‘আমি নমিনেশন না পাওয়াতে জনতার কষ্ট পাওয়াটাই আমার দুনিয়া ও আখেরাতের পুজিঁ’-ব্যারিস্টার সুমন

আগামী ৩০শে ডিসেম্বর হতে যাচ্ছে দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চা স্টল পর্যন্ত বইছে ভোটের হাওয়া। ভোটের হাওয়ার পাশাপাশি বাংলাদেশের আপামর জনতা করছে নানা সমীকরণ।দেশের সাধারণ মানুষ এখন অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন। প্রতিটি ভোটার তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে অনেক তথ্যবহুল বিচার বিশ্লেষণ করতে শিখেছে। তাই,দেশের জনগণ এখন দলের চেয়ে ব্যক্তিকে বেশি মূল্যায়ন করে। যাকে নিয়ে এতো আলোচনা অবশেষে সেই ব্যারিস্টার সুমনের কাছে আমরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলাম।আমাদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন,”আমি নমিনেশন না পাওয়াতে আপামর জনতার কষ্ট পাওয়াটাই আমার দুনিয়া ও আখেরাতের পুজিঁ।আমি একটি আদর্শকে নিয়ে সমাজকর্ম করেছি। কাজ করতে গিয়ে ভার্চুয়াল মিডিয়া এবং মাঠ পর্যায়ে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি তা অনেক বড় প্রাপ্তি।তাঁদের কষ্ট কিংবা ক্ষোভের ভাষা আমি অনুভব করি। তাই,আমি আমার জীবনের অন্তিম পর্যায় পর্যন্ত এই মানুষগুলোর পাশেই থাকতে চাই। জন্মভূমির জন্য কিছু করতে পারাকে আমি একটি ইবাদত হিসেবে নিয়েছি। তিনি আরো বলেন,”আমি আমার নেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে যাবো।আমি ব্যারিস্টার সুমন কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না । সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা নানা অবিচার ও শোষণের বিরুদ্ধে পূর্বের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবো।”

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *