Daily Archives: January 5, 2018

গেইলকে ছেড়ে দিয়েছে আরসিবি

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যার চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের নিয়মিত মুখ ক্রিস গেইল। কিন্তু এ বছর তিনি কোন দলের হয়ে খেলবেন বা অংশ নিবেন কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। কারণ, ক্রিস গেইলকে এবার ছেড়ে দিয়েছে আরসিবি। সুতরাং, নিলামে উঠবে তার নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে তিনজন খেলোয়াড়কে ধরে রেখেছে তারা হলে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও সরফরাজ খান। তবে, এখনও আরসিবির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে ক্রিস গেইলের। আগামী ২৭-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের ১১তম আসরের নিলাম। নিলামের মাধ্যমে গেইলকে দলে নিতে পারবে আরসিবি। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা এনে দেয়া অধিনায়ক গৌতম গম্ভীরকেও ছেড়ে দেয়া হয়েছে। সুতরাং, এবার নতুন দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। ...

শ্রাবন্তী তাহসান নাকি তাসকিনের?

বিনোদন ডেস্ক : ২০১৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার সুপারস্টার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সে ছবিতে শ্রাবন্তীর নায়ক ছিলেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। এর পর কেটে গেছে এক বছরেও বেশি সময়। দীর্ঘ এ সময় পরে আবারও বাংলাদেশি নায়কের সঙ্গে অভিনয় করতে আসছেন কলকাতার মিষ্টি চেহারার নায়িকা শ্রাবন্তী। তবে এবার আর যৌথ প্রযোজনার ছবিতে নয়। পুরোপুরি বাংলাদেশি ছবিতেই অভিনয় করবেন শ্রাবন্তী। ছবির নাম ‘যদি একদিন’। ছবিটির পরিচালনার চেয়ারে আছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক আছেন দুজন। সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান এবং ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে নজরকাড়া তাসকিন রহমান। তবে সমস্যা হচ্ছে, শ্রাবন্তীর নায়ক তাহসান নাকি তাসকিন- এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি পরিচালক ...

দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪ বছর পূর্তি আজ

স্টাফ রিপোর্টার ॥দশম জাতীয় সংসদ নির্বাচনের ৪ বছর পূর্ণ হলো শুক্রবার। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত তৎকালীন বিরোধী দল বিএনপি এ নির্বাচন বর্জন করে। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনড় থাকে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত নির্বাচনকালীন সরকারে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানানো হলেও দলটি সাড়া দেয়নি। বিএনপিসহ কিছু রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করলেও সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শুধু বর্জনই নয় এ নির্বাচনকে প্রতিহত করতে হরতাল, অবরোধসহ লাগাতার কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত জোট। এ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, বোমা হামলাসহ দেশে ...

বানিয়াচঙ্গে যুবলীগের দুই নেতা আটক: থানা ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উত্তেজিত নেতাকর্মীরা থানা ভেতরে প্রবেশের চেষ্টা চালায় এবং থানার গেইটে ঢিল ছুড়ে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় যুবলীগের দুই নেতাকে আটকের জের ধরে থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৭টার দিকে বড়বাজার এলাকায় ক্ষুদ্ধ নেতাকর্মীরা থানায় আটক দুই নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা ইফতিয়ার আহমেদ রাজিব দুপুরের দিকে জমির খাজনা দিতে ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় রাজিবের সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সেক্রেটারি বাবুল মিয়া। খাজনা দেয়াকে কেন্দ্র করে অফিস সহায়ক আলী ...

বাহুবলে ৬শ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সীমন্তবর্তী এলাকা থেকে ৬শ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করেছে হবিগঞ্জ গোয়েদা পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড়চর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ইসমাইল হোসেনের পুত্র উসমান গনি (৩৫), সিলেট জেলার রঘুনাথপুর গ্রামের আসকার আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩৪) ও একই জেলার গোটাটিকর এলাকার মছদ্দর আলীর পুত্র পরাবান হোসেন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল করিম ও এসআই অনিক অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।