গেইলকে ছেড়ে দিয়েছে আরসিবি

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যার চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের নিয়মিত মুখ ক্রিস গেইল। কিন্তু এ বছর তিনি কোন দলের হয়ে খেলবেন বা অংশ নিবেন কি না সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। কারণ, ক্রিস গেইলকে এবার ছেড়ে দিয়েছে আরসিবি। সুতরাং, নিলামে উঠবে তার নাম।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে তিনজন খেলোয়াড়কে ধরে রেখেছে তারা হলে বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও সরফরাজ খান। তবে, এখনও আরসিবির হয়ে খেলার সম্ভাবনা রয়েছে ক্রিস গেইলের। আগামী ২৭-২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের ১১তম আসরের নিলাম। নিলামের মাধ্যমে গেইলকে দলে নিতে পারবে আরসিবি।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সকে দুইবার শিরোপা এনে দেয়া অধিনায়ক গৌতম গম্ভীরকেও ছেড়ে দেয়া হয়েছে। সুতরাং, এবার নতুন দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে। কলকাতা নাইট রাইডার্স যে দুইজন খেলোয়াড়কে ধরে রেখেছে তারা হলেন ক্যারিবীয় তারকা সুনিল নারিন ও আন্দ্রে রাসেল।
Share on Facebook
Leave a Reply