নবীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে স্বর্ণ রৌপ্য টাকা লুট পুলিশের তদন্তে প্রাথমিক ক্লু পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা- সিলেট মহা সড়কের উপরে নবীগঞ্জ উপজেলার বাজার সৈয়দপুরে খাঁন ম্যানশনের একটি স্বর্ণের দোকানে দূর্বৃত্তরা সু কৌশলে প্রবেশ করে স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরোদ্ধ করে হত্যা এবং স্বর্ণালংকার রৌপ্য সহ নগদ টাকা নিয়ে গেছে। ঘটনাটি নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন বিরাজ করছে। কেউ বলছেন পরিকল্পিত ভাবে হত্যা করে স্বর্ণালংকার লুট করা হয়েছে। আবার পুলিশ বলছে পূর্ব বিরোধের সূত্র ধরে এই হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে। জানাযায়, গত শনিবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে রাতের আধারে স্বর্ণ ব্যবসায়ী সুমন দেব (২০) কে নির্মম ভাবে হত্যা করে নগদ টাকা স্বর্ণ, রৌপ্য সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জনতা ধারনা করছেন। দীঘ ৩ মাস পূর্বে বানিয়াচং উপজেলার লঘু চৌধুরী পাড়া গ্রামের জিতেন্দ্র দেব ওরপে জিতু দেব স্বপরিবারে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে বসবাস করে আসছে। তার পুত্র সুমন দেব প্রায় মাস খানেক পূর্বে সৈয়দপুর বাজারস্থ হাজী আব্দুস ছত্তার খাঁন ম্যানশনে একটি দোকান কোটা ভাড়া নিয়ে স্বর্ণ রৌপ্যের ব্যবসা করে আসছিলেন। সে স্বর্ণ রৌপ্যের ব্যবসার পাশাপাশি ওই ব্যবসা প্রতিষ্টানেই রাত্রী যাপন করতো। গতকাল সকালে তার বাবা জিতেন্দ্র দেব ছেলের জন্য সকালের খাবার নিয়ে দোকানে আসলে তিনি দেখতে পান দোকানের সাটারের বাহিরে একটি লক ছাড়া তালা ঝুলানো রয়েছে। এতে তার সন্দেহ হলে তালা খুলে দেখেন ঘরের ভিতরে মেঝতে ছেলের নিথর দেহ পড়ে আছে এবং ঘরের মূল্যবান স্বর্ণালংকার, রৌপ্য ও নগদ টাকা কিছুই নেই। এ সময় তিনি চিৎকার করলে বাজারের পার্শবর্তী ব্যবসায়ীরা ছুটে আসেন। ওই লাশের পাশে একটি সেভেন আপ ৫০০ এমএল ও একটি এর্নাজি ড্রিংক স্পীডের বোতল পাওয়া যায়। জিতেন্দ্র দেব ও বাজারের ব্যবসায়ীরা সঠিক কত ভরি স্বর্ণ ও রৌপ্য লুট হয়েছে বলতে পারেন নি। তবে তাদের ধারনা করা হচ্ছে অনুমানিক স্বর্ণ, রৌপ্য ও নগদ কয়েক লক্ষ টাকা সহ অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়েছে ধারনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে কেউ মূখ খুলতে রাজি নয়। নিহতের বাবা জিতেন্দ্র দেব বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে তার ধারনা। তিনি তার ছেলের হত্যাকারীদের ফাঁিসর দাবী করেন। এ দিকে সুমনের পিতা আরো জানান, ওই ঘটনার রাতে সুমনের বন্ধু সুহেল তাকে ফোন করে দোকানে নিয়ে আসে। ঘটনার পর থেকে সুহেল আত্মগোপনে রয়েছে। সুমন দেবের প্রতিবেশী সেলুন ব্যবসায়ী প্রসেনজিৎ বৈদ্য বলেন, রাত অনুমান ১২টার দিকে সুমন দেবের দোকানে কয়েক জন লোকের কথা বার্তা শুনেছেন। এ সময় তিনি ধারনা করেন কোন পরিচিত লোকের সাথে শান্ত ভাবে কথা বলছেন। হয়তো কোন আত্মীয় হবে তাই এ ব্যাপারে তিনিও তেমন কোন গুরুত্ব না দিয়ে নিজ কক্ষে শুয়ে পড়েন। পর দিন সকালে দেখেন এই ঘটনা। এ ব্যাপারে এএসপি নাজমূল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তে মনে হয়েছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এখানে কোন ডাকাতি অথবা স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, সুমন দেব হত্যার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এই হত্যাকান্ডের প্রাথমিক ক্লু- পাওয়া গেছে এতে মনে হয়েছে জায়গা সংক্রান্ত বিরোধের জের নিহত সুমনের দুই চাচাতো ভাই লিটন দেব ও রতন দেব সুমনের বন্ধু সোহেলের মাধ্যমে রাতে ওই দোকানে এসে ঘটনাটি সংঘটিত করেছে বলে ধারনা করা হচ্ছে। আসামী ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *