নিয়োগ দূর্নীতির ফলে ফয়জাবাদ চা বাগান শ্রমিকদের অসন্তোষ

স্টাফ রিপোর্টার ॥ ফিনলে ট্রি কোম্পানীর আওতাধীন ফয়জাবাদ চা-বাগানে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ঘুষ ও অনিয়ম। অভিযোগের তীর বৃদ্ধি পেয়েছে বাগানের ডিজিএম তাহছিন চেীধুরীর প্রতি। এ ব্যাপারে ফয়জাবাদ চা-বাগান পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে চীপ অপারেটিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা (এরপর পৃষ্ঠা-৩) হয়েছে। অভিযোগে প্রকাশ, রেজিষ্টারি লেবার স্বরন কুমার ৮ম শ্রেণী পাশ হলে তাহকে নকল সাটির্ফিকিট তৈরী করে এসএসসি পাশ দেখিয়ে নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অথচ ওই বাগানের রেজিস্ট্রার লেবার এসএসসি পাশ থাকা সত্বেও তাদেরকে নিয়োগ না দিয়ে ৮ম শ্রেণী পাশ লেবারকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। এ ব্যাপারে বাগান পঞ্চায়েত কমিটি উর্ধতন কর্তৃপক্ষ হস্তক্ষেপ কামনা করেছেন। ডিজিএম তাহসিন চেীধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করলে নিয়োগ দূর্নীতির বিষয়ে আলাপকালে তিনি জানান, চাকরী দেয়া আমার এখতিয়ার নেই। আমি কোন দরখাস্তের সুপারিশ করতে পারি মাত্র। আমি কারো কাছ থেকে কোন টাকা নেই নাই। এ কথাগুলো বলেই তিনি ব্যস্ততা দেখিয়ে মোবাইল ফোন রেখে দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *