অসহায় দরিদ্র ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের জন্য কাজ করে যাব সৈয়দ মোঃ শাহ্জাহান

মাধবপুর প্রতিনিধি ॥ অসহায় দরিদ্র ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের জন্য আজীবন কাজ করে যাব। মাধবপুর উপজেলার জনগণ অনেক আশা আকাঙ্খা নিয়ে আমাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাদের সুখে দুঃখে সব সময় তাদের পাশে থাকা আমার প্রধান দায়িত্ব। অতীতে উপজেলা পরিষদে এসে মাধবপুর উপজেলার জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে পূনর্বাসনের জন্য কোনো ধরনের সরকারী ভাবে সহায়তা দেওয়া হয় নাই। যত ধরনের সরকারী ত্রান তহবিল এসেছে তারা নিজেদের মধ্যে ভাগ বণ্টন করে গরীবের ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত করেছে। বর্তমানে মাধবপুর উপজেলায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে ন্যায্য পাওনা সুষমভাবে বন্টন করা হবে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর বাজারে পুড়ে যাওয়া দোকান ও উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকার কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ লোকদের দোকান পাট ও ঘরবাড়ি পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অলি উল্লাহ, মশিউর রহমান বাদশা, জীবন কৃষ্ণ বণিক, মৌলদ মিয়া, চৌধুরী ফজলে ইমাম সুমন, সৌভাগ্য চক্রবর্ত্তী প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *