Monthly Archives: August 2018
আজ পবিত্র হজ ॥ ৩ টায় খুতবা পাঠ ॥ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধনিতে মুখরিত আরাফাত ॥ মসজিদে নববীর ইমাম ডাঃ হুসাইন বিন আব্দুল আজিজ আশ শায়েখ খুতবা পাঠ করবেন
আজ ইয়াওমুল আরাফা। আজ পবিত্র হজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হা’মদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক...মধুধ্বনি-প্রতিধ্বনিতে পবিত্র আরাফাতের পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত এখন। সু-উচ্চকণ্ঠ নিনাদের তালবিয়ায় মহান আল্লাহ তায়ালার একত্ব ও মহত্ত্বের কথা বিঘোষিত হচ্ছে প্রতি অনুক্ষণ। ‘আমি হাজির। ও আল্লাহ! আমি হাজির। তোমার কোন শরিক নেই। সব প্রশংসা ও নিয়ামত শুধুই তোমার। সাম্রাজ্য তোমার। তোমার কোন শরিক নেই।’ শুরু হলো বিশ্ব মুসলিমের মহাসম্মিলন পবিত্র হজ। আজ সোমবার (২০ আগস্ট) ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত ৩০ লক্ষাধিক মুসলমান হজযাত্রী ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। এখানে সূর্যাস্ত পর্যন্ত থাকবেন তারা। সৌদি সময় দুপুর ১২টার পর আরাফাতের ময়দানের মসজিদে নামিরা ...
ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শর্ত শিথিল
সেবা ডেক্স ॥ সড়ক, মহাসগড়কে শৃংখলা ফেরাতে চালকের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে ভারি ও মধ্যম শ্রেণির মোটরযানের তুলনায় ভারি ও মধ্যমানের ড্রাইভিং লাইসেন্সেধারী চালকের সংখ্যা অপ্রতুল। এ কারণে যাত্রী ও পণ্যবাহী মোটরযানের স্বাভাবিক চলাচল রাখার স্বার্থে ৫টি নির্দেশনা জারি করা হয়েছে। এক. গণপরিবহনে ড্রাইভার হিসেবে নিয়োজিত যাদের হালকা মোটরযান চালনার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিন্তু লাইসেন্সের মেয়াদ এক বছর অতিক্রান্ত হয়েছে। মধ্যম শেণির মোটরযান লাইসেন্সে সংযোজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট আবেদন করতে পারবেন। একই ভাবে মধ্যম শ্রেণির মোটরযান চালনার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সেধারী তাদের ড্রাইভিং লাইসেন্সর মেয়াদ ...
চুনারুঘাটে বিভিন্ন স্কুলের ২৫২ জন শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের অর্থায়নে ২শ’ ৫২ জন শিক্ষার্থীদের মাঝে পাঁচ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে গত শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে বৃত্তি প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নিবার্হী অফিসার মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমীনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল কবির মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর ...
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত
সেবা ডেস্ক ॥ সৌদি আরবে ২০ আগস্ট পবিত্র হজ। ২১ আগস্ট পালন করা হবে পবিত্র ঈদুল আজহা। শনিবার সৌদি সুপ্রিম কোর্টের এক ঘোষণায় বলা হয়েছে, ১২ আগস্ট রোববার হবে জিলহজ মাসের প্রথম দিন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। জরি ক্যালেন্ডার অনুযায়ী বছরের ১২তম মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদ্?যাপিত হয়। জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন ধরে পশু কোরবানি দেওয়া যায়।
হবিগঞ্জ সদর চুনারুঘাট নবীগঞ্জ ও মাধবপুর হাসপাতালে দালালদের উপদ্রব, হাতাহাতি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন টানা হেচড়া নিয়ে দুদল দালালের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার সময় ওই হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, সম্প্রতি হবিগঞ্জ লাখাই আসনের এমপি আলহাজ¦ এডভোকেট মোঃ আবু জাহির হাসপাতালে দালালমুক্ত ঘোষণা দেন। এরপরও হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরা তাদের ছাত্রছায়ায় রেখে গ্রামগঞ্জ থেকে রোগীদেরকে বিভিন্ন কিনিক ও ফার্মেসীতে নিয়ে যায় দালালরা। সেখানে গিয়ে দালালদেও খপ্পরে পড়ে রোগীরা সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরে। বিষয়টি পুলিশের নজরে আসলে ১৫ দিন আগে ভ্রাম্যমান আদালত সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালদেরকে জরিমানা করেন। এরপরও থেমে ...
সমাজের নিপীড়িত মানুষের সেবা করে সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চাই- ব্যারিস্টার সুমন
যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বেড়ে চলছে বাংলাদেশের রাজনীতির বিস্ময় বালক খ্যাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের । দীর্ঘদিন ধরে মাধবপুর ও চুনারুঘাটের অবহেলিত ও শোষিত মানুষের পাশে থাকায় এলাকাবাসী ব্যারিস্টার সুমনকে তাঁদের পরম আত্মীয় মনে করে । এলাকার সর্বস্তরের মানুষের সম্মান ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন ব্যারিস্টার সুমন । ইতিমধ্যে এলাকার যুবসমাজের কাছে অহংকার হিসিবে প্রতীয়মান হয়ে উঠেছেন তিনি। মাধবপুর ও চুনারুঘাট জনপদের প্রতিটি যুবককে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে বরাবরই বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন । শুধুমাত্র কথায় বিশ্বাসী নন তিনি। অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিনা মূল্যে প্রদান করে এলাকার যুবকদের মধ্যে অন্যরকম স্বপ্ন তৈরি করার নেপত্থের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন ...
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করছেন চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এড.মাহবুব আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুসহ আরো অনেকে।
সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মহিবুল হত্যা বিচারের দাবীতে নালমুখ বাজারে প্রতিবাদ সভা
জসিম উদ্দিন ॥ চুনারুঘাটের চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা মহিবুল হত্যার দাবীতে ফুসে উঠেছে সাধারণ জনতা। এ উপলক্ষে গত শনিবার রাতে স্থানীয় নালমুখ বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে। লুৎফুর রহমান সেলিমের পরিচালনায় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এড. এম আকবর হোসাইন জিতু, বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জান , মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি সিনিয়র শিক্ষক আব্দুস সামাদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের কৃষি সম্পাদক সফিউল আলম ভিপি মানিক, উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন, ইউনিয়ন আয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মনির মিয়া তালুকদার ও আহাদুজ্জামান ...
চুনারুঘাট পাহাড়ি টিলায় মাটি কাটার সময় মাটি ধসে দুই নারী চা-শ্রমিক নিহত আহত ৪
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছন্ডি এবং চাকলা পুঞ্জির মধ্যবর্তী পিপা টিলায় মাটি কাটতে গিয়ে মাটি ধসে দুই নারী চা- শ্রমিক ঘটনারস্থলেই নিহত হয়েছেন ও আরও চারজন নারী আহত হয়েছেন। গত বুধবার (১৫ আগস্ট) টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক কোখন মালের স্ত্রী আমোদীনি (৩০), মঙ্গল সাওতালের স্ত্রী বিষাখা শাওতাল (৩৫), তাদের সবার বাড়ি উপজেলার ১নং চাকলা পুঞ্জির চা-বাগানের দণি টিলা এলাকায়। এ ঘটনায় আহত সকাল মনি (২৬), বিশাল শাওতাল (৮), মুনিশা মৃধা (২০), সমবারি মন্ডা (২৭)সহ চারজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা গোয়েন্দার বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ মোর্শেদ আলম জানান আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঘর লেপার জন্য সাদা মাটির ...
চুনারুঘাট পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এম. শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক মোঃ মোস্তফা মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানখলা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান তরফদার সবুজ। স্বাগত বক্তব্য রাখেন- অধ্য মোঃ নাছির উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোঃ শাহাব উদ্দিন, দীপন চন্দ্র পাল, কলেজ পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান কাজল প্রমুখ।
চুনারুঘাটে শাশুড়ি হত্যার দায় স্বীকার জামাতার ॥ ব্যাংক থেকে ৮০ হাজার টাকা ঋণ তুলে না দেয়ায় শ্বাশুড়িকে হত্যা
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চাঞ্চল্যকর শ্বাশুড়ি হত্যার দায় স্বীকার করেছে জামাতা ওলিউর রহমান। শ্বাশুড়ি হত্যার ২ মাস পর আশুগঞ্জ থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল শনিবার বিকেলে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনূর বেগম এর আদালতে সন্ধ্যা পর্যন্ত জবানবন্দিতে সে তার শ্বাশুড়িকে হত্যার দায় স্বীকার করে। পরে জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বলেন, আদালতে জবানবন্দিতে ওলিউর রহমান তার শ্বাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে। সে আদালতে বলেছে, প্রায়ই তার শাশুড়ি জাহানারা বেগমের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া হত। এক পর্যায় শাশুড়িকে স্বর্ণের কানের দুল কিনে দেয়ার প্রলোভন দিয়ে ...
চুনারুঘাট-শায়েস্তাগঞ্জসহ আশপাশের পশুরহাটে জাল টাকার আতঙ্ক
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে ব্যবসায়ীদের মধ্যে জাল নোটের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে, উপজেলার (এরপর পৃষ্ঠা-৩) বিভিন্ন পশুরহাট গুলোতে জাল নোটের আতঙ্ক সবচেয়ে বেশী, কারণ পশুরহাটে কেনাবেচাসহ নগদ টাকা লেনদেন সাধারণত সন্ধ্যার পর বেশী হয়ে থাকে। আলো আঁধারে উক্ত জাল নোট সনাক্ত করা খুবই কঠিন কাজ। অন্যান্য বারের চেয়ে এবার যেন জাল টাকার আতঙ্ক বেশী কাজ করছে। যার কারণে ক্রেতা-বিক্রেতা সহ ব্যাংক গ্রাহকগন ১০০০ ও ৫০০ টাকার নোট দেখলেই সন্দেহ প্রকাশ করেন। ব্যবসায়ীদের হাতে প্রতিনিয়ত আসছে জাল টাকার নোট, ঝট ঝামেলা এড়াতে জাল নোট পাওয়া মাত্র তারা তা ছিড়ে ফেলা হচ্ছে বা আগুনে পুড়ে ফেলেন। আর পুলিশের ঝামেলা এড়াতে অনেকেই নীরব ...
চুনারুঘাট উপজেলা সদর জামে মসজিদে সৈয়দ ফয়সলের ১ লাখ টাকা অনুদান প্রদান
চুনারুঘাট উপজেলা সদর জামে মসজিদ উন্নয়ন কাজে হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহম্মদ ফয়সল ১ লক্ষ টাকা ব্যক্তি গত তহবিল থেকে দান করেছেন। এসময় মাধবপুর উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ শাহাজান , চুনারুঘাট উপজেলা বিএপির সভাপতি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
ছয়শ্রী গ্রামে সুতাং নদীর বাধভেঙ্গে ফসলী জমিতে বালির আস্তরণ চুনারুঘাট ইউএনও মঈন উদ্দিন ইকবালের ঘটনাস্থল পরিদর্শন
আব্দুর রাজ্জাক (রাজু) ॥ চুনারুঘাটের ছয়শ্রী গ্রামে সুতাং ছড়ার বাধভেঙ্গে ১০০ একর জমিতে বালু উঠে কৃষকের মুখের হাসি কেড়ে নিয়েছে। এত পরিমান বালু জমিতে উঠেছে যে,কার জমি কোনটা কুষকরা ছিনতে পারছেন না। অতিরিক্ত বালু উঠে জমির (আইল)সীমানা গুলো একাকার হয়ে যায়। একদিকে বালু নিয়ে কৃষকরা বিপাকে অন্যদিকে ভাদ্র মাসের এই সময়ে জমিতে ধান রোপন করতে না পাড়ায় অগ্রায়নে খালি হাতে ঘরে ফিরতে হবে।এই চিন্তায় মদন মোহন সিংহ নামে এক কৃষক স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ও উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন আজ সরেজমিন পরিদর্শনে গেলে উপস্থিত কৃষকরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা খুবই দ্রুত সময়ে ভেঙ্গে যাওয়া বাধটি নির্মাণ ...
চুনারুঘাট পৌরসভার ২নং ওর্য়াডে ভিজিএফের চাল বিতরণ
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ২নং ওর্য়াডের দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গত ১৮ আগষ্ট শনিবার সকাল ৭ টায় পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার আব্দুল হান্নান এ চাল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে এই ওর্য়াডে ৬২০ জনের মধ্যে প্রত্যেককে চাউল দেয়া হয়। এছাড়াও পৌরসভার প্রত্যক ওয়ার্ডে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
চুনারুঘাটের বেলাবিল চা বাগান বিদ্যুৎ পেল ৪০টি পরিবার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের ফাড়ি বেলাবিল চা বাগানের ১শ ৪০টি পরিবার বিদ্যুৎ পেয়েছে। গত শুক্রবার সন্ধায় উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, দেওরগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ও প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য তৈয়ব মোমিন জুয়েল, সোহেল বাবু. পঞ্চায়েত সভাপতি রনজিত কুমার দেব, শ্রমিক নেতা কানাই লাল, ফুল মিয়া, গর্জন নায়েক প্রমুখ। বেলাবিল চা বাগানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ ...
মামুন বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত গীতিকার হলেন
নুর উদ্দিন সুমন ॥ তরুন গীতিকার ও অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই নিসচার হবিগঞ্জ জেলার সাবেক আহবায়ক ও বর্তমান সভাপতি মামুনুর রশিদ মামুন বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভূক্ত হয়েছেন । গত ১২ আগস্ট সিলেট আঞ্চলিক পরিচালক আব্দুল হক এর স্বারিত এক চিঠিতে এতথ্য জানানো হয়। এ চিঠি পাওয়ার পর গীতিকারের বন্ধুমহল, সহপাঠি, শুভাকাংড়িখ শুভানুন্ধায়ীগণ আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ এবং ফুলেল শুভেচ্ছা জানান । এ সময় তারা বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে গীতিকার বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি খুবই আনন্দিত, আমার লেখা গান বাংলাদেশ বেতারে প্রচার হবে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে! আমি সকলের নিকট দোয়া কামনা করছি। ...
খোয়াই নদী থেকে হবিগঞ্জ বেবিস্টেন্ডের ব্যবসায়ী গৌরাঙ্গ দাস হত্যার আসামীর দায় স্বীকার
স্টাফ রিপোটার ॥ চুনারুঘাট খোয়াই নদী থেকে হবিগঞ্জ শহরের বেবিস্টেন্ডের ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের হত্যার ক্লু উদঘাটন করেছে পিবিআই পুলিশ। ঘাতক আসামীর দায় স্বীকার। মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে নিয়ে যাওয়া হয় আখাউড়া। চিৎকার করায় মুখে কসটেপ মুড়িয়ে হত্যা করে ঘাতকরা, কিলিং মিশনে অংশ নেয় তার সহযোগী ৪ ভাড়াটে খুনি। গত বিকেলে পিবিআই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল আলমের আদালতে হত্যায় জরিত ও তার সহযোগী খুনীদের তথ্য স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। ঘাতক আজিম হোসেন খান ওরফে সোহাগ । প্রায় ঘন্টাখানেক জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ঘাতক সোহাগ ভাদৈ গ্রামের রানা মেইকারের ছেলে ও বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী। পিবিআই জানায় ঘটনার দিন সুহাগসহ তার চার সহযোগীরা মাইক্রোবাস যোগে ...