Monthly Archives: January 2018

নতুনভাবে আবারো কাজ করে যেতে চাই: মিশা

অনলাইন ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর নতুন বছরটা কাটাতে চান চলচ্চিত্রকে কেন্দ্র করেই। নতুন বছরের পাশাপাশি নিজের বয়সেরও আরো ১ বছর যোগ হতে যাচ্ছে আগামীকাল। জন্মদিন ও নতুন বছর শুরু প্রসঙ্গে মিশা বলেন, ‘পরিবারের সাথে আমার জন্মদিনের সময় কাটে। এবারেও তেমনটাই হবে। নতুন বছর সবাই নতুন করে নিজের সংশ্লিষ্ট সবকিছু নতুন করে সাজাতে চায়। আমিও তেমনটাই চাই।’ গতবছরের মাঝামাঝি মিশার চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। তবে এ বছর বেশ কয়েকটি চলচ্চিত্র করছেন তিনি। মিশা বলেন, ‘চলচ্চিত্র ছাড়বো বলিনি। কারণ বহুদিনের প্রেম এই ইন্ডাস্ট্রির সাথে। নতুন বছরে নতুনভাবে আবারো কাজ করে যেতে চাই।’ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মিশা আরো বলেন, ‘চলচ্চিত্র ভালোর দিকেই এগুচ্ছে। এ সময় আমাদের শুধু মান ঠিক রেখে ...

নায়ক হবেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক: ফুটবল মাঠে নায়ক হয়েছেন অনেক আগেই। এবার স্ক্রিনেও নায়ক হওয়ার ইচ্ছা। অবসরের পর সেই পথেই হাঁটবেন, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুনতে অবাক লাগলেও রুপালি পর্দায় আসার বিষয়ে প্রচণ্ড উৎসাহী রোনালদো ‘এই মুহূর্তে আমার মনোযোগ ফুটবলের দিকে, যেটা আমি করছি। তবে এটা চিরদিন থাকবে না। একদিন তো অবসর নিতেই হবে। আমি নিশ্চিত, ফুটবল ছাড়ার পরে আমার জীবনটা অনেক সুন্দর ও সুখের হবে। যদিও আমার অনেক টাকা আছে, সেটা আমি বলছি না। আমার অনেক কোম্পানিও আছে সেখানে অনেকে কাজ করেন। ফুটবলের মাঠে শুধু আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু কোম্পানিতে তারা অনেকে কাজ করেন। সেখানে তাদের ওপর আমাকে নির্ভর করতে হয়। তবে তাদের সঙ্গে কাজ করাটাও অনেক বেশি আনন্দের হবে।’ নিজের কোম্পানিকেও কাজে ...

দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক :জাতীয় দল দেশের মাটিতে সবশেষ দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলেছিল ২০১৬ সালের ১২ অক্টোবর চট্টগ্রামে, আর মিরপুর শের-ই-বাংলায় ৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। জয় পাওয়া সেই ম্যাচের ১৫ মাস পর আবারও মিরপুরে দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মাশরাফি-সাকিবরা। সূচি অনুযায়ী ম্যাচের আবহে অনুশীলন থাকলেও, ছিল না কোনো প্রস্তুতি ম্যাচ। কৃত্রিম আলোয় অনুশীলন ছিল ৮, ৯ ও ১০ জানুয়ারি। সেই সূচি ঠিক থাকলেও স্কিল ট্রেনিং একদিন কমিয়ে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ৬ ও ৯ জানুয়ারি মিরপুরে কৃত্রিম আলোয় দুটি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ...

মাধবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ১৫ কেজি গাঁজাসহ শাহজাহান মিয়া সুজন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার মনতলা রোড থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মেরাশানী খাঁ বাড়ির সিমার মিয়ার ছেলে। জানা যায়, দুপুরে উপজেলার মনতলা রোড দিয়ে মাদক পাচার হচ্ছে এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সুজনকে আটক করে পুলিশ। এসময় সুজন বস্তা মাথায় নিয়ে হাটছিল। তার বস্তা খুলে ১৫ কেজি গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়। সুজন এ গাঁজা সিলেটে পাঠাচ্ছিলেন বলে জানিয়েছেন। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বানিয়াচঙ্গে আকষ্মিক দমকা হাওয়ায় ১৪ ঘর লন্ডভন্ড

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দমকা হাওয়ায় উড়িয়ে নিয়ে গেছে ১৪টি বসতঘর। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। শীত মৌসুমে এমন দমকা বাতাসে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হক জানান, সন্ধ্যায় দমকা হাওয়ায় ওই এলাকার আধা পাকা ও কাঁচা ১৪টি বসতঘর উড়ে গেছে। পরে গ্রামের অদূরে কয়েকটি ঘরের টিন ও চালা খুঁজে পেলেও অধিকাংশ ঘরের কোনো হদিস পাওয়া যায়নি। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ কুমার সিংহ বলেন, উপজেলার সবচেয়ে প্রত্যন্ত এলাকা মন্দরী ইউনিয়ন। সেখানে সাইক্লোনের মতো কিছু একটা ঘটেছে খবর পেয়েছি। আজ ওই গ্রামে যাওয়া হবে।

জাফলং নিহতের সংখ্যা বেড়ে ৫, ৪জনই হবিগঞ্জের

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৩ জনই একই পরিবারের। নিহতদের চারজনে বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ে বলে জানা গেছে। অন্যজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধ্বসের ঘটনা ঘটে। পরে গর্ত থেকে ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও তিনজনকে। আহতদের মধ্যে সাদেক মিয়া (৪০) নামে এক শ্রমিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সে হবিগঞ্জের বানিয়াচংয়ের তাজউল্লাহর ছেলে। এই দুঘটনায় নিহতদের তিনজনই একই পরিবারের। তাঁরা হলেন- হবিগঞ্জের বানিয়াচংয়ের ইব্রাহিম আলীর ছেলে জহুর আলী (৬৫), তাঁর ছেলে মুজাহিদ (২১) ও মেয়ে সাকিরুন (২৬)। নিহত অপরজন হলেন- জগন্নাথপুর উপজেলার মিরপুর ...

সালমানের চরিত্রে রামচরণ?

বিনোদন ডেস্ক :ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রামচরণ। অনেক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দক্ষিণী সিনেমার পরিচালক বোয়াপতি শ্রীনুর পরবর্তী সিনেমায় অভিনয় করবেন রামচরণ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি পরিচালনা করেন সুরাজ বার্জাতিয়া। রোমান্টিক, ড্রামা ঘরানার এ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেন সালমান খান ও সোনম কাপুর। এবার খবর চাউর হয়েছে, বোয়াপতি শ্রীনু বলিউড সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’-এর তেলেগু ভাষায় রিমেক করবেন। আর এতে সালমান খানের করা চরিত্রটি রূপায়ন করবেন রামচরণ। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটি তেলেগু ভাষায় রিমেক হচ্ছে। পরিচালক বোয়াপতি শ্রীনু তেলেগু প্রেক্ষাপটে চলচ্চিত্রটির চিত্রনাট্য তৈরি করছেন। এতে সালমান খানের করা চরিত্রটি রূপায়ন করবেন ...

হালনাগাদের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক : দেশের বর্তমান ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩ জন। হালনাগাদের পর নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশ করা খসড়া ভোটার তালিকায় এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। সচিব জানান, ছবিসহ ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন। নতুন ভোটার নিয়ে এখন দেশে মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩। এর আগ ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। নতুন ভোটারদের মধ্যে এবার হালনাগাদে অন্তর্ভুক্ত হয়েছেন ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ...

এবার ছবির নায়ক তাহসান

বিনোদন ডেস্ক : তার খ্যাতি গোটা দেশজোড়া। না, শুধু গায়ক হিসেবে নয়, নাট্যজগতেরও বহুল পরিচিত একটি ‍মুখ তিনি। দুই জগতেই তার সমান জনপ্রিয়তা। যার ভক্ত সমর্থকের তালিকায় প্রায় সবাই-ই তরুণ-তরুণী। কথা হচ্ছে, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান সম্পর্কে। সঙ্গীত ও নাট্যজগতের মানুষ সেই তাহসান এবার হাটতে চলেছেন রূপাল পর্দার জগতে। নতুন বছরের প্রথম দিনেই দেশের একটি জাতীয় দৈনিককে এমন খবর জানিয়েছেন তাহসান নিজেই। তার মানে, বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন তাহসান। ইতিমধ্যে তিনি পরিচালক ও প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিও করে ফেলেছেন। ছবির নাম ‘যদি একদিন’। এটি পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। নির্মাতা রাজের গল্পে যৌথভাবে এই ছবির চিত্রনাট্য লিখছেন রাজ ও আসাদ জামান। ছবিতে তাহসানের ...

যৌন হয়রানির বিরুদ্ধে হলিউড অভিনেত্রীদের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক :চলচ্চিত্রাঙ্গনে অথবা অন্য কোথাও কাজ করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন এমন নারীদের সাহায্যের জন্য একটি কর্মসূচি চালু করেছেন হলিউডের তিন শতাধিক অভিনেত্রী, লেখক ও পরিচালক। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে টাইম’স আপ।  নিউ ইয়র্ক টাইমসে এই বিষয়টি নিয়ে এক পৃষ্ঠার একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই কর্মসূচিকে ‘বিনোদন জগতে সর্বক্ষেত্রে নারীদের জন্য পরিবর্তনের সমন্বিত আহ্বান’ বলে বর্ণনা করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে প্রভাবশালী অভিনেত্রীরা যৌন হয়রানির অভিযোগ আনার পর এ বিষয়টি সামনে আসে। টাইম’স আপ কর্মসূচির ওয়েবসাইটে সংহতিপত্রে বলা হয়েছে, নারীদের দুঃখ, কষ্টের দিন শেষ হতে হবে। জেগে উঠতে হবে এবং কঠোর হতে হবে। শুধু সহ্য করে যাওয়ার দিন শেষ। অপরাধীরা শাস্তি না পেলে তারা এ ধরনের কাজ করেই ...

মন্ত্রিসভায় পরিবর্তন আসছে!

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের জল্পনা কল্পনা শেষে সরকারের শেষ বছরে মন্ত্রিসভায় পরিবর্তনের আভাস মিলেছে। প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পুর্নমন্ত্রী হচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এছাড়া মন্ত্রিসভায় যুক্ত হতে পারে একাধিক নতুন মুখ। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করে কিছু বলেননি। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা কালই (মঙ্গলবার) জানতে পারবেন।’ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক মারা যাওয়ার পর গত মাসের মাঝামাঝি সময় থেকে পদটি শূন্য হয়ে আছে। এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা নারায়ণ চন্দ্র চন্দকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার কাছে ফোন গেছে। সোমবার বিকালে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারিদেরকে  নারায়ণ চন্দ্র চন্দের নতুন নিয়োগ বিষয়ে ব্যাপক আলোচনা করতে দেখা ...

বাহুবলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

বাহুবল উপজেলায় যাত্রীবাহি বাস-মাছ বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই গ্রামের তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। সোমবার ( পহেলা জানুয়ারী) বিকাল ৪টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরী বাজারের স’মিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার মুদাহরপুর গ্রামের তোফান মিয়ার ছেলে শাহিন মিয়া (২৮), মসনদ আলীর ছেলে হেকিম মিয়া (২২) ও আব্দুল হামিদের ছেলে আবু রকিব (১৮)। জানা যায়, বিকালে সিলেট গামী মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো ব ৭৯১২) ওভারটেক করতে গিয়ে শায়েস্তাগঞ্জ গামী মাছ বোঝাই ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবক নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ১০ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে প্রেরন করেছে।এ সময় ...

চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ আলী নিহত- মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ পুলিশ আহত ॥ ৪ মাদকাসক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পুলিশের গুলিতে মারা গেছে মাদক ব্যবসায়ী সাবেক পৌর কাউন্সিলর ইউনুছ আলী।  গত রাত ১২টার দিকে চুনারুঘাট উপজেলার দিমাগুরউন্ডা গ্রামে এই ঘটনা ঘটে।  চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ জানান, মাদক ও পুলিশ এসল্ট মামলার আসামী ইউনুছ আলীকে ধরতে রাতে দিমাগুরউন্ডা গ্রামে কাউছারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদকসেবীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে ঘটনাস্থলেই ইউনুছ আলী মারা যায়। এ সময় ৪ মাদকসেবীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- খলিল, কাউছার, উজ্জল ও শামীম। নিহত ইউনুছ আলী চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামের বাসিন্দা আব্দুল গণির পুত্র। মাদকসেবীদের হামলায় চুনারুঘাট থানার এসআই আতাউর রহমান, কনস্টেবল মনীন্দ্র চাকমা ও কনস্টেবল হামিদুল হক ...