বজ্রপাতে নিহত দুই পরিবারকে আর্থিক অনুদান প্রদান কালিশিরি গ্রামে ঘর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্থ দু’পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের কালিশিরি গ্রামে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। গত শনিবার সকালে কালিশিরি গ্রামের সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবার ও আংশিক ক্ষতিগ্রস্থ ৪৬টি পরিবার পরিদর্শন করে তাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। ইতোমধ্যে টর্নেডোর আঘাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ ১৪টি পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল টিন ও ৬ হাজার করে টাকা বরাদ্দ দিয়েছেন। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে ২ হাজার টাকা করে দেয়া হবে বলেও তিনি জানান। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মফজুলের রহমান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। এর আগে জেলা প্রশাসক বজ্রপাতে নিহত দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদের মাসুক মিয়ার স্ত্রী মোছাঃ সুমিকে নগদ ১২ হাজার টাকা এবং চান্দপুর বাগানের লোহারপুল এলাকার পরিক্ষিত মুন্ডার স্ত্রীকে ১২ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন। উল্লেখ্য, গত ৮ মে ভোররাতে টর্নেডোরে আঘাতে আহমদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। ভেঙ্গে পড়ে দেড় শতাধিক ঘরবাড়ি, স্কুল মাদ্রাসা ও মক্তব ঘর। ভেঙ্গে পড়ে হাজার হাজার গাছপালা। শতাধিক ঘরের টিনের ও ছনের চালা উড়ে যায়। এ সময় ঘরের নিচে ও গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এসব পরিবার এখন খোলা আকাশের নিচে বাস করছে। দরিদ্র পরিবারের এসব লোক সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীও তাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *