চুনারুঘাট পাহাড়ি টিলায় মাটি কাটার সময় মাটি ধসে দুই নারী চা-শ্রমিক নিহত আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ছন্ডি এবং চাকলা পুঞ্জির মধ্যবর্তী পিপা টিলায় মাটি কাটতে গিয়ে মাটি ধসে দুই নারী চা- শ্রমিক ঘটনারস্থলেই নিহত হয়েছেন ও আরও চারজন নারী আহত হয়েছেন। গত বুধবার (১৫ আগস্ট) টিলা থেকে মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক কোখন মালের স্ত্রী আমোদীনি (৩০), মঙ্গল সাওতালের স্ত্রী বিষাখা শাওতাল (৩৫), তাদের সবার বাড়ি উপজেলার ১নং চাকলা পুঞ্জির চা-বাগানের দণি টিলা এলাকায়। এ ঘটনায় আহত সকাল মনি (২৬), বিশাল শাওতাল (৮), মুনিশা মৃধা (২০), সমবারি মন্ডা (২৭)সহ চারজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জেলা গোয়েন্দার বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোঃ মোর্শেদ আলম জানান আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঘর লেপার জন্য সাদা মাটির সন্ধ্যানে পিপা টিলার নিছে অবস্থান করে শ্রমিকরা টিলাটির উচ্চতা প্রায় ৩০ ফুট। শ্রমিকরা নিছে মাটি ভরায় ছিলেন আর ২জন টিলার মাটি কাটছিলেন, দুপুর ১২টার দিকে টিলার নিচের অংশ কাটার সময় ওপর থেকে মাটির একটি বড় খণ্ড ধসে পড়ে। এ সময় মাটির নিচে চাপা পড়ে আমোদীনি ও বিশাকা শাওতাল মারা যান। বাকি চারজন আহত হন। তাদের শোর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে ১টার দিকে সার্কেল এএসপি আহম্মেদ রাজু ও চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তাদের সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত- ছাড়াই লাশ হস্তান্তর করা হয় ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *