নিরঞ্জন সাহা নিরুর উত্থানের অজানা কাহিনী

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরের বাসিন্দা কুখ্যাত মাদক ব্যবসায়ী নিরঞ্জন সাহা নিরু নিজেকে সাধু প্রমাণে দুই হাতে উড়াচ্ছেন কালো টাকা। শুধু তাই নয়, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়েই চলছেন। গত কয়েক দিন ধরে এ প্রতিবেদন প্রকাশের পর জনসমক্ষে তার মুখোশ উন্মোচন হয়ে পড়েছে। বাহুবল উপজেলার গন্ডি ছাড়িয়ে তাকে নিয়ে জেলার সর্বত্র আলোচনার ঝড় বইছে। সূত্র জানায়, বাহুবল থানা বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস’া বাহুবল থানা শাখার সভাপতি নিরঞ্জন সাহা নিরু সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা সদরে চোলাই মদের ব্যবসা করে। দিরাই উপজেলার একজন স’ানীয় সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, মাদক আইনকে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে অবাদে মদ বিক্রির মাধ্যমে নিরঞ্জন সাহা নিরু ওই এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। তার পাট্টায় নিম্নমানের মাদক সেবনের কারণে বিভিন্ন সময় স’ানীয় মাদকসেবীরা নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী হয়েছেন। এসব ঘটনার সংবাদ সুনামগঞ্জের সাপ্তাহিক সুনামকন্ঠসহ সিলেটের ডাক ও দিনকাল পত্রিকায় একাধিক বার প্রকাশিত হয়। এমনকি বিভিন্ন সময় অবৈধভাবে চোরাই পথে চোলাই মদ ভাটি এলাকায় পাচারকালে মারকুলী নৌ-ঘাটে পুলিশের হাতে আটক হয়। এতে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলেও শীর্ষ রাজনৈতিক দলের বড় মাপের স’ানীয় নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলে বিষয়টি ধামাচাপা দেয় নিরু। অনুসন্ধানে জানা যায়, নিরঞ্জন সাহা নিরু বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন পশ্চিম রূপশংকর গ্রামের মৃত নিলকান্ত সাহা ওরপে নিলু সাহার পুত্র। বাংলাদেশ স্বাধীনের পর পরই তার পিতা নিলু সাহা সরকারের অনুমোদন নিয়ে শ্রীমঙ্গল শহরে কারখানা খুলে মদের ব্যবসা শুরু করে। তার পিতার মৃত্যুর পর ওই ব্যবসার হাল ধরে নিরু। তার অধীনে এখনও দিরাই উপজেলা সদরে মদের দোকান রয়েছে। ২০০৩ সালে মে মাসে মারকুলি নৌ-ঘাটে নিরুকে প্রায় তিনশ’ লিটার মদসহ গ্রেফতার করেন তৎকালীন দিরাই সার্কেলের এসপি মহিবুল ইসলাম। এ সময় নিরু সুনামগঞ্জ জেলা কারাগারে ৬ দিন হাজত বাস করে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়। একমাত্র মদ বিক্রির মাধ্যমে নিরু এখন মিরপুরে কোটিপতি। তার কোটি টাকার সম্পদ থাকা সত্বেও সামাজিকভাবে তাকে বাঁকা চোখে দেখা হচ্ছে। যে কারণে নিরু মারাত্মক অস্বস্থিতে ভোগছে। এক পর্যায়ে ২০০৩ সালের প্রথম দিকে বিলুপ্ত বাহুবল প্রেসক্লাবের কতিপয় লোককে ম্যানেজ করে আজীবন সদস্য পদ লাভ করে নিরু। মাদক ব্যবসায়ী নিরুকে বাহুবল প্রেসক্লাবের আজীবন সদস্য পদ দেয়ায় অধিকাংশ সাংবাদিক বেঁকে বসেন। সাংবাদিকদের প্রতিবাদের মুখেই এ বির্তকিত ব্যক্তিকে ওই বছরের ৪ এপ্রিল উপজেলা সভাকক্ষে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম এমপি দেওয়ান ফরিদ গাজী, খলিলুর রহমান চৌধুরী রফি, শেখ সুজাত মিয়া ও শ্রীমঙ্গলের আহাদ মিয়াকে আমন্ত্রণ জানানো হয়। কিন’ বাহুবলের অধিকাংশ সাংবাদিক ও সুশীল সমাজসহ উপজেলাবাসী নিরুকে প্রতিহতের ঘোষণা দেন। এ অবস’ায় সংবর্ধনা অনুষ্ঠানে উল্লেখিত চার বিশিষ্ট ব্যক্তি আমন্ত্রণ বাতিল করে দেন। তবে কথিত সংবর্ধনা অনুষ্ঠানটি সাংবাদিকদের বর্জনের মুখে থানা বিএনপি’র আকাদ্দস মিয়া বাবুলকে প্রধান অতিথি ও তৎকালীন ইউএনওকে বিশেষ অতিথি করে পুলিশ পাহারায় নিরুকে আজীবন সদস্য পদ দেয়া হয়। এর প্রতিবাদে ১২ এপ্রিল সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান, আব্দুল আউয়াল তহবিলদার, এম সাজিদুর রহমান, সমুজ আলী রানা, নুরুল ইসলাম মনিসহ অধিকাংশ সাংবাদিক বাহুবল প্রেসক্লাব বর্জন করে উপজেলা প্রেসক্লাব গঠনের উদ্দেশ্যে প্রথম বৈঠকে মিলিত হন এবং ১৮ এপ্রিল ১৯ সদস্য বিশিষ্ট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়। এরপর থেকে বাহুবলে শুরু হয় সাংবাদিকদের গ্রুপিং লবিং। ২০১১ সালের ১১ নভেম্বর একাধিক বৈঠকের পর তৎকালীন ইউএনও আব্দুল ওয়াদুদ চৌধুরীর প্রচেষ্টায় দুই ক্লাব ঐক্যবদ্ধ হয়। উপজেলা প্রেসক্লাব থেকে শর্ত দেয়া হয় যে, ২০০৩ থেকে ২০১১ইং পর্যন্ত বাহুবল প্রেসক্লাবের যাবতীয় কার্যক্রম বাজেয়াপ্ত হবে। এ শর্তেই দুই ক্লাব এক হয়ে কলংকিত বাহুবল প্রেসক্লাব বিলুপ্ত করে ওই তারিখেই গঠন করা হয় ৪২ সদস্য বিশিষ্ট বাহুবল মডেল প্রেসক্লাব। যে ক্লাবের কার্যক্রম বিদ্যমান আছে। বাহুবল প্রেসক্লাব বিলুপ্তের মধ্যে দিয়ে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত সকল কার্যক্রম বাজেয়াপ্ত হওয়ায় নিরুর আজীবন সদস্য পদ হিমাগারে পাঠানো হয়। এতে নিরু বিমর্ষ হয়ে পড়ে। তাই নিরু দুই হাতে বিলিয়ে দিতে থাকে খাড়ি খাড়ি টাকা। কৌশলে বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে দাতা সদস্য পদের খেতাব অর্জনের চেষ্টা চালায়। ওই বছর থেকেই মাত্র কয়েক মাসের মধ্যেই মিরপুর ও বাহুবলের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেয়। এমনকি ২০০৭ থেকে তার পিতার নামে নিলকান্ত সাহা উপবৃত্তি প্রকল্প চালু করে সমাজ সচেতন ব্যক্তিদের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা চালায়। এভাবে সে সিলেট বিভাগের মাদক রাজ্যের অঘোষিত রাজা হিসাবে আর্বিভূত হওয়ার তৎপরতায় লিপ্ত রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *