অমুসলিমদের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পোষিত হচ্ছে মুসলিম উম্মাহ

ছারছীনার পীর সাহেব
কে.এম. শামছুল হক আল-মামুন ॥ আমীরে হিজবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা শাহ মোহেব্বুল্লাহ বলেছেন, বিশ্ব নবীর আদর্শ থেকে মুসলমানরা সরে যাওয়ার কারনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বিশ্বব্যাপী আজ অমুসলিমদের হাতে চরমভাবে নির্যাতিত ও নিষ্পেষিত হচ্ছে। মর্যাদার সু-উচ্চ আসনে সমাসিন এক কালের শ্রেষ্ঠ মুসলমানগন আজ সবচেয়ে অবহেলিত ও উপেক্ষিত জাতিতে পরিনত হয়েছে। বিধর্মীরা মুসলমানদের দেখলে হাসিঁ ঠাট্রা বিদ্রুপ করে। চরম সংকটের মধ্যে বর্তমান মুসলিম উম্মাহ দিনাতিপাত করছে। নবীর আদর্শ ব্যতিরেকে অন্য কোন পথ বা মতে মুসলিম জাতির শান্তি ও কল্যাণ আসবে না সিরাতুল মুস্তাকিম সরল ও সঠিক পথে সবাইকে চলতে হবে। হুব্বে রাসূল(সা:) এর ভালবাসাই হল ঈমান। ঈমান ছাড়া কোন মানুষ নাজাত পাবে না। বিশ্ব নবীর সাফায়াত ছাড়া কেউ নাজাত পাবে না। পীর সাহেব হাজার হাজার ভক্ত ও মুরীদের উদ্দেশ্য করে বলেন, ঈমান আকিদা ঠিক করে আমলী জিন্দেগী গঠনের জন্য জোর তাগিদ দেন। এবং কামিল হক্কানী পীরের প্রতিটি নির্দেশ নিসন্দেহে পালন করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় তিনি বলেন ছারছীনার দরবার কোন মনগড়া মতবাদে পরিচালিত হয় না। এই দরবার কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত একটি হক্কানী দরবার। পীর সাহেব বলেন, ধর্মীয় বিধান নিয়ম নীতি পালনে সীমাহীন উদাসীনতার যুগে হক্কানী দরবার ও পীর মাশায়েখের কোন বিকল্প নেই। হক্কানী আলেম ও কাঠি নায়েমে নবীর তৈরি করার জন্য আগত মুসুল্লিগনের সন্তানদের দ্বীনিয়া মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। তিনি গত ১২ মে মাধবপুর উপজেলাধীন ছালেহাবাদ মাদ্রাসা ময়দানে ঈসালে ছওয়াব মাহফিল ও জমিয়তে হিজবুল্লাহ সম্মেলন ২০১৪ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক ও ছালেহাবাদ মাদ্রাসার সুপার আলহাজ্ব মাও: আবুল কালাম সৈয়দ উবায়দুর রহমান পরিচালনায় অন্যান্যের মধ্যে ওয়াজ করেন, কেন্দ্রীয় জমিয়তে হিজবুল্লাহর মুবাল্লেগ মাওলানা হেমায়েতউদ্দিন তৈয়ব, ছারছীনা মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা রুহুল আমীন আফসারী, ঢাকা দারুন্নাজাত মাদ্রাসার মুহাদ্দিছ ওসমান গনি সালেহী, মুহাদ্দিছ বদরুজ্জামান রিয়াদ, মাও: মোস্তাফা হামিদী সহ স্থানীয় ওলামায়ে কেরাম। মাহফিল শেষে দেশ বাসীর কল্যাণ ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *