চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যোনে বৃক্ষ রোপন

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে বনবিভাগ, ইউএসএআইডি’র ক্রেল প্রকল্পের উদ্যোগে এবং সাতছড়ি পিপলস ফোরামের অর্থায়নে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের খালি জায়গায় বনাঞ্চল বৃদ্ধির লক্ষে ফলদ ও কাঠ জাতীয় বৃক্ষ রোপন করা হয়। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএসমি) সভাপতি ও দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব চৌধুরী শামছুন নাহার। বিশেষ অতিথি ছিলেন সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেন, বিট কর্মকর্তা আনিসুজ্জামান, ইউএসএআইডি’র ক্রেল প্র্রকল্পের লাইভলিহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আব্দুল্লাহ আল মামুন, ক্রেলের ফিল্ড অর্গানাইজার মোঃ সফিকুল ইসলাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, সিএমসির হিসাব রক্ষক-কাম প্রশাসনিক সহকারী জসিম উদ্দিন, সাতছড়ি পিপলস ফোরামের সভাপতি শফিকুল ইসলাম আবুল, সহ-সভাপতি মোঃ শফিক মোল্লাহ, সেক্রেটারি মোবাশ্বির আলী, কোষাধ্যক্ষ রাবিয়া খাতুন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিপলস ফোরামের সদস্য আছিয়া বেগম, মেমরাজ বানু, রানু বেগম, ফাতেমা বেগম, অনুফা বেগম, নাজমা বেগম, নুর মোহাম্মদ প্রমুখ। উল্লেখ্য, জাতীয় বৃক্ষ সপ্তাহ-২০১৭ উপলক্ষে বন্যপ্রাণীর খাবার, বনাঞ্চলকে সমৃদ্ধ করার লক্ষে সাতছড়ি জাতীয় উদ্যানে ১শ’ পেয়ারা, ৫০টি আম রোপন ও ২ হাজার কাঠাল বীজ ছিটিয়ে দেয়া হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *