গাছ চোরদের হামলায় রেঞ্জকর্মকর্তা আহত ॥ ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

স্টাফ রিপোর্টার : গাছ চোরদের অতর্কিত হামলায় সাতছড়ি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা আহত ৯ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কুখ্যাত গাছ চোর মুর্শেদ ও সাদ্দামসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মাধবপুর থানায় মামলা হয়েছে। সূত্র জানিয়েছে, মামলা হলেও তারা সংঘবদ্ধ হয়ে নতুন করে গাছ পাচারে কৌশল টানছে। বনবিভাগ জানিয়েছে, লোকবলের অভাবে বনদস্যুসহ পাচারকারীদের ঠেকানো যাচ্ছেনা। ২/৩ জন কর্মীর পক্ষে বিশাল সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচার ঠেকানো এখন জীবনের হুমকি হয়ে দাড়িয়েছে। উল্লেখ্য গত ১৭ অক্টোবর সন্ধ্যায় তেলমাছড়া বিটের ভুইকণ্ঠপুর চা-বাগান এলাকায় একদল গাছ চোর গাছ কেটে নিয়ে যাচ্ছে খবরে রেঞ্জ কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার গাছ আটক করতে গেলে দুর্বৃত্তদের হামরায় গুরুত্বর আহত হন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *