মাধবপুরে সড়ক র্দূঘটনায় ৫ জন নিহত ২৬ ঘন্টা পর একটি লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক র্দূঘটনায় ৫ জন নিহত। ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আল আমিন হোটেলের সামনে গত শুক্রবার দুপুর ২টায় সড়ক দূর্ঘটনায় নাছিরনগর উপজেলার মৃত্য গুণি মিয়ার ছেলে হানিফ মিয়া নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত ওইদিন দুপুরে আল আমিন সিএনজি পাম থেকে সিএজিতে (বি-বাড়ীয়া, থ- ১১-১১৫১) গ্যাস ভড়ে রাস্তা পাড়াপারের সময় সিলেট মুখি একটি দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা-মেট্রু-১৩-৮১৩০) সঙ্গে সংঘর্ষ ঘটলে এতে সিএনজি চালক গুরুত্ব আহত হয়। পথচারিরা গুরুত্ব আহত অবস্থায় সিএনজি চালক হানিফ মিয়া কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে র্কতব্যরত চিকিৎসত তাকে মৃত্য বলে ঘোষনা করেন। আবার গত সোমবার ভোর সকালে ঢাকা সিলেট মহসড়কে মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নিকটে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষের রুহুল আমিন, রুবেল, রাহেল নামে ৩ যুবকের মৃত্যু হয়। আহত হয় অনন্ত জেলার ৬ জন। দূর্ঘটনার পর মাইক্রোবাস আরোহী জাবেদ হোসেন কে কোথাও খোজে পাওয়া যাচ্ছিল না। ২৬ ঘন্টা পর তার স্বজনরা গত মঙ্গলবার সকালে ঘটনস্থলে এসে একটি ডোবায় তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *