একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হবিগঞ্জে ৪ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা মোঃ সফি উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৭ এর আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস কামাল। বিচারক মোঃ কাউসার আলম মামলাটি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্র্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক বরাবরে প্রেরণের নির্দেশ দিয়েছেন। মাওলানা সফি উদ্দিন লাখাই উপজেলার মানপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। মামলার অপর আসামীরা হলেন একই উপজেলার মুড়িয়াউক গ্রামের মোঃ জাহিদ মিয়া ও মোঃ তাজুল ইসলাম ওরফে পোকন রাজাকার এবং জিরুন্ডা গ্রামের মোঃ ছালেক মিয়া ওরফে ছায়েক মিয়া। মামলার বাদী মুক্তিযুদ্ধকালীন লাখাই উপজেলার কমান্ডার ও বিটিসিএল এর সাবেক পরিচালক (অর্থ) ইলিয়াস কামাল অভিযোগ করেন, ১৯৭১ সালের ৩০ ও ৩১ অক্টোবর সফি উদ্দিনসহ তার সঙ্গীরা লাখাই উপজেলার মানপুর ও মুড়িয়াউক গ্রামে অভিযান চালিয়ে বাদীর পিতা ইদ্রিছ মিয়া ও সহযোদ্ধার শাহজাহানের পিতা আব্দুল জব্বারকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে গুলি করে লাশ মানপুরের উজাদুর বিলে ফেলে দেয়। মুক্তিযুদ্ধ চলাকালে অভিযুক্ত রাজাকারেরা কৃষ্ণপুর, গঙ্গানগরসহ আশপাশের গ্রামে লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ, নৃশংস গণহত্যা চালিয়েছিল।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *