মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে হবিগঞ্জে দুই প্যানেলের লড়াই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডের নেতৃত্ব লাভ করতে লড়ছে দুটি প্যানেল। একটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক জেলা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। অপরটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক জেলা কমান্ডার আব্দুর রহিম জুয়েল। গত বুধবার উভয়ের নেতৃত্বে দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। দুপুরে মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৭ জনের প্যানেল জমা দেন মোহাম্মদ আলী পাঠান। বিকেলে আহাদ চৌধুরী সমর্থিত আব্দুর রহিম জুয়েলের নেতৃত্বাধীন প্যানেল জমা দেয়া হয়। জেলার ন্যায় অনুরূপ দুটি করে প্যানেল জমা হয় জেলার ৮টি উপজেলায়ও। তবে কোন কোন উপজেলায় ৩টি প্যানেলও জমা পড়েছে। আগামী ৪ জুন সকল উপজেলা সদরে ভোট গ্রহণ হবে। প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড, জেলা কমান্ড ও উপজেলা কমান্ডের জন্য একটি করে প্যানেলে ভোট দিতে পারবেন। হবিগঞ্জ জেলার মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩৩ জন। হবিগঞ্জের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *