চুনারুঘাট পূর্বাঞ্চলের পাকা রাস্তার বেহাল দশা
জসিম উদ্দিন ॥ চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের এলজিইডির অধিকাংশ পাকাঁ রাস্তা খানা খন্দকে ভরে গেছে। কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। যান বাহন চলা বন্ধ হওয়ার উপক্রম। সরেজমিন চুনারুঘাট গাতাবলা, নালমুখ, বাসুল্লা, মিরাশী, রাণীগাও, সুন্দরপুর, সাটিয়াজুরী রাস্তা একে ভারে নাজুক। পরিস্থিতি এমনটা যেন দেখার কেউ নেই। স্থানীয় বাসিন্দাদেও অভিমত জাতীয় সংসদ নির্বাচনের পর উল্লেখিত সড়ক মেরামত না করলে যান চলাচলে অচলবস্থা।
Share on Facebook
Leave a Reply