শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী দীলিপ সেনকে হত্যার অভিযোগ তার মা-ভাইয়ের

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে টাকা আত্মসাতের লক্ষ্যে স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজন শায়েস্তাগঞ্জের ব্যবসায়ী দীলিপ সেন (৪০) কে খুন করেছে বলে অভিযোগ করেছেন নিহত দীলিপ সেনের মা ছায়া রাণী সেন (৬৫) ও ছোট ভাই হরি সেন। তারা অভিযোগ করে বলেন, উপজেলার বাঘমারা গ্রামে শ্বশুর বাড়ীতে দীলিপকে পরিকল্পিতভাবে খুন করা হয়। গত বৃহস্পতিবার দীলিপের মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এসে বিষপানে সে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। এরপর ময়না তদন্ত শেষে তড়িগরি করে তার লাশ দীলিপের শ্বশুর বাড়ীতে নিয়ে দাহ করে ফেলা হয়। দীলিপের ভাই হরি সেন জানান, দীলিপ দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকায় পান সিগারেটের ব্যবসা করতো। ২০১১ সালে বাঘমারা গ্রামের সুভাষ পালের কন্যা লক্ষ্মী রাণী পাল (২৫) কে বিয়ে করে দিলিপ। তার বিয়ে ৫/৬ মাস যেতে না যেতেই প্রলোভন দিয়ে সমূদয় পুঁজিসহ দীলিপকে নিয়ে পিত্রালয়ে চলে যায় লক্ষ্মী রাণী পাল। সেখানে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। দীলিপের শায়েস্তাগঞ্জে ব্যবসার পাশাপাশি চুনারুঘাট কাঁচামাল বাজারেও পান সুপারীর দোকান ছিল। প্রতিদিন ব্যবসা শেষে টাকা তুলে দিত স্ত্রী লক্ষ্মীর হাতে। এভাবে দীর্ঘদিন পরিশ্র্রমের ফলে দীলিপ কমপক্ষে ১০ লাখ টাকা সঞ্চয় করে। সম্প্রতি শায়েস্তাগঞ্জে একটি দোকান ঘরের পজেশন কিনতে সিদ্ধান্ত নেয় সে। ৩ লাখ টাকার বিনিময়ে দোকান ঘরের পজেশন কিনার সিদ্ধান্ত হয়। দীলিপ টাকার জন্য স্ত্রীকে বললে শুরু হয় কলহ। লক্ষ্মী, তার পিতা সুভাষ পাল (৬০), সম্বন্ধী সুমন পাল (৩০), শ্যালিকা লাকী পাল (২০) ও শ্বাশুরি এক জোট হয়ে সমূদয় টাকা আত্মসাতে মরিয়া হয়ে উঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় দীলিপকে মারপিট করে তাকে অচেতন অবস্থায় মুখে বিষ ঢেলে পার্শ্ববর্তী জমিতে ফেলে দেয়া হয়। এক পর্যায়ে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরা দীলিপের মা-ভাইসহ স্বজনদের না জানিয়ে তড়িগরি করে ময়না তদন্ত করিয়ে লাশ দাহ করে ফেলে। শুধু তাই নয় হাসপাতালে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করানো হয়। গত শুক্রবার পত্রিকায় খবর দেখে দীলিপের বাড়ীতে শুরু হয় কান্নার রোল। শোকার্ত স্বজনরা ছুটে যান বাঘমারা গ্রামে। কিন্তু সেখানে দীলিপের আর অস্থিত্ব নেই। দীলিপের ছাই ভষ্ম দেখে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা। দীলিপের মা তার পুত্র হত্যার বিচার দাবি করেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *