চুনারুঘাটে র‌্যাব-পুলিশের অভিযানে ৩২২ পিচ ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাইশ পিচ ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম জিহাদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল মনাফ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই মোঃ সেলিম হোসেনের নেতৃত্বে এএসআই আলমাছ মিয়া, মোঃ আব্দুল্লাহ, মোস্তফাসহ একদল পুলিশ পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামে আব্দুল হাইয়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি বসত ঘর থেকে মোঃ সাইফুল ইসলাম জিহাদকে বাইশ পিচ ইয়াবাসহ হাতে নাতে আটক করে পুলিশ। আটকের পরে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথ জড়িত রয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান জানান, চুনারুঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। প্রতিদিন মাদক বিরোধী অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে চুনারুঘাঘাটের আমুরোড বাজার থেকে তিনশত পিচ ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট ব্যাটালিয় এ্যাকশন (র‌্যাব)। গতকাল রাত ৯টায় আটক করার পর দিদার হোসেন জমাদার (৪০)কে শ্রীমঙ্গলস্থ ক্যাম্পে নিয়ে যায় র‌্যাব। সে গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মাছিম উল্লা জমাদারের পুত্র। র‌্যাব শ্রীমঙ্গলের কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান, দিদার হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে এমন খবর তাদের কাছে ছিল। গত কয়েক মাস ধরে র‌্যাব তার গতিবিধি লক্ষ্য করে আসছে। গতকাল সন্ধার পর র ্যাব তার কাছে ইয়াবা ক্রয় করতে আসলে হাতেনাতে তাকে গ্রেফতার করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *