চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সেরও বেহাল দশা ॥ উদ্বোধন হবে কবে? উদ্বোধনের আগেই বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁটল ॥ দুর্ঘটনার আশংকা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন নির্মাণের ৪ বছরেও ব্যবহারের অনুমতি মিলেনি। নির্মাণ ত্র“টির কারণে পরিত্যক্ত এ নতুন ভবনটির বিভিন্ন স্থানে ইতোমধ্যে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় জরাজীর্ণ পুরাতন ভবনেই কোন রকমে চলছে চিকিৎসা সেবা। তার উপর নেই পর্যাপ্ত চিকিৎসক-কর্মচারি। কার্যকর পয়ঃনিস্কাশন ও স্যানিটেশন ব্যবস্থা না থাকায় সর্বত্র অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া কমপ্লেক্সের আবাসিক ব্যবস্থায়ও লাগেনি আধুনিকতার ছোঁয়া। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরীকে কাছে পেয়ে এমন অভাব-অনটনের চিত্র তুলে ধরলেন ডাক্তার-কর্মচারিরা। গত শনিবার বেলা ২টার দিকে তিনি বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরাবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন। বাহুবল উপজেলার সোয়া দুই লাখ লোকের স্বাস্থ্যসেবা ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’-এর উপর নির্ভরশীল। প্রতিদিন হাজারো লোক স্বাস্থ্যসেবার প্রত্যাশা নিয়ে সরকারি ওই প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়। জনগণের এ চাহিদা বিবেচনায় স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫১ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম শুরু হয়। এ লক্ষ্যে পুরাতন ভবনের পশ্চিমে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। ২০১০ সালে নির্মাণ প্রতিষ্ঠান ভবনটি হস্তান্তর করে। শুধুমাত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না মেলায় ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। অব্যবহৃত এ নতুন ভবনটির বিভিন্ন স্থানে ইতোমধ্যে বড় বড় ফাটল তৈরি হয়েছে। বিষয়টি অন্তত এক বছর আগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ অবস্থায় পুরাতন জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্য কার্যক্রম। ভবনটির বাথরুম, পানি সরবরাহ ব্যবস্থা, আন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীর শয্যা ও ভবনের আশপাশে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্স-এর চারপাশে দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে জনবল সংকট। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ ১২টি চিকিৎসকের পদে কর্মরত আছেন মাত্র ৫ জন। নার্সের ৯টি পদে আছেন ৬ জন। মেডিকেল এসিস্টেন্টের ৫টি পদ পূর্ণ থাকলেও আব্দুল আউয়াল খান নামে একজনকে দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে রাখা হয়েছে। এছাড়া ল্যাব টেকনিশিয়ানের ২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে রক্ত, মল-মূত্র পরীক্ষার জন্য রোগীদের দৌঁড়াতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্স-এর ফার্মাসিস্ট-এর ২টি পদের বিপরীতে কাগজপত্রে কর্মরত আছেন একজন। এ স্বাস্থ্য কমপ্লেক্স-এর একমাত্র ফার্মাসিস্ট মারুফ আহমেদ এবং সুইপার কানাই লালকে কয়েক বছর ধরে জেলা সদর আধুনিক হাসপাতালে ডেপুটেশনে রাখা হয়েছে। ফলে এ স্বাস্থ্য কমপ্লেক্স-এর ঔষধ বিতরণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান খান বললেন, নতুন ভবনে কার্যক্রম শুরু আগেই ফটল দেখা দেয়ার বিষয়টি আমি গত বছর ২৯ এপ্রিল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট-এর নির্বাহী প্রকৌশলীকে লিখিতভাবে অবগত করেছি। তিনি বলেন, ওই ভবনটি ব্যবহারের অনুমতি পেলে এবং আরো জনবল বাড়ানো হলে এখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম আরো বেগবান হবে। গত শনিবার বেলা ২টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে কেয়া চৌধুরী এমপি বলেন, সরকার চিকিৎসক সংকট দূরিকরণে পদক্ষেপ নিচ্ছে। আশা করি এ সংকট অচিরেই দূরীভূত হবে। এছাড়া অন্যান্য অভাব-অনটন দূরিকরণে অচিরেই কার্যকর পদক্ষেপ নিবেন বলেও তিনি আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রোগীরা চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ না তুললেও খাবারের মান ও হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *