নায়ক হবেন রোনালদো?

ক্রীড়া ডেস্ক: ফুটবল মাঠে নায়ক হয়েছেন অনেক আগেই। এবার স্ক্রিনেও নায়ক হওয়ার ইচ্ছা। অবসরের পর সেই পথেই হাঁটবেন, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুনতে অবাক লাগলেও রুপালি পর্দায় আসার বিষয়ে প্রচণ্ড উৎসাহী রোনালদো
‘এই মুহূর্তে আমার মনোযোগ ফুটবলের দিকে, যেটা আমি করছি। তবে এটা চিরদিন থাকবে না। একদিন তো অবসর নিতেই হবে। আমি নিশ্চিত, ফুটবল ছাড়ার পরে আমার জীবনটা অনেক সুন্দর ও সুখের হবে। যদিও আমার অনেক টাকা আছে, সেটা আমি বলছি না। আমার অনেক কোম্পানিও আছে সেখানে অনেকে কাজ করেন। ফুটবলের মাঠে শুধু আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু কোম্পানিতে তারা অনেকে কাজ করেন। সেখানে তাদের ওপর আমাকে নির্ভর করতে হয়। তবে তাদের সঙ্গে কাজ করাটাও অনেক বেশি আনন্দের হবে।’
নিজের কোম্পানিকেও কাজে লাগাতে শুরু করেছেন সিনেমা করার বিষয়ে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার সরাসরি বলেছেন গত চার বছর ধরেই সিলভার স্ক্রিনে আসার বিষয়ে চিন্তাভাবনা করছেন তিনি।
৩৩ ছুঁইছুঁই রোনালদো মেনে নিয়েছেন এখন তিনি আর তরুণ নন, তবে মনের দিক দিয়ে তরতাজা। যে ফিল্ডেই হোক, ক্যারিয়ারে আরও সাফল্য পেতে চান।
Share on Facebook
Leave a Reply