কিশোরী ধর্ষণের ঘটনা দফা-রফার চেষ্টা…

স্টাফ রিপোর্টার ॥ ৩ দিন অতিবাহিত হলেও এখনো বিচার পায়নি চুনারুঘাটের ধর্ষিতা এক কিশোরী। দরিদ্র ওই কিশোরী টাকার অভাবে মামলাও করতে পারছে না। এরই মাঝে দিন কাটাতে হচ্ছে নিরাপত্তাহীনতার মাঝে। তার এমন কেউ নেই যিনি এগিয়ে আসবেন সাহায্যের হাত নিয়ে। বিষয়টির দফা-রফার চেষ্টা চলছে। এলাকাবাসিরা জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের কারিশাবস্তি গ্রাম এলাকায় অধুনা প্রতিষ্ঠিত আশ্রায়নের বাসিন্দা সর্বহারা আঃ আজিদের কিশোরী কন্যা (১৩) কে গত বৃহস্পতিবার রাতে আঃ হামিদ মুক্তিযোদ্ধা, আজমান, আহম্মদ আলীসহ ৪ ব্যক্তি তার ঘরে ঢুকে পর্য়ায়ক্রমে ধর্ষন করে। তার শোর চিৎকারে আশ্রায়নের বাসিন্দারা এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে গত শনিবার রাতে এ নিয়ে সালিশ বসে আশ্রায়ন গ্রামে। ওই সালিশে কারিশা বস্তি গ্রামের আঃ হক, চেকানগর গ্রামের আলতা মিয়াসহ অনেক গ্রামবাসি উপস্থিত ছিলেন। এক পর্যায়ে সালিশ পন্ড হয়ে যায়। গতকাল রবিবার ওই ধর্ষিতা, আশ্রায়নের বাসিন্দা জিতু মিয়া, খালেক, জাহিরসহ ৮/১০ জন লোক চুনারুঘাট উপজেলা নির্বার্হী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে বিচারের দাবী জানায়। নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই কিশোরী তার কার্যালয়ে এ ব্যাপারে বিচার প্রার্থী হয়েছে। কিশোরী বলেছে, তার মা কাজের সন্ধানে গত ১০/১২ দিন যাবৎ ভাটি অঞ্চলে রয়েছেন। এ সুযোগে ওই ৪ ব্যক্তি তাকে ধর্ষন করে। এ ব্যাপারে মুত্তিযোদ্ধা আঃ হামিদ বলেন, গুচ্ছ গ্রামে বসবাসকারী বহিরাগত কিছু লোকের প্ররোচনায় মেয়েটি এমন মিথ্যা অভিযোগ এনেছে। এটা ষড়যন্ত্র। অপরদিকে স্থানীয় ইউপি সদস্য আঃ নুর ঘটনাটি শুনেছেন বলে জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *