চুনারুঘাট সীমান্তে থামছে না চোরাচালান

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্তে মাদকসহ ভারতীয় নানান জাতের পন্যের চোরাচালান ঠেকানো যাচ্ছে না। পুরনো সেই ব্যবসায়ীরা ভারত থেকে বিভিন্ন জাতের মাদক দ্রব্য ও নানা জাতের পন্য এনে নানা কায়দায় তা পাচার করে চলেছে দেশের বিভিন্ন স্থানে। আইন- শৃংখলা বাহিনী পাচার রোধ করতে পারছেনা। হালে সীমান্তে চোরাচালান রোধে আইন-শৃংখলা বাহিনীর নেই কোন তৎপরতা। সম্প্রতি ভারতীয় নাগরিকদের হাতে ৩ বাংলাদেশী খুন হওয়ার পর চুনারুঘাট সীমান্ত এলাকার নানা গুরুত্বপুর্ন স্থানে বিজিবি ও পুলিশের তৎপরতা জোরদার করা হয়। জারি করা হয় লাল সংকেত। বাল্লা বিজিবি’র হাবিলদার নাসিরকে শুক্রবার বদলী করার পর চোরাচালান বেড়ে গেছে বলে এলাকাবাসি মনে করেন। কিছুদিনের জন্য এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া চোরা ব্যবসায়ীরা ফিরে এসে পুরোদমে চোরাচালানে জড়িয়ে পড়েছে। গড ফাদারদের সহযোগীতায় নতুন কৌশলে শুরু হয়েছে পাচার। বাল্লা, সাতছড়ি, চিমটিবিল, গুইবিল,রেমা ও কালেঙ্গা বিওপি’র জোয়ানরা মাঝে মাঝে স্থানে স্থানে তল্লাশী পরিচালনা করেও চোরাচালান পন্যের চালান আটকাতে পারছেনা। সীমান্ত সুত্র জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট, কুলিবাড়ী, মোকামঘাট, টিলাবাড়ী, বড়ক্ষের, গোবরখলা, গাজীপুর ,ফাটাবিল, আলীনগর, বাসুল্লা ও আহম্মদাবাদ ইউপি’র নালুয়া, আমু, ইকরতলী, সাদ্দামবাজার, চিমটিবিলখাস, বনগাঁও গ্রামসহ আরো কয়েকটি গ্রামের চিহ্নিত চোরা ব্যবসায়ীরা নানা কায়দায় চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছে। চোরাচালান পন্যের মধ্যে সবার শীর্ষে রয়েছে ফেনসিডিল ও জিরা মশলা। সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানা আইন শৃংখলা বাহিনীর লোকজনের কাছে থাকলে ধরা পড়ছে না এরা। আহম্মদাবাদ ও গাজীপুর ইউপি’র মাদক ব্যবসায়ীদের নাম-ধাম আইন-শৃংখলা সভায় প্রকাশ্যে বলার পরও এদের ব্যপারে কোন পদক্ষেপ নিচ্ছে না বিজিবি-পুলিশ। প্রকারান্তরে হুমকীর সম্মুখীন হচ্ছেন প্রতিবাদি লোকজন। গত শনিবার সকালে আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী চুনারুঘাট-বাল্লা সড়কে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় জিরা আটক করে পুলিশে দিয়েছেন। ওই জিরাগুলো সিনএজি যোগে পাচার করা হচ্ছিল। আইন-শৃংখলা বাহিনীর লোকজন সীমান্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে- দাবী করলেও বাস্তবতার সাথে এর কোন মিল নেই। চোরাচালান চলছে ফ্রি স্টাইলে আগের মতই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *