অবৈধরা দেশে ফেরার জন্য ৯০ দিনের সুযোগ দিয়েছে সৌদি সরকার

মোঃ মিজানুর রহমান, সৌদিআরব ॥ সৌদি আরবে অবৈধ শ্রমিকরা দেশে ফেরার জন্য ৯০ দিনের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য যাদের ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও অবধৈভাবে সৌদি আরবে অবস্থান করছনে, তারা বিনা শাস্তিতে দেশে ফিরতে ৯০ দনিরে সুযোগ পাচ্ছনে। সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ গত রবিবার ‘এ নশেন উইদাউট ভায়োলটেরস’ র্কমসূচির উদ্বোধন করে তিন মাসের এই ‘সাধারণ ক্ষমার’ ঘোষণা দেন। যুবরাজ মুহাম্মদ বিন নায়িফ বলেছেন, বসবাসের অনুমতি (ইকামা) ছাড়া অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা এবং অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধের ক্ষেত্রে গত ২৯ র্মাচ থেকে এই সাধারণ ক্ষমা প্রযোজ্য হয়েছে। যারা এই সুযোগ নেবেন, তাদের কোনো শাস্তি ছাড়াই দেশে ফেরার সুযোগ দেওয়া হবে। এমনকি ভবিষ্যতে কাজ নিয়ে আবারও বৈধভাবে সৌদি আরবে আসার সুযোগ থাকবে তাদের। সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো অবধৈ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হয়। দেশে ফেরত পাঠানোর আগে তার আঙুলের ছাপ রেখে দেওয়া হয়, যাতে ঔ ব্যক্তি ভবিষ্যতে আর সৌদি আরবে কাজের জন্য আসতে না পারেন। তিন মাসের এই সাধারণ ক্ষমার সুযোগ যারা নেবেন, তাদের আঙুলের ছাপ নেওয়া হবে না বলে এক সংবাদ সম্মলেনে জানিয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি। সৌদি গেজেটে জানিয়েছে, দুই বছর আগে সৌদি সরকার ইকামা পরির্বতনের যে সুযোগ দিয়েছিল, তারই ধারাবাহিকতায় এবারের ‘এ নশেন উইদাউট ভায়োলটেরস’ র্কমসূচি। প্রায় ২৫ লাখ অবৈধ অভিবাসী ও অবৈধ শ্রমিক আগের ঔ সাধারণ ক্ষমার সুযোগ নিয়েছিলেন, যাদের মধ্যে বাংলাদেশি ও ছিলেন। সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, র্বতমানে ১৩ লাখ বাংলাদেশী সৌদি আরবে বিভিন্ন পেশায় কাজ করছেন, যার মধ্যে ৬০ হাজার নারী কাজ করছনে গৃহর্কমী হিসাবে। এ হিসাবে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *