শ্রী শ্রী শচীমাতা ধামে ৩শত ভক্তের পদব্রজে তীর্থযাত্রা

অনু দে – শ্রী শ্রী শচীমাতা ধাম আয়োজিত পদব্রজে তীর্থ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চুনারুঘাট উপজেলার হাতুন্ডা বাসুদেব মন্দির থেকে শুরু হয়ে এ তীর্থ যাত্রা বাহুবল উপজেলার বড়গাঁওস্থ শচীমাতা ধামে এসে শেষ হয়। এতে প্রায় ৩ শত তীর্থযাত্রী অংশগ্রহণ করেন। এ উপলক্ষে ওইদিন সকাল ৮টায় বাসুদেব মন্দিরে তীর্থযাত্রার উপর ভাগবতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সর্বেশ্বর গোবিন্দ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পূজা উদযাপন পরিষদের সভাপতি রামকৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক প্রনয়ময় পাল। আলোচনায় অংশ নেন, শচীমাতা ধামের সহ-সভাপতি সত্য বৃন্দাবন মুকুন্দ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক ঈশ্বর কেশব দাস ইমন ও চুনারুঘাট শ্রী শ্রী গীতা সংঘের সাধারণ সম্পাদক মানিক দেব। আলোচনা সভায় বক্তাদের বক্তব্যের সারবস্তু ছিল মানব কল্যাণ। এতে বক্তারা বলেন, ধর্ম ছাড়া কোন মানুষই প্রকৃত শান্তি পেতে পারেনা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *