বাহুবলে দু’সিএনজি ছিনতাইকারী আটক গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সিএনজি টেক্সী ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতা দু’ছিনতাইকারীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চলিতাতলা নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের সাজিদ মিয়ার পুত্র আল আমিন (১৯) ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার কুলিয়ারচর বাজারের বাসিন্দা হরেন্দ্র কুমার সাহার পুত্র মানিক চন্দ্র সাহা ওরপে আব্দুল্লা (৩৫)সহ সিলেট থেকে ‘শায়খুল ইসলাম পরিবহন’ নামে একটি সিএনজি টেক্সী ভাড়ায় নিয়ে আসে। ঢাকা-সিলেট মহা-সড়কের শেরপুর নামক স্থানে যাত্রীবেশী আল আমিন ও মানিক চন্দ্র সাহা ওরপে আব্দুল্লা টেক্সী চালককে মারধোর করে ফেলে দিয়ে টেক্সীটি ছিনতাই করে নিয়ে আসে। বিষয়টি পেছনে থাকা বাহুবল উপজেলার ছিছিরকোট গ্রামের জনৈক ট্রাক ড্রাইভারের নজরে আসে। তিনি ছিনতাই হওয়া সিএনজি টেক্সীটিকে নজরধারীতে রেখে এগিয়ে আসতে থাকেন। মহা-সড়কের চলিতাতলা পয়েন্টের নিকটে ওই ট্রাক ড্রাইভার ব্যারিকেট সৃষ্টি করে ছিনতাই হওয়া সিএনজি টেক্সীটি আটক করে। এ সময় ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে জনতা ওই দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় জনতা তাদের গণধোলাই দেয়। পরে বাহুবল থানায় খবর দিলে এসআই সোহেল মাহমুদ-এর নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আটককৃত ছিনতাইকারী মানিক চন্দ্র সাহা ওরপে আব্দুল্লা বর্তমানে তার শ্বশুর চুনারুঘাট উপজেলার রানীগাঁও পাচারগাঁও গ্রামের মহুর মিয়ার বাড়িতে বসবাস করছে। ছিনতাই হওয়া সিএনজি টেক্সীটির মালিক লাখাই উপজেলার বাসিন্দা। তিনি সিলেট মহানগরীর দর্জিপাড়ার রায়নগরে বসবাস করে সিএনজি টেক্সীর ব্যবসা করেন। ছিনতাইকারীদের প্রহারে আহত চালক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধিন বলে জানা গেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *