মাদকের ছোবলে ধ্বংস যুবসমাজচুনারুঘাটে ইয়াবা ব্যবসা জমজমাট

আশরাফুল ইসলাম : চুনারুঘাটে আবারও জমে ওঠেছে বিভিন্ন ধরনের অবৈধ মাদক ব্যবসা হাতের নাগালেই বা একটি মাত্র ফোন কলেই পাওয়া যায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য। বিগত সময়ে প্রচলিত গাঁজা, ফেন্সিডিল, কোরেক্সসহ বিভিন্ন ধরনের ভারতীয় মদ ও হুইস্কি’র ব্যবহার চলছে আগের মতোই। বিভিন্ন উপলক্ষে বেড়ে যায় মাদক দ্রব্যের চালান এবং সাথে সাথে বেড়ে যাচ্ছে ব্যবহার। উঠতি বয়সের ছাত্র-যুবকরাই এর প্রধান বিক্রেতা ও ব্যবহারকারী। গত কয়েক মাসে, চিহ্নিত মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের লাগাতার অভিযান ও গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করায় বেড়ে যাচ্ছে নতুন নতুন মাদক বিক্রেতাদের সংখ্যা। পুরাতন ও চিহ্নিত ব্যবসায়ীদের ঘনিষ্ঠ লোকেরাই অভিনব উপায়ে এসব মাদক ব্যবসা ধরে রেখেছে। পুলিশ প্রশাসন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে। ভারতীয় সীমান্তবর্তী এলাকা ও বাংলাদেশ-ভারতের গুরুত্বপূর্ন ট্রানজিট রুট চুনারুঘাটের পূর্বাঞ্চলের পুরোটা এবং দক্ষিনাঞ্চলের কিছু এলাকা এখন মাদক পাচারের বিখ্যাত রুট। ভারত-বাংলাদেশের মধ্যে অবৈধভাবে বিভিন্ন প্রকার পণ্যের আদান প্রদান ইতিহাস অনেক পূরনো। ১৯৭১ সালের স্বাধীনতার পরও উক্ত দুই দেশের মধ্যে প্রকাশ্যে পন্য আদান প্রদান থেমে থাকেনি। ধারনা করা হয়, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকে সীমান্তে চোরাচালান ও চলাচল কিছুটা কমতে থাকে। এ সময় ভোগ্যপণ্যের পাচার কমে গেলেও বেড়ে যায় মাদকদ্রব্যের অবাধ প্রবেশ । ফলে, উপজলার সর্বত্র মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারন করেছে। মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , বর্ডার গার্ড অব বাংলাদেশ ও মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক নিয়মিত অভিযান পরিচালিত হয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। প্রশাসনের ভূমিকাকে অতীতে রহস্যজনক বলে মন্তব্য করেন অনেকে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, ভারতীয় বিয়ার, মদ, হুইস্কি, গাঁজা, ফেন্সিডিল ও কোরেক্সের পাশাপাশি ইয়াবার মত জীবনবিধ্বংসী এসব মাদকদ্রব্য চুনারুঘাট পৌরসভা তথা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য হয়ে ওঠেছে। ঈদ-পার্বনকে উপলক্ষ করে বেড়ে যায় মাদকের চালান, মূল্য ও ব্যবহার। যুবক ও তরুনদের মধ্যে ইয়াবা সেবনের প্রবণতা সবচে’ বেশী এবং বিভিন্ন ধরন ও মূল্যের ইয়াবা বড়ি রয়েছে বলে জানা যায়। তাই, এখন ব্যস্ত ও তৎপর হয়ে পড়েছে ইয়াবা ব্যবসায়ীরা। চুনারুঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকার বড়াইল অনিক ব্রিকস্ ফিল্ডের আশেপাশে, গুচ্ছগ্রামে ও উত্তর বাজারে বেদে পল্লী ঘিরে, দক্ষিনা চরন পাইলট(ডিসিপি) উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেরা সীমানায় এবং পৌরসভার দক্ষিন বাজারের সতং রোড, বাল্লাা ক্রসরোড ও চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতা ও সেবনকারীদের যাতায়াত লক্ষ্য করা যায়। উল্লেখ্য, চুনারুঘাট দক্ষিন বাজার এলাকার এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কারাগারে থাকায় গুচ্ছগ্রামের কতিপয় মাদক বিশেষ করে ইয়াবা বিক্রেতা দক্ষিন বাজারের বিভিন্ন স্থানে অবস্থান করে চালিয়ে আসছিল নিজেদের ব্যবসা। সম্প্রতি, চুনারুঘাট পৌর এলাকার চন্দনা গ্রামের ওই ব্যবসায়ী জেল থেকে জামিনে ছাড়া পেয়ে নতুন করে বিস্তার করছেন তার মাদক বাণিজ্য। অন্যদিকে, পৌরসভাধীন হাতুন্ডায় বসবাসরত চুনারুঘাটের কালিচুং গ্রামের আরেক চিহ্নিত মাদক ব্যবসায়ী সম্প্রতি, জেল থেকে ছাড়া পেয়ে পূনরায় ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসা শুরু করে। তিন দিনের মধ্যে মাদক সেবনকারীসহ হাতুন্ডার ওই মাদক কারবারী গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। এসব অবৈধ ব্যবসা গড়ে ওঠছে কিভাবে? খোঁজ নিয়ে জানা যায়, উত্তর বাজারে বড়াইল ও তেলিউক্তা গ্রামের দুইজন ইয়াবার ডিলার হিসাবে পরিচিত। নামপ্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সরকারদলীয় এক নেতার পুত্র উত্তরের সকল প্রকার মাদক ব্যবসার নিয়ন্ত্রক বলে জানা যায়। দক্ষিন বাজার এলাকার প্রধান মাদক ব্যবসায়ী কিছুদিন পূর্বে গ্রেফতার করে জেল-হাজকে পাঠানো হয়। এসব স্থানে কম বয়সী মাদক বিক্রেতাদের দেখে আৎকে উঠবেন যে কেউ। কারন, চেহারা ও বেশভূষা দেখে বুঝার কোন উপায় নেই যে এরাই সেবনকারীদের হাতে মাদক পৌঁছে দেয়। নিরাপদে এবং সন্দেহাতীতভাবে সেবনকারীর হাতে মাদক পৌছে দিতে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে শিশু-কিশোরদের কাজে লাগায় চিহ্নিত ব্যবসায়ীরা। এছাড়া, ব্যবসায়ীদের সাথে অতিরিক্ত মাদকদ্রব্য থাকায় ঝুঁকি নিয়ে এরা বিক্রেতার নিকট যেতে চায় না। জানা যায়, উপজেলার গাজীপুর, আহমদাবাদ, দেওরগাছ ও পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় সব ধরনের মাদক পাইকারী ও খুচরা মূল্যে বেচা-কেনা হয়ে প্রবেশ করছে দেশের বিভিন্ন অঞ্চলে। নির্বিঘেœ এসব মাদকদ্রব্য লেনদেন করতে কিছু দিন পরপর ব্যবসায়ীরা স্পট পরিবর্তনসহ নতুন নতুন উপায় ও মাধ্যম ব্যবহার করে প্রশাসনের চোখে ফাঁকি দেয়ার চেষ্টা করে। মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান ও মাদক বিক্রেতা ও সেবনকারীদের নিবৃত্ত করতে কিছুদিন পরপর অভিযান পরিচালিত হয়ে আসছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কারাগারে পাঠাতে পুলিশ সক্ষম হলেও আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে পূনরায় ব্যবসায় জড়িয়ে পড়ে মাদক বিক্রেতারা। এছাড়াও, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করলেও সামাজিক সচেতনতার অভাবে মাদকের বিস্তার রোধ করা যাচ্ছেনা বলে জানান চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবীর। তিনি আরো বলেন, স্থানীয় জনগনের প্রত্যক্ষ অংশগ্রহন ছাড়া প্রশাসনের একার পক্ষে সুদূর বি¯তৃত মাদককে নির্মূল করা সম্ভব নয়। পুলিশী অভিযানের পর থেকে ঘনঘন স্থান পরিবর্তন করে, যেকোন গোপন অবস্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে সেবনকারীদের সাথে যোগাযোগ করে মাদক পৌঁছে দিচ্ছে বিক্রেতারা। এক্ষেত্রে, সহজেই মাদক ব্যবসায়ীরা অপ্রতিরোধ্য হয়ে ওঠে। অবৈধ মাদকের বিস্তার ও ব্যবহার রোধে পারিবারিক ও নৈতিক শিক্ষার উপর জোর দেয়ার পাশাপাশি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করা জরুরী বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক। উক্ত অভিভাবক আরো বলেন, মাদকের অপব্যবহার রোধকল্পে অদ্যাবধি উপজেলা ও পৌর প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি। বরং, এলাকার প্রভাবশালী ব্যক্তি ও পুলিশ প্রশাসনের কতিপয় কর্মকর্তার আশ্রয়-প্রশ্রয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা বেপরোয়া হয়ে ওঠছে বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য রায় চৌধুরী বলেন, মাদক নির্মূলে আমরা বদ্ধ পরিকর এবং যেকোন ধরনের প্রভাবমুক্ত থেকে এই উপজেলাকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ আমি গ্রহন করেছি। তবে, এ ব্যাপারে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন অমূল্য রায় চৌধুরী। মাদকমুক্ত সমাজ গঠন ও ভবিষ্যত প্রজন্মকে এর ভয়াবহতা রক্ষায় জনগনকে প্রত্যক্ষভাবে এগিয়ে আসার আহবান জানান সচেতন মহল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *