বিশুদ্ধ পানি বাসস্থানসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত চা শ্রমিকরা

স্টাফ রিপোর্টার ॥ ফাঁরিসহ ২৪টি চা বাগান রয়েছে চুনারুঘাট উপজেলায় । সেই চা বাগানগুলোতে বাগান ব্যবস্থাপকদের অবহেলার কারনে বিশুদ্ধ খাবার পানি, বাসস্থান ও শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত উপজেলার ২৪টি চা বাগানের শ্রমিকরা। চা-বাগানের শ্রমিকরা নিজের সামান্য অর্জিত আয়ের উৎস থেকে সঞ্চয় করে মাথা ঠাইয়ের জন্য সেই অর্পিত সঞ্চয় দিয়ে নিজে তৈরি করে মাটির ওয়াল কাঁচাঘর। সেই ওয়াল ঘরের উপরে চাউনির কাঠ ও ঢেউ টিনের জন্য বাগান ব্যবস্থাপকের দিকে তাঁকিয়ে থাকে বাগানের অনেক শ্রমিকরা। চা শ্রমিকদের নিজের তৈরি মাটির কাঁচাওয়াল ঘরে উপরের চাউনি না থাকায়, বাগান ব্যবস্থাপকদের অবহেলার কারণে উপজেলার বিভিন্ন চা বাগানে অনেক চা শ্রমিকের কাচা ওয়াল ঘরগুলো ইদানিং ঝর বৃষ্টিতে ধ্বসে পড়ে যাচ্ছে। এ যেন দেখার কেউ নেই, পারকুল, নাসিমাবাদসহ উপজেলার বিভিন্ন চা বাগান সরজমিনে ঘুরে চা শ্রমিকদের এমন করুণ দৃশ্যও চোখে পড়ে। এ অবস্থায় বিভিন্ন সমস্যায় জর্জরিত ও বঞ্চিত রয়েছে বলে চা শ্রমিকসহ বাগান পঞ্চায়েত নেতা অজিত রাজ বল্লভ, প্রদীপ বুনার্জী, জজ মারাক, রবি বুনার্জীরা আলাপকালে সাংবাদিক ফারুক মাহমুদকে এ তথ্য জানান। চা শ্রমিকরা বঞ্চিত হয়ে যাচ্ছে। এদিকে চা শ্রমিকদের স্বপ্ন আজও বাস্তবায়ন করা সম্পূর্ণ হয়নি। এনিয়ে মাঝে মধ্যে প্রায় বাগান কর্তৃপক্ষের সাথে চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি দাওয়া নিয়ে মাঝে মধ্যে বাক-বিতন্ডা চলে থাকে। উপজেলার চা শ্রমিকরা সরকার ও চা বাগান উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *