উমেদনগরে দেওয়ান মাহবুব রাজার ওরসে ভক্তবৃন্দের সমাগম কম

স্টাফ রিপোর্টার : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে শাহ্ সুফি হযরত দেওয়ান মাহবুব রাজা চিশতিয়া (রঃ) ওরফে মহু রাজার পবিত্র বার্ষিক ওরস মোবারক শেষ হচ্ছে আজ। এর পুর্বে গত বৃহস্পতিবার তিন দিন ব্যাপী ওরসের প্রথম দিন ভক্তরা মাজার জিয়ারত, জিকির আসকার এর মধ্য দিয়ে পবিত্র ওরস মোবারক শুরু হয়। তবে গত বছরের ন্যায় এবারও ওরসে কাফেলাগুলোতে নারী শিল্পীদের মাধ্যমে গান পরিবেশন নিষেধ থাকার কারণে কাফেলার সংখ্যা যেমন কমেছে, তেমনি ভক্তদের আনাগোনাও কমেছে। আর এতে করেই জমে উঠেনি এবারের ওরস প্রাঙ্গন। মাজার শরীফে গোসল ও গিলাপ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয় গত বৃহস্পতিবার। ওরস উপলক্ষে ফুল দিয়ে মাজার সজ্জিত করা হয়। নিরাপত্তার জন্য মাজার প্রাঙ্গণসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। মাজারের আশপাশে বেশ কয়েকটি ফার্নিচারের দোকানসহ অন্যান্য পণ্যের দোকান বসেছে। ৪ মার্চ শনিবার বাদ ফজর কোরআনখানি, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত এবং তরাবক বিতরণের মধ্য দিয়ে ওরস শেষ হবে। বানিয়াচঙ্গের রাজ বংশে জন্ম নেয়া সুফি সাধক দেওয়ান মাহবুব রাজা নিজের অঢেল সম্পদের মায়া মততা ভুলে আশেকান ভক্তদের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। ভক্তদের সন্ধান করতে গিয়ে তিনি সুখ সান্নিধ্য ভুলে গিয়েছিলেন। এজন্য তিনি বিয়েও করেননি। দীর্ঘদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর উমেদনগরের বদরুজ্জামান খান হিরা মিয়ার বাড়িতে আস্তানা গাড়েন। ২০০২ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পর প্রথমে তার স্বজনরা লাশ নিজ বাড়িতে নিতে চাইলে উমেদনগর এলাকাবাসী ও ভক্তরা লাশ তার আস্তানায় দাফন করার দাবি জানান। পরবর্তীতে সকলের মতামতের ভিত্তিতে সেখানে দাফন করা হয়। এরপর থেকে প্রতি বছর ভক্ত আশেকানরা ওরস পালন করে আসছেন।
Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *