Daily Archives: December 6, 2018

নৌকার বিজয় নিশ্চিত করতে ত্যাগী নেতারা মাঠে মান অভিমান ভুলে ভোটারদের কাছে নেতাকর্মীরা

নুর উদ্দিন সুমন ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চুনারুঘাট-মাধবপুর এলাকায় রাজননৈতিক নেতা কর্মীদের মধ্যে মান অভিমান অনেকটা কমতে শুরু করেছে। আওয়ামীলীগের অনেক ত্যাগী নেতা যারা দীর্ঘদিন যাবৎ নিস্ক্রিয় ছিলেন তারা দলের সার্থে অনকেটা নড়ে চড়ে বসছেন। প্রত্যেক পাড়া মহল্লায় সামাজিক সভা সমাবেশ ও বিচার শালিষে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে আহবান জানাচ্ছেন। ফলে সাধারন ভোটারদের মাঝে দীর্ঘমেয়াদের নিস্ক্রয়তায় ভাটা পড়ছে বলে মনে করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তহসিল ঘোষনার পর থেকে হবিগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট মাহবুব আলীকে মনোনীত করেন দলের সভা নেত্রী শেখ হসিনা। ইতিমধ্যে এডভোকেট মাহবুব আলী মাধবপুর-চুনারুঘাটের বিভিন্ন গ্রাম ও চা বাগানের চা শ্রমিকদেরকে নিয়ে মতবিনিময় করছেন। গত রবিবার আওয়ামীলীগের নেতা সাবেক ২নং আহমদাবাদ ...

চুনারুঘাট সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী২ শতাধিক পুলিশের মহড়া

নিজস্ব প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট সর্বোচ্চ সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তফসিল ঘোষণার পর থেকে বিশেষ পেট্রোলিং শুরু করেছে পুলিশ। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল শুরু করে। গুরুত্বপূর্ণ সব সড়কে পুলিশের উপস্থিতিও ছিল ব্যাপক। সিনিয়র এএসপি এসএম রাজু আহমেদ এর নেতৃত্বে ওসি কেএম আজমিরুজ্জামান এর পরিচালনায় শতাধিক মোটরবাইকে ২শতাধিক পুলিশ নিয়ে উপজেলার ক্রাইম জোন বাল্লা সীমান্ত আসাম পাড়া, আমুরোড, রাজার বাজার,নালমুখ, ভোলারজুম,মিরাশি, গাজিগঞ্জ, গাভিগাও, রানিগাও, পাচারগাওসহ প্রায় ৫০টির বেশি এলাকায় শতর্কতা মহড়া দেয়া হয়। এ বিষয়ে মাধবপুর সার্কেল সিনিয়র এএসপি এসএম রাজু আহমেদ বলেন ...

লোক আখ্যান ‘কাঞ্চনমালা’র এক যুগান্তরের চারণ পথিক – আব্দুল গোফার (ছোট কনা) লোক আখ্যান ‘কাঞ্চনমালা’র এক যুগান্তরের চারণ পথিক – আব্দুল গোফার (ছোট কনা) কামাল আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটের পথে পথে, অলিতে গলিতে, এগাঁয়ে ওগাঁয়ে প্রায় পঞ্চাশ বছর ধরে যার নীরব বিচরণ লোককাহিনী ‘কাঞ্চনমালা’র কাহিনী ও গীতের সুর শুনিয়েছেন আব্দুল গোফার, প্রকাশ-ছোট কনা। তিনি এই লোক কাহিনীর চারণ হয়ে চষে বেড়িয়েছেন চুনারুঘাট ও পার্শ্ববর্তী শত শত গ্রাম।  তাঁর সাথে পরিচয়টা ছিলো বাল্যকাল থেকেই তবে নিজের ব্যস্ততা ও তাঁর বার্ধক্য - সব মিলিয়ে দেখা হয়না প্রায় বিশ বছর। তাঁর সুললিত গলায় কাঞ্চনমালার লোককাহিনীর ভক্ত ছিলাম বরাবরই। তাই তাঁর প্রতি ছিলো অদৃশ্য এক সুঁতোর টান। সে টানেই বেশদিন ধরে সাাত করবো ভাবছি। ক’দিন আগে তাঁর খুঁজে মটর সাইকেলে করে ছুটে গেলাম- তাঁর নিভৃত নিবাস গঙ্গানগর গ্রামে। বড়বাড়ি সংলগ্ন প্রায় শতবর্ষী তেঁতুলতলা পেরিয়ে খানিকটা পথ, তারপর তাঁর ঝুপড়ি নিবাস। চার ...

‘আমি নমিনেশন না পাওয়াতে জনতার কষ্ট পাওয়াটাই আমার দুনিয়া ও আখেরাতের পুজিঁ’-ব্যারিস্টার সুমন

আগামী ৩০শে ডিসেম্বর হতে যাচ্ছে দেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চা স্টল পর্যন্ত বইছে ভোটের হাওয়া। ভোটের হাওয়ার পাশাপাশি বাংলাদেশের আপামর জনতা করছে নানা সমীকরণ।দেশের সাধারণ মানুষ এখন অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন। প্রতিটি ভোটার তাঁর ভোটাধিকার প্রয়োগ করতে অনেক তথ্যবহুল বিচার বিশ্লেষণ করতে শিখেছে। তাই,দেশের জনগণ এখন দলের চেয়ে ব্যক্তিকে বেশি মূল্যায়ন করে। যাকে নিয়ে এতো আলোচনা অবশেষে সেই ব্যারিস্টার সুমনের কাছে আমরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলাম।আমাদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন বলেন,”আমি নমিনেশন না পাওয়াতে আপামর জনতার কষ্ট পাওয়াটাই আমার দুনিয়া ও আখেরাতের পুজিঁ।আমি একটি আদর্শকে নিয়ে সমাজকর্ম করেছি। কাজ করতে গিয়ে ভার্চুয়াল মিডিয়া এবং মাঠ পর্যায়ে আমি ...

চুনারুঘাটে দক্ষিণ হাতুন্ডায় আরসিসি ড্রেইন নির্মাণ কাজ শুরু হচ্ছে

জসিম উদ্দিন ॥ চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডে আরসিসি ড্রেইন নির্মাণের কাজ উদ্বোধন করেছেন জ মেয়র নাজিম উদ্দিন সামছু। গতকাল সকাল ১১ ঘটিকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ড্রেইন নির্মাণ কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাতুন্ডা গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আবুল হোসেন মহালদার, পদক্ষেপ গণপাঠাগারের আজীবন সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম তোতা মিয়া, ব্যবসায়ী হাজি মীর হোসেন, প্রবীন মুরব্বি আব্দুল গফুর ও আব্দুল আজিজ, পৌরসভার সহকারি প্রকৌশলী কাজি আবু ওবায়েদ , ছাত্রদলের যুন্ম আহবায়ক আব্দুল মান্নান রুমন, পৌর ছাত্রদলে যুন্ম আহবায়ক আমিনুল ইসলাম সুজন, পৌর ছাত্রদল যুন্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ রুবেল শফিক মিয়া, আবু মিয়াসহ স্থানীয় বাসিন্দারা প্রমুখ। স্থানীয় কয়েকজন ...