পুঁটি মাছের প্রাণ যায় বকে পেট ভরে

ইসমাইল হোসেন বাচ্চু ॥ চৈত্রের দাপদাহে চারদিক শুকিয়ে চৌচির। খাল-বিল নদী নালায় পানি নেই। পানির জন্য মানুষতো দুরের কথা পশু পাখিদের মাঝেও চলছে হাঁহাকার। একটু পানির জন্য সবাই কাঁতর। কিন্তু……..। বিলের এক কোনায় ছোট একটি গর্তে সামান্য পানিতে অল্প সংখ্যক পুঁটি মাছ চটপট করছে। যত দিন যাচ্ছে ততই তাদের মনে শংকা বাড়ছে। কখনজানি পানি শুকিয়ে গিয়ে তাদেরকে অকাতরে মরতে হয়। ইতি মধ্যেই ৮/১০টি পুঁটি মাছ ছাড়া অন্য মাছগুলো মরে গেছে। এ সুযোগে একটি সাদা বক ওই পুটি মাছগুলোকে দেখতে পেরে খাওয়ার জন্য পরিকল্পনা করে। বুদ্ধিমান বকটি চটপট করে পুঁটি মাছ গুলোকে না খেয়ে মনে মনে ফঁন্দি আঠলো হয়তো খেতে গেলে কাদাঁর নিচে পুঁটি মাছগুলো লুকিয়ে যেতে পারে। বুদ্ধি করে বক এগিয়ে পুঁটি মাছ গুলোকে বললো, বন্ধুরা- তোমাদের ভয়ের কারণ নেই। আমি তোমাদের খাবনা। আমি তোমাদের বন্ধু হয়ে নিরাপত্তা দেব আর এখানে না রেখে গভীর পানিতে তোমাদেরকে নিয়ে ছেড়ে দেব। এমন লোভনীয় কথা শুনে একটি পুটি মাছ বললো, ভাই আমাকে আগে গভীর জলে নিয়ে চলো।এখানে অনেক কষ্টে আছি। এভাবে সবাই লাফিয়ে উঠে আর………। বক বললো, সবাইকে এক সাথে নেয়া যাবেনা। আগে একজন চলো গভীর জল দেখার জন্য। একটি বয়স্ক পুঁটি মাছ তাতে রাজী হলো। চালাক বক তাকে নিয়ে গভীর জলে ছাড়া মাত্রই মাছটি খুশিতে হাবুডুবু খেতে শুরু করলো। বক বললো, চলো তোমার অন্য সাথীদেরকে পানির কথা জানাও। তাই হলো। বকটি এসে গভীর জলের কথা বললো। এ কথা শুনে সব পুঁটি মাছ গভীর জলে যেতে উম্নাদ হয়ে পড়লো। কিন্তু ঘটে গেলো উল্টে ঘটনা। চালাক পুটি মাছ বললো। সবাইকে এক সাথে নেয়া যাবেনা। একজন করে চলো। প্রথম বড় পুটি মাছ যেতে রাজী হওয়ায় তাকে নিয়ে বকটি উড়ে একটি গাছের ডালে বসে মনের সুখে খেয়ে ফেললো। তার পার..। এভাবে সবটি পুুঁটি হজম করে নিল চালাক বক। প্রাণ গেলো পুটি মাছের আর পেঠ ভরলো চালাক বকের। প্রিয় পাঠক। সাপ্তাহিক প্রথম সেবায়। অন্য কথা শিরোনামটি নিয়ে আজও হাজির হলাম। আজকের গল্পটি রঙ্গরসে হলেও এর মাধ্যমে সচেতনতাই মূল উদ্দেশ্য। যা হোক। পুঁটি মাছের মতো বর্তমানে মানুষ আইন শংখলা নিয়ে উদ্ধিগ্ন। আইন শৃংখলা বাহিনীর পোষাক পড়ে বকের মতো একটি চক্র সাধারণ মানুষকে হয়রাণী করছে। নিরাপত্তার নামে গুম হত্যা ছিনতাই লুটপাঠ, এমনকি ডাকাতিও করছে এ চক্রটি। সম্প্রতিকালে র‌্যাবের পোষাক ও ভাড়া করা গাড়ীতে র‌্যাব লিখে একটি চক্র না অপরাধ করছে। কারণ চক্রটি এও জানে যে, র‌্যাবের প্রতি সাধারণ মানূষের এখনও অগাত বিশ্বাস আর নিশ্চিদ্ধ ভালবাস রয়েছে। আর সুবাধে র‌্যাবের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষকে ভিন্ন মুখে হয়রাণী করা হচ্ছেু। ব্যাংক বীমা কিংবা নগদ অর্থ বহন কালে র‌্যাব কিংবা ডিবি পরিচয়ে আটক করে নির্জন স্থানে নিয়ে অর্থকরী লুঠে নিয়ে অজ্ঞান করে ছেড়ে দেয়া হচ্ছে। আবার কোন কোন স্থানে গুম-হত্যা করা হচ্ছে। বর্তমানে গুম, হত্যা সহ নানা ঘটনায় নারায়ণগঞ্জ আলোচিত হলেও দেশের বিভিন্ন স্থানে এরকম আরো ঘটনার সূত্রপাত হচ্ছে । কিন্তু কে রাখে কার খবর?। আসল র‌্যাব আর ডিবির চেয়ে এখন নকল র‌্যাব আর ডিবির আর্বিবাব ঘটে চলছে। এতে সাধারন মানুষ উপকারের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেক স্থানে সাধারন মানুষকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে স্বার্থ হাসিল করছে চক্রটি। মুলতঃ এরা ভুয়া। এসব থেকে পরিত্রান পেতে হলে আইন শৃংখলা বাহিনীকে আরো সজাগ দৃষ্টি নেয়া দরকার। না হলে…………।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *