শ্রীমঙ্গলে ব্যস্ত সময় পার করছেন মৃতশিল্পীরা

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন শ্রীমঙ্গলের মৃতশিল্পীরা। কাঠামো তৈরির কাজ অনেক আগেই শেষ হলেও এখন চলছে মূর্তিগুলোর শেষ পর্যায়ের ফিনিশিংয়ের কাজ। আর কয়েকদিন পর শুরু হবে রং তুলির কাজ। রং করার কাজ শেষ হলে তা শুকানোর প্রক্রিয়া চলবে। তারপর তুলে দেয়া হবে এলাকার কমিটির হাতে। আর সেই মূর্তিগুলো নিয়ে ঐসব এলাকার মন্দিরে মন্দিরে শুরু হবে মায়ের পূজার্চনা। মহা ধুমধামে ৩ দিন চলবে পূজা। তারপর বিসর্জন।মৃৎশিল্পী অরবিন্দ পাল জানান, বেশিরভাগ দুর্গা মূর্তি আসলে মন্দিরে মন্দিরে তৈরি করা হয়ে থাকে। দূর দূরাঞ্চলের মূর্তি সাধারণতঃ আমরা বানিয়ে থাকি। যেমন এবার আমরা ঢাকা, সিলেট, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজারের কিছু কিছু এলাকার মন্দিরের জন্য মূর্তি তৈরির অর্ডার পেয়েছিলাম। দ্রুত গতিতে সেই কাজগুলো শেষ করতেই এখন ব্যস্ত। দূরের মূর্তিগুলো পূজার ২ দিন আগে ডেলিভারী দিতে হবে। আর আশেপাশের গুলো প্রতিবারেই সাধারণত পূজার আগের দিন ডেলিভারী দিয়ে থাকি।পূজা যত ঘনিয়ে আসছে, শ্রীমঙ্গলের মৃৎশিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। শ্রীমঙ্গলে যে কয়টি জায়গায় মূর্তি বানানোর কাজ চলছে, তার মধ্যে সাগরদিঘীর পাড় এলাকার অরবিন্দ পালের মূর্তির খ্যাতি ও পরিচিতি দ’টোই সবার মুখে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সবকয়টি মূর্তি তৈরির স্থানগুলোতে ৩/৪ জন করে সহকারী লাগিয়ে অনেক রাত পর্যন্ত জেগে মূর্তি তৈরির কাজ এগিয়ে নিচ্ছেন মৃৎশিল্পীরা। সেই সাথে সমান তালে ব্যস্ত সময় পার করছেন ঢাকিরা ও ডেকোরেটার্স কর্মীরা। ঢাকিরা ব্যস্ত সময় পার করছেন ঢাক মেরামতের কাজ নিয়ে আর মন্দিরের সাজসজ্জার কাজে ব্যস্ত ডেকোরেটার্স কর্মীরা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *