে পেয়ে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ সোমবার রাতে চুনারুঘাট থানা পুলিশকে জানান। রাতে তার আইডি জামাল তামিম চেক করে পুলিশ ঘটনার ...

ব্রীজ না থাকায় সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের দুর্ভোগ চরমে

এস আর সুজন ॥ এটা কোন মহড়া নয়। এ দৃশ্যটি হল নিত্যদিনের। চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের চাঁন্দেরটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা করাঙ্গী নদীর উপর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করে। তাছাড়া বিদ্যালয়টি নদীর পাড়ে হওয়ায় ছাত্রছাত্রী নিয়ে অভিবাবকদের পাশাপাশি শিক্ষকরা থাকেন চিন্তিত। যে কোন সময়ে ঘটে যেতে পারে দূর্ঘটনা। এ ব্যাপারে যথাযত কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজলের মেয়ে প্রমি বৃত্তি পেয়েছে

চুনারুঘাট পৌরশহরের পীরের বাজারের এর্শাদ আম্বিয়া কিন্ডারগার্টেন থেকে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ করে মোছাঃ ফারহানা সাদিয়া প্রমি বৃত্তি পেয়েছে। সে চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজলের মেয়ে। প্রমি তার এ ফলাফলে স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও মা-বাবাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। প্রমি বড় হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

নাদিরা বাহার নিরা টেলেন্টপুলে বৃত্তি লাভ

চুনারুঘাট পৌর শহরের রাইজিং সান কিন্ডারগার্টেন থেকে ২০১৬ সালেরর সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাদিরা বাহার নিরা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী, দলিল লিখক ও পৌর শহরের উত্তর বাজারের বাসিন্দা মহিদুল ইসলাম মনসুর ও ফরিদা আক্তার শিমুর মেয়ে। নিরা তার এ ফলাফলে স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও মা-বাবাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নিরা বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী। উল্লেখ্য, নাদিরা বাহার নিরা প্রথম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত আশকর আলী শিক্ষা ট্রাষ্ট থেকে বৃত্তি পেয়েছে এবং সিলেটের মহাকাল শিক্ষা ট্রাষ্ট থেকে ট্যালেনপুল আইডল বৃত্তি পেয়েছে।

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মানছির চৌধুরী

চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি হাজী আঃ জব্বার গাউছিয়া লতিফিয়া একাডেমি থেকে ২০১৬ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে মোঃ মানছির রহমান চৌধুরী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাইম ফুডসের মালিক ফেরদৌস আহমদ চৌধুরী স্বপনের ভাতিজা ও মিজানুর রহমান চৌধুরীর পুত্র। মানছির ভবিষ্যতে ডাক্তার হতে চায়। উল্লেখ্য, নরপতি হাজী আঃ জব্বার গাউছিয়া লতিফিয়া একাডেমি প্রতি বছরের মতো এবারো ট্যালেন্টপুলসহ ৪টি বৃত্তি পেয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান অব্যাহত ফলাফল অর্জনে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন।

জাকিয়া ফারহানা লিভা টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে

চুনারুঘাট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালেরর সমাপনী পক্ষিায় অংশ গ্রহন করে জাকিয়া ফারহানা লিভা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে চুনারুঘাট হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ও পৌর শহরের হাতুন্ডা গ্রামের মো আব্দুল হান্নানের ছোট মেয়ে। লিভার তার এ ফলাফলে স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও মা-বাবাসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। লিভা বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

সাংবাদিক রাইরঞ্জন পালের শাশুড়ি’র শ্রাদ্ধ ১৮ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বর্তমান কোষাধ্যক্ষ ও সংবাদ পত্র এজেন্ট রাই রঞ্জন পালের শাশুড়ি সন্ধ্যা রানী পালের শ্রাদ্ধানুষ্ঠান আগামী ১৮ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ কলেজ রোডস্থ স্থানীয় মঙ্গলেশ্বরী কালীবাড়ী প্রাঙ্গণে দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে। এতে আপনি/আপনারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করতঃ আমাদেরকে চির কৃতার্থ করবেন। উল্লেখ্য, গত ৬ এপ্রিল ১৭ইং বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ এলাকায় সন্ধ্যা রাণী পাল হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্বর্গীয় সন্ধ্যা রানী পাল হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বিরাট উজান পাড়ার স্বর্গীয় শিক্ষক অনিল পালের সহধর্মিণী। তিনি পাঁচজন কন্যা ...

বাংলা নববর্ষে নতুন সাজে সাজবে সাতছড়ি জাতীয় উদ্যান

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানকে নতুন করে সাজানো হয়েছে। শীত মৌসুমে এ উদ্যানে মূলত ভ্রমণ পীপাসুদের আগমন ঘটলেও বিশেষ করে দুটি ঈদ ও বাংলা নববর্ষে লাখো মানুষের সমাগম হয়। এ থেকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব আয় করতে সক্ষম হয়। ভ্রমন পীপাসুরাই মুলত এসব অর্থের যোগান দিয়ে থাকেন। তবে বিশ্বরোড না থাকায় ইচ্ছে করলেই এখানে কেউ সহজে আসতে পারছেন না। আবার সাম্প্রতিক কালে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘটে গেছে নানা অপ্রীতিকর ঘটনা। ধর্ষন, শ্লীলতানী, অপহরন ও আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে এ উদ্যান এলাকায়। এক সময় প্রেমিক-প্রেমিকা সহ ভ্রমন পীপাষুদের অবাদ বিচরনের স্থান ছিল এ পার্কটি। কিন্তু বন্যপ্রাণী ও জীব বৈচিত্র এবং উদ্যান ব্যবস্থপনা কমিটির করা ...

অবৈধরা দেশে ফেরার জন্য ৯০ দিনের সুযোগ দিয়েছে সৌদি সরকার

মোঃ মিজানুর রহমান, সৌদিআরব ॥ সৌদি আরবে অবৈধ শ্রমিকরা দেশে ফেরার জন্য ৯০ দিনের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য যাদের ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবধৈভাবে সৌদি আরবে অবস্থান করছনে, তারা বিনা শাস্তিতে দেশে ফিরতে ৯০ দনিরে সুযোগ পাচ্ছনে। সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ গত রবিবার ‘এ নশেন উইদাউট ভায়োলটেরস’ র্কমসূচির উদ্বোধন করে তিন মাসের এই ‘সাধারণ ক্ষমার’ ঘোষণা দেন। যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ বলেছেন, বসবাসের অনুমতি (ইকামা) ছাড়া অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে গত ২৯ র্মাচ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হয়েছে। যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে ...

শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান রাজা মিয়া আর নেই

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রেজ্জাক রাজা মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)। গতকাল বুধবার সকাল ৬ টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এর আগে গত সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। রাজা মিয়া পৌরসভার দক্ষিণ বড়চর (তালুকহড়াই) গ্রামের বাসিন্দা। নিহতের পারিবারিক সূত্র জানায়, রাজা মিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ অলিউর রহমান জানান, ১৯৯৯ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান হয়েছিলেন। এর আগে ১৯৮৩, ১৯৯৩ সালে ৮ নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও সেই সময়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন রাজা মিয়া। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় রেলওয়ে ...

চুনারুঘাট পৌরসভার রাস্তা কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে কলেজের সামন থেকে খাদিজা ম্যানশন পর্যন্ত আরসিসি ডালাই রাস্তা উদ্বোধন করা হয়। চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু উক্ত কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ তাজুল ইসলাম কাজল, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার অলাউদ্দিন, পৌর কাউন্সিলর মোঃ কুতুব আলী, পৌর ইঞ্জিনিয়ার দ্বিজেন্দ্র রায়, সহকারী ইঞ্জিনিয়া লাকী আক্তার ও টিকাদার সাহিদুল ইসলাম রিপন প্রমুখ। উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভার অর্থায়নে ৫ লাখ টাকা ব্যায়ে উক্ত কাজ সম্পন্ন করা হবে।

চুনারুঘাটে রাণীগাঁও-গাজীগঞ্জ সড়কের বেহাল দশা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও-গাজীগঞ্জ সড়কের বেহাল দশা। র্দীঘ দিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ রাস্তার পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঝুঁকি নিয়ে হক্কার ঝক্কার ভাবে চলছে যানবাহন। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়ক সংস্কার না হওয়ায় উপজেলার পূর্বাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। জানাযায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে চুনারুঘাট রানীগাঁও-গাজীগঞ্জ সড়কের রাস্তা পাঁকাকরণ করা হয়। এর পর থেকে এ পর্যন্ত সড়ক প্রশস্থসহ উল্লেখযোগ্য সংস্কার চোঁখে পড়েনি। চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চল এলাকা রানীগাঁও বাজারের অদুরে আফতাব হেচারী, শ্রীবাড়ী, পারকুল ও নাছিনাবাদ চা বাগান হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত ইট ও সিমেন্টসহ বিভিন্ন মালবহন ভারী ভর্তি ট্রাক চলাচল ...

চুনারুঘাট পৌর শহরের যানজট নির্মূল পরিষদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজারে যানজট নির্মূল পরিষদের ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাক্স সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু। অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল কাদির সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান, বাস মালিক সমিতির সভাপতি মোঃ দিদার হোসেন, আলহাজ্ব মোঃ মাসুক মিয়া, কাউন্সিলর তাজুল ইসলাম কাজল, রহম আলী, অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান প্রমুখ। সভায় পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু বলেন, ১ম মতবিনিময় সভায় ...