ছাত্রী লাঞ্ছনাকারী বখাটে রাহুলের জামিন না মঞ্জুর

জাকারিয়া চৌধুরী – হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে আটককৃত রুহুল আমিন রাহুল এর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গত বুধবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে তার পক্ষে আইনজীবি জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক। এর আগে তাকে টঙ্গি কিশোর সংশোধন কেন্দ্র থেকে নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। উল্লেখ্য গত ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে রাজনগর এতিম খানা সড়কের বাসিন্দা ঠিকাদার শাহজাহানের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রীকে চর-থাপ্পড় মারে বখাটে রাহুল। এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করে ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে বখাটে রাহুলকে আটকের দাবিতে সোচ্চার হয়ে উঠেন জেলাবাসীসহ সর্বস্তরের জনগণ। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জনতার সহযোগিতায় রিচি গ্রাম থেকে রাহুলকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে টঙ্গি কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের ফজল মিয়ার পুত্র।শাহজাহানের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রীকে চর-থাপ্পড় মারে বখাটে রাহুল। এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করে ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে দেয়া হলে বখাটে রাহুলকে আটকের দাবিতে সোচ্চার হয়ে উঠেন জেলাবাসীসহ সর্বস্তরের জনগণ। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জনতার সহযোগিতায় রিচি গ্রাম থেকে রাহুলকে আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে টঙ্গি কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেন। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের ফজল মিয়ার পুত্র।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *